Amit Shah Rally in UP: যোগীরাজ্যে এবার ‘শাহি’ প্রচার, ‘সরকার বানাও, অধিকার পাও’ জনসভার আয়োজন বিজেপির
Amit Shah Rally in UP: জনসভা ছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জোটসঙ্গী নিশাদ পার্টির সভা "নিশাদ সমাজ জনসেবা"তেও যোগ দেবেন। দুপুর ২টো থেকে ৩টে অবধি তিনি এই অনুষ্ঠানে থাকবেন বলে জানা গিয়েছে। এরপর অমিত শাহ উত্তর প্রদেশ কো-অপারেটিভ ব্যাঙ্কের ২৩টি শাখার উদ্বোধন করবেন।
লখনউ: উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের (Uttar Pradesh Assembly Election 2022) আর কয়েক মাস বাকি, ইতিমধ্যেই জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে শাসক দল বিজেপি (BJP)। আজ, শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) লখনউয়ে যোগ দেবেন “সরকার বানাও, অধিকার পাও” (Sarkar Banao, Adhikar Pao) নামক একটি জনসভায়। বিজেপির জোটসঙ্গী নিশাদ পার্টি(Nishad Party)-র সঙ্গে মিলিতভাবে এই জনসভার আয়োজন করা হয়েছে।
লখনউয়ের রামবাই আম্বেদকর গ্রাউন্ড থেকে আজ দুপুর একটায় এই জনসভা শুরু হবে। এই বিষয়ে উত্তর প্রদেশে বিজেপির সহ সভাপতি সন্তোষ সিং জানান, অমিত শাহ ছাড়াও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath), বিজেপির রাজ্য সভাপতি স্বতন্ত্র দেব সিং ও নিশাদ পার্টির প্রধান সঞ্জয় নিশাদ এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গিয়েছে। উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য্য ও দীনেশ শর্মাও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, জনসভা ছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জোটসঙ্গী নিশাদ পার্টির সভা “নিশাদ সমাজ জনসেবা”তেও যোগ দেবেন। দুপুর ২টো থেকে ৩টে অবধি তিনি এই অনুষ্ঠানে থাকবেন বলে জানা গিয়েছে। এরপর অমিত শাহ উত্তর প্রদেশ কো-অপারেটিভ ব্যাঙ্কের ২৩টি শাখার উদ্বোধন করবেন। ওই অনুষ্ঠান থেকেই তিনি উত্তর প্রদেশ স্টেট ওয়ারহাউসিং কর্পোরেশনের ২৯টি গোডাউনের উদ্বোধনও করবেন বলে জানা গিয়েছে। বিকেলে তিনি সহকার সপ্তম দফার ভারতীর জাতীয় সম্মেলনে অংশগ্রহণ করবেন।
চলতি বছরের সেপ্টেম্বর মাসেই বিজেপি নিশাদ পার্টির সঙ্গে জোট বেঁধে নির্বাচনে লড়ার ঘোষণা করে। আরও বেশ কয়েকটি ছোট দলের সঙ্গেও জোট নিয়ে কথা হয়েছে বলে জানা গিয়েছে। বিজেপির সঙ্গে নিশাদ পার্টির এই জোট অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। গত বিধানসভা নির্বাচনেও বিজেপিকে বিপুল সংখ্যক আসন জিততে বিশেষ সাহায্য করেছিল এই দল।
জোট ঘোষণার আগেই গত অগস্ট মাসে বিজেপি ও নিশাদ দল একসঙ্গে একটি সমীক্ষাও করে উত্তর প্রদেশের পূর্ব ও মধ্য অংশে। সেই সমীক্ষার ফলাফল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে জমা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ওই সমীক্ষায় প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করেই আসন ভাগাভাগি স্থির করা হবে বলে জানা গিয়েছে। ১৬০ বিধানসভা আসনে নিশাদ গোষ্ঠীর পাল্লা ভারী রয়েছে বলেই জানা গিয়েছে।
উত্তর প্রদেশের ১৮টি জেলায় বড় সংখ্যক মানুষই নিশাদ সম্প্রদায়ভুক্ত। প্রয়াগরাজ, ফিরোজাবাদ, বালিয়া, সন্ত কবির নগর, বান্দা, অযোধ্যা, সুলতানপুর, গোরক্ষপুর, লখনউ, মিরাট, উন্নাও, মুজাফ্ফরনগর, বারাণসী ও জৌনপুর সহ একাধিক গুরুত্বপূর্ণ জেলায় নিশাদ সম্প্রদায়ের মানুষের বসবাস। ফলে তাদের ভোট শাসকদল বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।