Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Municipal Corporation Election 2021: ৬৫ নম্বর ওয়ার্ডে বামেদের ফেস্টুন-ব্যানার ছেঁড়ার অভিযোগ, আবারও কাঠগড়ায় তৃণমূল

Kolkata Municipal Corporation Election 2021: মঙ্গলবার ৬৫ নম্বর ওয়ার্ডের আরএসপি প্রার্থী অনুলেখা সিনহা তিলজলা রোড এলাকায় যান। অভিযোগ, সেখানে তাঁর প্রচারে যে ব্যানার, পোস্টার, ফেস্টুন লাগানো হয়েছিল, সেগুলি ছেঁড়া অবস্থায় পড়ে রয়েছে।

Kolkata Municipal Corporation Election 2021: ৬৫ নম্বর ওয়ার্ডে বামেদের ফেস্টুন-ব্যানার ছেঁড়ার অভিযোগ, আবারও কাঠগড়ায় তৃণমূল
রাত পোহালেই লালবাড়ি দখলের লড়াই
Follow Us:
| Edited By: | Updated on: Dec 15, 2021 | 7:43 AM

কলকাতা: পুরসভা দখলের লড়াই যত এগিয়ে আসছে, ততই বিক্ষিপ্ত ঘটনায় উত্তপ্ত হয়ে উঠছে কলকাতার আনাচ কানাচ। এবার ৬৫ নম্বর ওয়ার্ডের আরএসপি প্রার্থীর ব্যানার, ফেস্টুন, দলীয় ঝান্ডা ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল। অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

মঙ্গলবার ৬৫ নম্বর ওয়ার্ডের আরএসপি প্রার্থী অনুলেখা সিনহা তিলজলা রোড এলাকায় যান। অভিযোগ, সেখানে তাঁর প্রচারে যে ব্যানার, পোস্টার, ফেস্টুন লাগানো হয়েছিল, সেগুলি ছেঁড়া অবস্থায় পড়ে রয়েছে। ৬৫ নং ওয়ার্ডের আরএসপি প্রার্থী অনুলেখা সিনহার অভিযোগ, এর আগে শনিবার ঝাউতলা লেনেও একইভাবে দলীয় পতাকা ও ব্যানার ছেঁড়া হয়েছিল। সেসময় কড়েয়া থানায় অভিযোগ দায়ের করেছিলেন তিনি। সপ্তাহ ঘোরার আগেই ফের একই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন তিনি।

অনুলেখা সিংহ বলেন, “আমাদের কর্মীরা এই অঞ্চলে ব্যানার-ফেস্টুন পতাকা লাগিয়েছিলেন। কিন্তু রাতেই তৃণমূল আশ্রীত দুষ্কৃতীরা এই সব খুলে ছিঁড়ে ফেলে দিয়েছে। । আমরা বিষয়টি প্রশাসন ও নির্বাচন কমিশনের নজরে আনতে চাই। দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জন্য আবেদন জানাচ্ছি।”

অনুলেখার দাবি, আগেরবার থানায় জানিয়েও কোনও সুরাহা হয়নি। বুধবারের ঘটনার বিষয়ে তিনি থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূল নেতৃত্বের দাবি, “এই ধরনের কোনও ঘটনার সঙ্গে আমাদের কর্মীরা জড়িত নন। তৃণমূল এই ধরনের সংস্কৃতিতে বিশ্বাস করে না। পুলিশ তদন্ত করুক। তাহলেই বোঝা যাবে কারা এই কাজ করেছে।”

কলকাতা পুরসভার এই ওয়ার্ডকে বলা হতো আরএসপির গড়। রেভলিউশনারি সোশালিস্ট পার্টির প্রার্থী মানেই এই ওয়ার্ডে জয় অবধারিত। ২০০৫ সাল, ২০১০ সাল, ২০১৫ সালে এই ওয়ার্ড দখলে রেখেছিল আরএসপি। তবে ২০১৫ সালের যিনি আরএসপির টিকিটে জয়ী হন, সেই নিবেদিতা শর্মা এখন তৃণমূলে। এবার প্রার্থীও হয়েছেন তৃণমূলের প্রতীকে।

২০০৫ সালে পুরভোটে এই ওয়ার্ডে জয়ী হন আরএসপি প্রার্থী সুশীল কুমার শর্মা। ২০১০ সালেও জয়ী হন আরএসপি প্রার্থী সুশীল কুমার শর্মা। ২০১৫ সালে প্রার্থী হন আরএসপির নিবেদিতা শর্মা। ২০২১ সালের পুরভোটে এই ওয়ার্ডে তৃণমূল প্রার্থী নিবেদিতা শর্মা। বিজেপি প্রার্থী সোনিয়া পাণ্ডে। আরএসপি প্রার্থী অনুলেখা সিংহ। কংগ্রেস প্রার্থী অনিশা আখতার।

এবারের পুর-নির্বাচনে দ্বিতীয় প্রতিপক্ষ হিসাবে উঠে এসেছে বিজেপি। একুশের বিধানসভা নির্বাচনে খারাপ ফলের পর এই নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে রাজ্য় বিজেপি নেতৃত্ব। ফলে এবারের টক্করটা অন্য মাত্রা পেয়েছে। তবে শেষ কয়েকদিনের খবরে, সেভাবে বিজেপি-তৃণমূলকে একে অপরের বিরুদ্ধে অভিযোগ শানাতে দেখা যায়নি। বিভিন্ন ওয়ার্ডে বামেদের পতাকা-ফেস্টুন ছেঁড়ার একাধিক অভিযোগ সামনে এসেছে।

আরও পড়ুন: ধরনা মঞ্চে সিঙ্গুর থেকে নবান্ন অভিযানের ডাক শুভেন্দুর, ‘জানতেই পারেননি’ মাস্টারমশাই!

আরও পড়ুন: Mayor Selection: ২১ ডিসেম্বর শপথ নেবেন দুর্গাপুর পুরনিগমের নতুন মেয়র! লড়াইয়ে এগিয়ে কে?

বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'