Goa Assembly Election 2022: পানাজিতে পদ্ম-প্রতীকের দৌঁড়ে পিছিয়ে মনোহর-পুত্র, জুনিয়র পারিকরকে দলে টানতে মরিয়া কেজরিওয়াল

BJP in Goa: আসন্ন ভোটে গোয়ায় দুটি বিধানসভা কেন্দ্র 'বেনালিম' এবং 'নুভেম', বিজেপি কোনও প্রার্থী নাও দিতে পারে।

Goa Assembly Election 2022: পানাজিতে পদ্ম-প্রতীকের দৌঁড়ে পিছিয়ে মনোহর-পুত্র, জুনিয়র পারিকরকে দলে টানতে মরিয়া কেজরিওয়াল
গোয়ায় আরও শক্তি বাড়াতে মরিয়া আম আদমি পার্টি
Follow Us:
| Edited By: | Updated on: Jan 15, 2022 | 11:55 PM

পানাজি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) শনিবার বলেছেন যে তিনি প্রাক্তন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী প্রয়াত মনোহর পারিকরের ছেলে উৎপল পারিকরকে (Utpal Parrikar) আম আদমি পার্টিতে স্বাগত জানাতে প্রস্তুত। শনিবার গোয়ার নির্বাচন সংক্রান্ত সাংবাদিক বৈঠকে এ কথা বলেন কেজরিওয়াল নিজেই। গোয়া বিধানসভা নির্বাচনের (Goa Assembly Election 2022) আর বেশি সময় বাকি নেই। ঘাড়ের উপর নিশ্বাস ফেলছে নির্বাচন। এরই মধ্যে শনিবার গোয়ার নির্বাচন সংক্রান্ত এক সাংবাদিক বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, যে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর পারিকরের ছেলে উৎপল যদি বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চান, তাহলে তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত আম আদমি পার্টি।

বিজেপিতে অসন্তোষ বাড়ছে মনোহর পারিকরের পুত্রের

উল্লেখ্য, উৎপল পারিকর সম্প্রতি গোয়ার শাসক দল বিজেপির নেতৃত্বের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছিলেন। এখনও দলের তরফে প্রার্থী তালিকা ঘোষণা করা না হলেও, কানাঘুষো শোনা যাচ্ছে গোয়ার পানাজি বিধানসভা কেন্দ্র থেকে দলের প্রতীকে প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন আটানসিও “বাবুশ” মনসেরেট। অথচ এই পানাজি কেন্দ্রটির থেকে প্রার্থী হতে চাইছেন মনোহর পুত্র উৎপলও। উৎপলের বক্তব্য, আটানসিও অপরাধের ইতিহাসের দ্বারা কলঙ্কিত। তাঁর আরও অভিযোগ, আটানসিও যে ধরণের রাজনীতি করছেন, তাতে তিনি বর্তমানে গোয়ায় গ্রহণযোগ্য হবেন না।

সৈকত রাজ্যে সংগঠন বিস্তারে মরিয়া আম আদমি পার্টি

এদিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়েও যথেষ্ট আগ্রহী উৎপল পারিকর। তবে তিনি বিজেপিকে আরও কিছুটা সময় দিতে চাইছেন। সঙ্গে এই ইঙ্গিত দিয়ে রেখেছেন, তিনি সঠিক সময়ে তাঁর সিদ্ধান্ত ঘোষণা করবেন। ইতিমধ্যে, অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টিকে ভোট দেওয়ার জন্য সান আন্দ্রে বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রাম পরিদর্শন করেছেন। কেজরিওয়াল আসন্ন নির্বাচনের বিষয়ে যথেষ্ট আশাবাদী। তাঁর বিশ্বাস, আম আদমি পার্টির প্রতি গোয়ার জনগণের পূর্ণ সমর্থন রয়েছে। কেজরিওয়ালের কথায়, “মানুষ একটি নতুন দল চাইছে, তারা পরিবর্তন চায়। গোয়ায় কংগ্রেস ও বিজেপি বহু বছর ধরে পর্যায়ক্রমে ক্ষমতায় থাকলেও তারা কিছুই করতে পারেনি। আমাদের একটি সুযোগ দিন এবং যদি আমরা ব্যর্থ হই, আমরা আর আপনার ভোট চাইব না।”

দুটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী নাও দিতে পারে বিজেপি

এদিকে ক্ষমতায় থাকলেও  ৪০ আসনের গোয়া বিধানসভাকে মোটেই হালকাভাবে নিচ্ছে না বিজেপি। আঁটসাঁট বেধে মাঠে নামতে তৈরি হচ্ছে রণকৌশল। ১৪ ফেব্রুয়ারি গোয়ায় বিধানসভা ভোট। আসন্ন নির্বাচনে ৪০টি আসনের মধ্যে ৩৮টি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। বিজেপির এক শীর্ষ নেতা এ কথা জানিয়েছেন। বিজেপির ওই নেতা আরও জানিয়েছেন, আসন্ন ভোটে দুটি বিধানসভা কেন্দ্র ‘বেনালিম’ এবং ‘নুভেম’, বিজেপি কোনও প্রার্থী দেবে না। অতীতের পরিসংখ্যান দেখলেই বোঝা যায়, বেনালিম এবং নুভেম এই দুই বিধানসভা কেন্দ্রের লোকেরা অ-বিজেপি প্রার্থীদেরই ভোট দেয়। এ দুটিই মূলত খ্রিস্টান অধ্যুষিত বিধানসভা কেন্দ্র।

আরও পড়ুন : Punjab Assembly Election: আরও চওড়া ফাটল, ভোট ময়দানে নামা কৃষক সংগঠনগুলির সঙ্গে সম্পর্ক ছিন্ন করল সংযুক্ত কিষান মোর্চা