BJP joining: মাঠজুড়ে সাজানো টোটো, চালকরা দল বেঁধে যোগ দিলেন বিজেপিতে
Jalpaiguri: সভা থেকে টোটোচালকদের উদ্দেশে বার্তা দেওয়া হয়, কোনওভাবেই টাকা দিয়ে টোটো রেজিস্ট্রেশন করা যাবে না। পাশাপাশি হুঁশিয়ারি দেওয়া হয়, যদি পুলিশ টোটোচালকদের উপর অত্যাচার করে বা টোটো আটক করে থানায় নিয়ে যায়, তবে বিজেপির পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে নামা হবে।

ধূপগুড়ি: মাঠজুড়ে সাজানো টোটো। আবার প্রত্যেক টোটোতে বিজেপির পতাকা। মাঠে সারি দিয়ে বসে টোটোচালকরা। আর এই টোটোচালকদের হাতে গেরুয়া পতাকা তুলে দিয়ে বিধানসভা নির্বাচনের আগে জলপাইগুড়িতে নিজেদের শক্তি বাড়াল বিজেপি। ধূপগুড়িতে প্রায় আড়াইশো টোটোচালক গেরুয়া শিবিরে যোগ দিলেন।
সরকারের নির্দেশে টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হলেও সেই নির্দেশ মানতে নারাজ টোটোচালকদের একাংশ। রেজিস্ট্রেশনের বিরোধিতায় একাধিকবার বিভিন্ন সরকারি দফতরে ডেপুটেশন ও আন্দোলন করেও কোনও সুরাহা না মেলায় রাজনৈতিকভাবে বড় সিদ্ধান্ত নিলেন টোটোচালকরা। বৃহস্পতিবার ধূপগুড়ি ব্লকের মাগুরমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের যতীনের হাট মাঠে বিজেপি ‘পরিবর্তন সভা’-র আয়োজন করে। সেই সভাতেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন মাগুরমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত, নাথুয়া ও দুরামারি এলাকার প্রায় আড়াইশো টোটোচালক।
এই সভায় উপস্থিত ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি শ্যামল রায়, জেলা সাধারণ সম্পাদক চন্দন দত্ত, জেলা সাধারণ সম্পাদিকা মিতালী রায়-সহ ধূপগুড়ি ব্লকের একাধিক নেতৃত্ব। তাঁদের হাত থেকেই দলীয় পতাকা তুলে নিয়ে বিজেপিতে যোগ দেন টোটোচালকরা।
প্রায় ২৫০টি টোটো বিজেপির পতাকা লাগিয়ে মাঠের চারপাশে সাজিয়ে রাখা হয়। সভা থেকে টোটোচালকদের উদ্দেশে বার্তা দেওয়া হয়, কোনওভাবেই টাকা দিয়ে টোটো রেজিস্ট্রেশন করা যাবে না। পাশাপাশি হুঁশিয়ারি দেওয়া হয়, যদি পুলিশ টোটোচালকদের উপর অত্যাচার করে বা টোটো আটক করে থানায় নিয়ে যায়, তবে বিজেপির পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে নামা হবে।
এই যোগদানের ঘটনাকে কেন্দ্র করে ধূপগুড়ি রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। বিজেপির জেলা সভাপতি শ্যামল রায় বলেন, “২০১১ সাল থেকে তৃণমূল সমস্ত সরকারি প্রতিষ্ঠানকে দুর্নীতিগ্রস্ত করে দিয়েছে। চাকরি না পেয়ে এখন অনেকে টোটো চালাচ্ছেন। টোটোকে পেশা করে রুটিরুজি জোগাড়ের সিদ্ধান্ত নেন। এখন সেই টোটোকেই রেজিস্ট্রেশনের নামে টাকা নেওয়া হচ্ছে। তাই, টোটোচালকরা বীতশ্রদ্ধ হয়ে বিজেপিতে যোগ দিলেন। এই সরকারের ঢাকি-সহ বিসর্জন হবে।” বিজেপিতে যোগ দিয়ে টোটোচালকরা বলেন, তৃণমূলের দুর্নীতির প্রতিবাদেই তাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন।
