BJP Leadership Meeting: ‘ফোটা কমলে’ কি ভরসা নেই গেরুয়া শিবিরের? সদ্য জেতা ৩ রাজ্যে বড় চমক
CM Candidate in 3 States: এই ম্যারাথন বৈঠকের পর ধাপে ধাপে তিন রাজ্যের বিজেপি প্রধানদের সঙ্গেও বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ ও জেপি নাড্ডা। ওই বৈঠকে রাজ্যের নেতাদের কাছ থেকে সম্ভাব্য মুখ্যমন্ত্রীর নামের পরামর্শ চাওয়া হয়। সূত্রের খবর, এই তিন রাজ্য়ে শীঘ্রই পর্যবেক্ষক নিয়োগ করতে চলেছে বিজেপি। নবনির্বাচিত বিধায়কদের বৈঠকের পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন তাঁরা।

নয়া দিল্লি: হিন্দি বলয়ে গেরুয়া ঝড়। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে তিন রাজ্যেই ফুটেছে পদ্ম। মধ্য প্রদেশ(Madhya Pradesh), রাজস্থান (Rajsthan) ও ছত্তীসগঢ়ে (Chhattisgarh) ফের ক্ষমতায় এল কেন্দ্রের শাসক দল। এই নির্বাচনের ফলাফল অত্য়ন্ত গুরুত্বপূর্ণ ছিল বিজেপির কাছে। কারণ, বছর ঘুরলেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। লোকসভার ফল কেমন হতে চলেছে, তার হালকা আভাস মিলেছে এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন থেকেই। জয়ের পর আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছে বিজেপি। এখন চিন্তা শুধু মুখ্যমন্ত্রী বাছাই নিয়ে। ইতিমধ্যেই একাধিক নাম ঘোরাফেরা করছে। তবে সূত্রের খবর, তিন রাজ্যেই মুখ্যমন্ত্রী হিসাবে নতুন মুখ বাছতে চলেছে বিজেপি (BJP)। লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই মুখ্যমন্ত্রী বাছাই করা হবে।
রবিবার ফল ঘোষণার পরই মধ্য প্রদেশ, রাজস্থান ও ছত্তীসগঢ়ে মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে বৈঠক-আলোচনা শুরু করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও। মঙ্গলবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে সাড়ে চার ঘণ্টা ধরে বৈঠক হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
এই ম্যারাথন বৈঠকের পর ধাপে ধাপে তিন রাজ্যের বিজেপি প্রধানদের সঙ্গেও বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ ও জেপি নাড্ডা। ওই বৈঠকে রাজ্যের নেতাদের কাছ থেকে সম্ভাব্য মুখ্যমন্ত্রীর নামের পরামর্শ চাওয়া হয়। সূত্রের খবর, এই তিন রাজ্য়ে শীঘ্রই পর্যবেক্ষক নিয়োগ করতে চলেছে বিজেপি। নবনির্বাচিত বিধায়কদের বৈঠকের পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন তাঁরা।
প্রসঙ্গত, ফল প্রকাশের পর মধ্য প্রদেশে মুখ্যমন্ত্রী হিসাবে সবার প্রথমেই শিবরাজ সিং চৌহানের নাম উঠে এসেছে। তাঁর পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ পটেল, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও নরেন্দ্র সিং তোমারের নাম উঠে আসছে। পাশাপাশি কৈলাশ বিজয়বর্গীয়ের নামও উঠে আসছে মুখ্য়মন্ত্রী হিসাবে।
রাজস্থানের ক্ষেত্রেও প্রাক্তন মুখ্য়মন্ত্রী বসুন্ধরা রাজে থেকে লোকসভার স্পিকার ওম বিড়লা, কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, অর্জুন রাম মেঘওয়াল, সিপি যোশীর নাম উঠে আসছে। এছাড়া জয়পুরের রাজকুমারী দিয়া কুমারী ও মহন্ত বালকনাথের নামও সামনে এসেছে।
সেই তুলনায় ছত্তীসগঢ়ে বিজেপির রাজনৈতিক সমীকরণ অনেক সহজ। প্রাক্তন মুখ্যমন্ত্রী রমণ সিংয়ের নাম উঠে আসছে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে। এছাড়া অরুণ কুমার দেও, ধরমলাল কৌশিক ও আইএএস অফিসার ওপি চৌধুরীর নামও উঠে আসছে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে।
