Amarinder Singh on Seat Sharing with BJP: ‘আসন ভাগাভাগি ১১০ শতাংশ নিশ্চিত’, ক্যাপ্টেনের নয়া সঙ্গী বিজেপিই
Amarinder Singh on Seat Sharing: অমরিন্দর সিং বলেন, "১১০ শতাংশ নিশ্চিত যে বিজেপির সঙ্গে আসন ভাগাভাগির পরিকল্পনা বাস্তবায়িত হবে।"
চণ্ডীগঢ়: কৃষি আইন (Farm Laws) ও কৃষক আন্দোলন (Farmers Protest) নিয়ে জট কাটলে বিজেপি(BJP)-র সঙ্গে হাত মেলানোর কথা ভাববেন, এ কথা আগেই জানিয়েছিলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্য়মন্ত্রী অমরিন্দর সিং (Amarinder Singh)। আইন প্রত্যাহারের ঘোষণা হতেই এ বার তিনি জানালেন, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে আসন ভাগাভাগির সম্ভাবনা ১১০ শতাংশ নিশ্চিত।
গত সেপ্টেম্বর মাসে পঞ্জাব(Punjab)-র মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পরই অমরিন্দর সিং জানিয়েছিলেন, কংগ্রেসের সঙ্গে আর থাকতে চান না তিনি, নতুন দল তৈরি করবেন। এর কয়েকদিন পরেই তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন। সেইসময় গুঞ্জন শুরু হয় বিজেপিতে যোগ দিতে পারেন অমরিন্দর সিং। পরে অবশ্য নিজেই জানান, কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেও বিজেপিতে যোগ দিচ্ছেন না তিনি। নতুন দল তৈরি করেই আসন্ন বিধানসভা নির্বাচনে লড়বেন তিনি। বিজেপি সূত্রেও জানানো হয়, অমরিন্দরের নতুন দলকে সমর্থন করবে তারা।
পরে অমরিন্দর নিজেও জানান, কৃষি আইন নিয়ে দেশজুড়ে যে কৃষক আন্দোলন শুরু হয়েছে, তার সমাধান হলে বিজেপির সঙ্গে জোট বাঁধতে পারেন। গত মাসেই তিনি টুইট করে বলেছিলেন, “যদি কৃষক আন্দোলন নিয়ে কৃষকদের স্বার্থে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়, তবে আসন্ন বিধানসভা নির্বাচনে আসন নিয়ে বিজেপির সঙ্গে রফা করা হতে পারে।”
গতকাল প্রধানমন্ত্রীর তিন কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করার পরই টুইটে উচ্ছাস প্রকাশ করেছিলেন কংগ্রেস প্রাক্তনী। তিনি লিখেছিলেন, “দারুণ খবর। সকল পঞ্জাবীর দাবি মেনে, গুরু নানক জয়ন্তীর দিনেই তিন কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনেক ধন্যবাদ। আমি নিশ্চিত যে কেন্দ্রীয় সরকার কৃষকদের উন্নয়নের লক্ষ্যেই কাজ চালিয়ে যাবেন।”
এরপরই একটি সংবাদমাধ্যমের তরফে অমরিন্দর সিংয়ের কাছে জানতে চাওয়া হয়, বিজেপির সঙ্গে আসন ভাগাভাগি করার যে পরিকল্পনা ছিল, তা নিয়ে কি এখনও চিন্তাভাবনা করছেন তিনি?, জবাবে অমরিন্দর সিং বলেন, “১১০ শতাংশ নিশ্চিত যে বিজেপির সঙ্গে আসন ভাগাভাগির পরিকল্পনা বাস্তবায়িত হবে। কৃষকদেরও উচিত এই লড়াইয়ে যোগ দেওয়া।”
আগামী বছরই পঞ্জাবে বিধানসভা নির্বাচন (Punjab Assembly Election 2022)। কংগ্রেসের দখলে হাতেগোনা যে কয়েকটি রাজ্য রয়েছে, তার মধ্যে অন্যতম হল পঞ্জাব। গত বিধানসভা নির্বাচনে আকালি দলের সঙ্গে বিজেপি জোট বাঁধলেও কৃষক আন্দোলন শুরু হওয়ার পরই সেই জোট ভেঙে বেরিয়ে যায় শিরোমণি আকালি দল। প্রধানমন্ত্রীর আজকের ঘোষণার পর বিজেপির নতুন জোটসঙ্গী হতে পারে অমরিন্দর সিংয়ের পঞ্জাব লোক কংগ্রেস।
এদিকে, অমরিন্দর সিংয়ের ইস্তফায় টলোমলো অবস্থা কংগ্রেসেরও। নভজ্যোত সিং সিধুর সঙ্গে দীর্ঘ বিরোধের জেরে বহুদিন আগেই ফাটল ধরেছিল কংগ্রেসে। অমরিন্দরের ইস্তফায় সেই ভাঙন আরও স্পষ্ট হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর দল ঘোষণার পরই একাধিক কংগ্রেস নেতা নতুন দলে যোগদানের ইচ্ছে প্রকাশ করেছেন, এমনটাই সূত্রের খবর। বিজেপির সঙ্গে অমরিন্দরের নতুন দল জোট বাঁধলে বদলে যেতে পারে পঞ্জাবের নির্বাচন সমীকরণই।