Municipality Elections 2022: আমার ছেলেটা কী দোষ করেছিল... তৃণমূল কর্মী ছেলেকে পাশে নিয়েই কান্নায় ভেঙে পড়লেন মা
গঙ্গারামপুরে আক্রান্ত তৃণমূল কর্মী (নিজস্ব চিত্র)

Municipality Elections 2022: ‘আমার ছেলেটা কী দোষ করেছিল…’ তৃণমূল কর্মী ছেলেকে পাশে নিয়েই কান্নায় ভেঙে পড়লেন মা

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 27, 2022 | 6:55 PM

Municipality Elections 2022: সাংবাদিক-পুলিশের সামনেই কান্নায় ভেঙে পড়লেন আক্রান্ত তৃণমূল কর্মীর মা। ছাপ্পা ভোটের প্রতিবাদ করায় তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠল দলেরই কর্মীদের বিরুদ্ধে।

দক্ষিণ দিনাজপুর: আঙুলে কালি নেই। ভোটার স্লিপও পকেটে। অথচ তাঁর ভোট হয়ে গিয়েছে। কেন? কীভাবে? প্রশ্ন করাতেই আক্রান্ত তৃণমূল কর্মী। মেরে তাঁর নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলেরই অপর পক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুরের ৯ নম্বর ওয়ার্ডের বোড়ডাঙি এলাকায়। সাংবাদিক-পুলিশের সামনেই কান্নায় ভেঙে পড়লেন আক্রান্ত তৃণমূল কর্মীর মা। ছাপ্পা ভোটের প্রতিবাদ করায় তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠল দলেরই কর্মীদের বিরুদ্ধে।

রবিবার গঙ্গারামপুর পুরসভার ৯ নং ওয়ার্ড বোড়ডাঙি এলাকায় তৃণমূলের দুই কর্মী ভোট দিতে যাচ্ছিলেন। অভিযোগ, মাঝ রাস্তাতেই তাঁদেরকে আটকে দেওয়া হয়। তাঁদের ভোট দিতে যেতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু প্রতিবাদ করেন দুই তৃণমূল কর্মী। অভিযোগ, এর পরই বুথের পাশে বেধড়ক মারধর করা হয় ওই দুই তৃণমূল কর্মীকে। এই ঘটনার প্রতিবাদে এলাকার সকল মহিলারা ভোটকেন্দ্রের পাশে ধরনায় বসেন। খবর পেয়ে সেখানে পৌঁছন মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য-সহ অন্যান্যরা। আহত দুই তৃণমূল কর্মীর অভিযোগ, তাঁরা বিপ্লব মিত্রের অনুগামী। গৌতম দাসের অনুগামীরা, মারধর করেছেন তাঁদের। যদিও অপর পক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এলাকা থমথমে রয়েছে। এক মহিলা বলেন, “আমরা তো সুস্থভাবেই ভোট দিতে চেয়েছিলাম। প্রার্থীর হয়ে লড়াই করেছি। এখন আমাদের ওপরেই হামলা হচ্ছে। রাতে হয়তো আমার বাড়িতেও ভাঙচুর হবে।” আক্রান্ত তৃণমূল কর্মীর মা বলেন, “আমার ছেলেটা কী অপরাধ করেছিল, যে ওকে এইভাবে মার খেতে হল…”

আরও পড়ুন: Municipal Elections 2022: ‘জয় নিশ্চিত’ ভোট পড়ার ৪ ঘণ্টার মধ্যেই মালা পরে এলাকায় ঘুরছেন নির্দল প্রার্থী

Published on: Feb 27, 2022 05:22 PM