KMC election 2021: একডালিয়াতেই মুছে দেওয়া হল সুব্রত মুখোপাধ্যায়ের বোনের নামে দেওয়াল লিখন
kolkata municipal election 2021: তৃণমূল প্রার্থী হিসাবে প্রতীক নেওয়ার আগে তনিমা চট্টোপাধ্যায় জানতে পারেন তাঁকে তৃণমূল ৬৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী ঘোষণা করলেও পরে সে সিদ্ধান্ত বদলেছে।
কলকাতা: তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রার্থীর নামে দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ উঠল। তাও আবার নির্দল সেই প্রার্থী সদ্য প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের ‘নিজের বোন’ তনিমা চট্টোপাধ্যায়। কলকাতা পুরসভার ৬৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী। এই ওয়ার্ডে তাঁকে সরিয়ে তৃণমূল যাঁকে পরে প্রার্থী করেছে সেই সুদর্শনা মুখোপাধ্যায়ের শিবিরের দিকেই ইঙ্গিত তনিমা চট্টোপাধ্যায়ের।
দলের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাওয়ার পর জোরকদমে প্রচারে নেমে পড়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়ের বোন। জয়ের ব্যাপারেও যথেষ্ট আশাবাদী ছিলেন তিনি। ৬৮ নম্বর ওয়ার্ডটি যে ভাবে সুব্রত মুখোপাধ্যায় সাজিয়ে তুলেছিলেন, তাতে তাঁর বোনের ঘাসফুল ফোটাতে যে মোটেই অসুবিধা হওয়ার কথা নয়, সে কথা এলাকার লোকেদের একাংশও স্বীকার করে নিয়েছিলেন।
এরই মধ্যে তৃণমূল প্রার্থী হিসাবে প্রতীক নেওয়ার আগে তনিমা চট্টোপাধ্যায় জানতে পারেন তাঁকে তৃণমূল ৬৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী ঘোষণা করলেও পরে সে সিদ্ধান্ত বদলেছে। পরে তৃণমূল জানায়, এই ওয়ার্ডে জোড়াফুল প্রতীকে লড়বেন বিদায়ী কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়। এরপরই জোড়া ফুল প্রতীক না পেয়ে তনিমাদেবী জোড়া পাতা প্রতীকে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেন। তবে প্রার্থী নির্দল হলেও, প্রচারে কার্পণ্য করছেন না মোটে।
সকাল থেকেই চলছে প্রচার। বৃহস্পতিবারও প্রচারে বের হন তনিমা চট্টোপাধ্যায়। অভিযোগ, এদিন একডালিয়া এভারগ্রিন ক্লাবের সামনে যেতেই তাঁর নজরে আসে, তাঁর নামের দেওয়াল লিখন মুছে দেওয়া হয়েছে। তাঁর প্রতীকও মুছে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তনিমাদেবী। এমনকী বেশ কিছু জায়গায় তাঁর নামাঙ্কিত ব্যানারের উপর সুদর্শনা মুখোপাধ্যায়ের ফ্লেক্স লাগিয়ে দেওয়া হয়। এ নিয়ে উত্তেজনা ছড়ায় এলাকায়।
তনিমা চট্টোপাধ্যায় বলেন, “১ নম্বর বস্তিতে আমার ফ্লেক্সের উপর সুদর্শনার বিশাল একটা কাউআউট টাঙিয়ে দিয়েছে। এটা কি কোনও সভ্যতার লক্ষণ? তুমিও প্রার্থী, আমিও প্রার্থী। হতে পার তুমি দলের। দল তো বলেনি এভাবে নোংরামো কর। বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। পুলিশকে বলছি, পুলিশ বলছে কাকে হুমকি দিচ্ছে বলুন। তাঁরা তো ভয়ে বলতে পারছে না ‘আমাকে হুমকি দিচ্ছে’।”
আরও পড়ুন: Mukul Roy in Assembly: ভোট নিয়ে ব্যস্ত, সময় চাই মুকুলের! চিঠি গেল বিধানসভায়