SIR Draft in West Bengal: কবে থেকে শুরু হবে হিয়ারিং, কী বলছে কমিশন?
SIR 2025 Draft List: কিন্তু কবে থেকে শুরু হবে হিয়ারিং? কী বলছে নির্বাচন কমিশন? এখনও কমিশন কিন্তু স্পষ্ট করে জানায়নি যে কবে থেকে শুরু হবে হিয়ারিং। ১৬ ডিসেম্বর প্রকাশ হয়েছে খসড়া তালিকা। তবে, কমিশন সূত্রে খবর, ১৭ ডিসেম্বর থেকে ২২ বা ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে নোটিস পাঠানোর কাজ।

খসড়া তালিকায় যাদের নাম নেই তাদের চিন্তা হিয়ারিং। এ ছাড়াও যাঁদের নাম রয়েছে খসড়া তালিকায়, তাদের চিন্তাও কম কিছু নয়। কারণ, যে কোনও ব্যক্তিকে কিন্তু হিয়ারিংয়ের জন্য ডেকে পাঠাতে অয়ারে কমিশন। অর্থাৎ, আপনার কোনও তথ্য নিয়ে কমিশনের যদি বিন্দুমাত্রও সন্দেহ হয়, আপনার কাছে চলে আসবে সমন। আপনার দিতে হবে হাজিরা।
কিন্তু কবে থেকে শুরু হবে হিয়ারিং? কী বলছে নির্বাচন কমিশন? এখনও কমিশন কিন্তু স্পষ্ট করে জানায়নি যে কবে থেকে শুরু হবে হিয়ারিং। ১৬ ডিসেম্বর প্রকাশ হয়েছে খসড়া তালিকা। তবে, কমিশন সূত্রে খবর, ১৭ ডিসেম্বর থেকে ২২ বা ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে নোটিস পাঠানোর কাজ। আর তারপরই শুরু হবে হিয়ারিং।
কমিশন স্পষ্ট করে না বললেও, যে সমন ভোটারদের বাড়িতে বাড়িতে পাঠাবে কমিশন, সেই সমনেই হয়তও লেখা থাকবে সেই ভোটারকে কবে, কোথায় যেতে হবে হিয়াংয়ের জন্য। ফলে, কারও যদি তথ্যে গরমিল হয়ে থাকে বা হিয়ারিংয়ে ডাকা হতে পারে বলে মনে হয়, তার কাছে সমন পৌঁছে গেলেই তিনি জানতে পারবেন, কবে, কোথায় হবে হিয়ারিং।
উল্লেখ্য, আপনাকে নোটিস আকারে সমন পাঠাবে ইলেকশন কমিশন। আর সেই নোটিস নিয়ে আপনার কাছে আসবেন বিএলওরা। অর্থাৎ, আপনার বিএলওই আপনাকে জানাবে আপনাকে কোথায় যেতে হবে হিয়ারিংয়ের জন্য। এ ছাড়াও আপনার মোবাইল নম্বরে মেসেজ করে আপনাকে জানাতে পারে ইলেকশন কমিশন।
