Kejriwal in Satna: ‘চাচা এসে গিয়েছে, মামাকে আর বিশ্বাস করবেন না’, তীব্র কটাক্ষ কেজরীবালের

Arvind Kejriwal in Madhya Pradesh: রবিবার (২০ অগস্ট), নির্বাচনমুখী মধ্য প্রদেশে ভোট প্রচারে এসে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে তীব্র কটাক্ষ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরীবাল। এদিন সাতনার সভায় কেজরীবাল ছাড়াও উপস্থিত ছিলেন, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান।

Kejriwal in Satna: 'চাচা এসে গিয়েছে, মামাকে আর বিশ্বাস করবেন না', তীব্র কটাক্ষ কেজরীবালের
সাতনার জনসভায় অরবিন্দ কেজরীবাল এবং ভগবন্ত সিং চৌহান
Follow Us:
| Edited By: | Updated on: Aug 20, 2023 | 7:52 PM

ভোপাল: চাচা এসে গিয়েছে। মামাকে আর বিশ্বাস করবেন না। রবিবার (২০ অগস্ট), নির্বাচনমুখী মধ্য প্রদেশে ভোট প্রচারে এসে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে তীব্র কটাক্ষ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরীবাল। মধ্য প্রদেশের রাজনীতিতে ‘মামা’ নামেই পরিচিত মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এদিন সাতনায় এক জনসভায়, তাঁর সেই ডাকনাম ধার করেই কেজরীবাল বলেন, “আমি শুনেছি মধ্যপ্রদেশে একজন ‘মামা’ আছেন। তিনি তাঁর ভাগ্নে-ভাগ্নিদের ঠকিয়েছেন। তাঁকে বিশ্বাস করবেন না। এখন আপনাদের ‘চাচা’ এসে গিয়েছেন। আপনারা ‘মামা’কে বিশ্বাস করবেন না, ‘চাচা’র উপর আস্থা রাখুন। আমি স্কুল, কলেজ ও হাসপাতাল তৈরি করব, মধ্যপ্রদেশের যুবকরা চাকরি পাবেন।”

ইদানিং, নির্বাচনের আগে বিশেষ করে অবিজেপি দলগুলিকে একাধিক ‘গ্যারান্টি’ বা নিশ্চিত প্রতিশ্রুতি দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। দিল্লি-পঞ্জাবের নির্বাচনের আগে আম আদমি পার্টিকে দেখা গিয়েছিল বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দানের নিশ্চয়তা দিতে। কর্নাটকের নির্বাচনের আগে একই গ্যারান্টির পথে হাঁটতে দেখা গিয়েছিল জাতীয় কংগ্রেসকেও। এই গ্যারান্টি প্রদানকে বারবার ‘ফ্রিবি’ বা খয়রাতির রাজনীতি বলে অভিযোগ করেছে বিজেপি। তবে, মধ্য প্রদেশ বিধানসভা নির্বাচনের আগেও এই ‘গ্যারান্টি’ প্রদানের রাজনীতির রাস্তা থেকে সরছে না আম আদমি পার্টি। এদিনই, মধ্য প্রদেশের জন্য ‘কেজরীবাল কি গ্যারান্টি’-র উন্মোচন করেছেন আপ প্রধান।

তিনি বলেন, “আমি রাজ্যে ২৪ ঘন্টা বিদ্যুৎ দেওয়ার গ্যারান্টি দিচ্ছি। গত ৭৫ বছর ধরে রাজ্যের মানুষ কংগ্রেস এবং বিজেপিকে কাজ করার সুযোগ দিয়েছে। কিন্তু, দুটি দলের কেউই রাজ্যে সর্বক্ষণ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পরেনি। আপনারা যদি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ চান, তাহলে আপ-কে ভোট দিন। আর আপনি যদি চান বারবার বিদ্যুৎ পরিষেবা বাধা পাক, তাহলে এই দুই দলকে ভোট দিতে পারেন।”

এর পাশপাশি রাজ্য থেকে দুর্নীতিকে সমূলে উৎখাত করার গ্যারান্টিও দিয়েছেন কেজরীবাল। সেই সঙ্গে রেশন কার্ড বা লাইসেন্স পেতে আর সাধারণ মানুষকে সরকারি অফিসে অফিসে ঘুরতে হবে না বলেও দাবি করেছেন আপ প্রধান। দিল্লির মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, দিল্লি এবং পঞ্জাবের মতো, সরকারি পরিষেবাগুলি লোকের বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে। ক্ষমতায় এলে, বয়স্কদের তীর্থযাত্রার জন্য বিশেষ প্রকল্প গ্রহণ করবে আপ, জানিয়েছেন কেজরীবাল। কর্তব্যরত অবস্থয় সেনাকর্মী এবং পুলিশ কনস্টেবলদের মৃত্যু হলে, তাঁদের পরিবারবর্গকে ১ কোটি টাকার সাহায্য দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে আপ। কৃষক ও আদিবাসী পরিবারগুলিকে সাহায্যের জন্য আলাদা প্রকল্প ঘোষণা করা হবে। এদিন সাতনার সভায় কেজরীবাল ছাড়াও উপস্থিত ছিলেন, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান। মধ্য প্রদেশের নির্বাচনের সূচি এখনও ঘোষণা করা হয়নি। আশা করা হচ্ছে, নভেম্বর মাসেই নির্বাচন হবে ‘মামা’র রাজ্যে।