Siliguri Municipal Election: বাম আমলের মন্ত্রী, বছরের পর বছর সামলেছেন পুরনিগম, অশোক ভট্টাচার্যের সম্পত্তির পরিমাণ অবাক করবে…
Ashoke Bhattacharya: শুধু উত্তরবঙ্গ নয়, বঙ্গ রাজনীতিতেই অশোক ভট্টাচার্য স্বতন্ত্র নাম। দীর্ঘদিনের রাজনৈতিক জীবন তাঁর।
শিলিগুড়ি: বাম জমানায় দীর্ঘদিনের মন্ত্রী ছিলেন অশোক ভট্টাচার্য। একইসঙ্গে শিলিগুড়ি পুরনিগমও তাঁরই হাতে ছিল। গোটা রাজ্যে যখন বাম দুর্গের মাটি আলগা হতে শুরু করেছে, তখনও শিলিগুড়িতে লাল ঝাণ্ডা উড্ডীন থেকেছে তাঁর হাত ধরে। এবারও শিলিগুড়ি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে তিনিই মুখ সিপিএমের। এবারও ভোটে লড়ছেন অভিজ্ঞ বাম রাজনীতিক অশোক ভট্টাচার্য।
নিয়ম মেনে ভোটের আগে হলফনামা পেশ করেছেন অশোক ভট্টাচার্য। সেখানে উল্লেখ করেছেন, শিক্ষাগত যোগ্যতা থেকে স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ। হলফনামা অনুযায়ী, গত অর্থবর্ষে অশোক ভট্টাচার্যের উপার্জন ৩ লক্ষ ৬২ হাজার ৪৪০ টাকা। এই মুহূর্তে তাঁর হাতে আছে মাত্র ৩ হাজার ৫০০ টাকা।
বিভিন্ন ব্যাঙ্কের অ্যাকাউন্টে বর্ষীয়ান এই বাম নেতার নামে রয়েছে যথাক্রমে ২ লক্ষ ৪২ হাজার ৭৩০ টাকা, ৩৭ হাজার ৮০ টাকা। কোনও বন্ড, ব্যক্তিগত ঋণ, শেয়ার, সংস্থা বা মিউচুয়াল ফান্ডে তাঁর কোনও অর্থ নেই। ব্যক্তিগত কোনও গাড়িও নেই অশোক ভট্টাচার্যের নামে। কোনও গয়না বা বহু মূল্যবাণ কিছু কেনাও নেই তাঁর নামে। শিলিগুড়িতে অশোকবাবুর একটি ফ্ল্যাট রয়েছে। মানিকতলায় তাঁর নামে রয়েছে একটি সরকারি আবাসন। পেশায় নিজেকে ‘পার্টির হোলটাইমার’ বলেই উল্লেখ করেছেন বাণিজ্য শাখায় স্নাতক অশোক ভট্টাচার্য।
শুধু উত্তরবঙ্গ নয়, বঙ্গ রাজনীতিতেই অশোক ভট্টাচার্য স্বতন্ত্র নাম। দীর্ঘদিনের রাজনৈতিক জীবন তাঁর। ২০১১ সাল বাদ দিলে ১৯৯১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত শিলিগুড়ির বিধায়ক থেকেছেন অশোক ভট্টাচার্য। সকলে বলে, শিলিগুড়িকে তিনি হাতের তালুর মতো চেনেন। যদিও একুশের বিধানসভা ভোটে উল্টে গিয়েছে হিসাব।
একসময় অশোক ভট্টাচার্যের শিষ্য হিসাবে শিলিগুড়িতে যাঁর নাম ছিল, সেই শঙ্কর ঘোষ বিজেপিতে যোগ দেন। একুশের বিধানসভা ভোটে তিনি বিজেপির প্রার্থীও হন শিলিগুড়ি কেন্দ্র থেকে। সিপিএমের অশোক ভট্টাচার্য ও তৃণমূলের ওমপ্রকাশ মিশ্রকে হারিয়ে এই কেন্দ্রে বিজেপির জয়পতাকা উড়েছে। তবু পুরনিগমের ভোট নিয়ে এখনও অশোকবাবুর কাছে দলের প্রত্যাশা অনেক। সম্প্রতি তাঁকে ফোন করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। পুরভোটে জেতার বার্তাও দেন। জোর কদমে চলছে অশোকবাবুর প্রচারও।