Uttar Pradesh Assembly Election 2022 : “আমি হেমামালিনী হতে চাই না…” বিজেপির আবেদনে বিতর্কিত জবাব অখিলেশের জোটসঙ্গীর
UP Poll : মথুরার বিজেপি সাংসদ হেমামালিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন অখিলেশ যাদবের জোটসঙ্গী জয়ন্ত চৌধুরি।
লখনউ : শিয়রেই উত্তর প্রদেশ নির্বাচন। জোরকদমে প্রস্তুতি চলছে রাজনৈতিক দলগুলোর। যতই নির্বাচন এগিয়ে আসছে তত বাড়ছে রাজনৈতিক চাপানউতর। এক পক্ষ আক্রমণ করছে আরেক পক্ষকে। আবার কখনও একটি রাজনৈতিক দল চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে অন্য এক বিরোধী দলের দিকে। সব মিলিয়ে ভোট আবহে সরগরম উত্তর প্রদেশ। এই আবহে রাষ্ট্রীয় দল প্রধান জয়ন্ত চৌধুরি বিজেপিকে এক হাত নিল। তিনি দাবি করেছেন, তাঁর দলের এক নেতাকে বিজেপির বরিষ্ঠ নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেছেন, “যদি আপনি বিজেপিতে যোগ দেন, তাহলে আপনাকে হেমা মালিনী বানিয়ে দেব ।”
জয়ন্ত চৌধুরি মঙ্গলবার উত্তর প্রদেশ নির্বাচনের জন্য নির্বাচনী প্রচারে গিয়ে এরকম মন্তব্য় করেছেন। মnKঞ্চে থাকা তাঁর দলের এক নেতাকে নির্দেশ করে চৌধুরি বলেছেন, “যোগেশ (নহওয়ার) বলছিলেন তাঁকে অমিত শাহ বলেছেন – যোগেশ আমাদের দলে যোগ দিন। আমি আপনাকে হেমা মালিনী বানিয়ে দেব।” জয়ন্ত চৌধুরির একথা শুনে জনসভায় উপস্থিত সকলে হেসে ওঠেন। উল্লেখ্য়, হেমামালিনী উত্তর প্রদেশের মথুরার একজন বিজেপি সাংসদ। আরএলডি নেতা জয়ন্ত চৌধুরি বলেছেন, “আমি জানি না তাঁরা আমার সম্পর্কে কী বলে থাকেন…এমন নয় যে আমার প্রতি তাদের কোনও ভালোবাসা বা অনুভূতি আছে। আমি তাঁদের বলি — ‘আমাকে তুষ্ট করে কী পাবে? আমি হেমা মালিনী হতে চাই না? জনগণের জন্য কী করবেন? সাত কৃষকের পরিবারের জন্য কী করেছেন? অজয় মিশ্র টেনি কেন এখনও মন্ত্রী পদে আছেন?”
কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র অক্টোবরে লখিমপুর খেরি কাণ্ডে বর্তমানে জেলে রয়েছেন। লখিমপুর খেরি ঘটনায় আন্দোলনকারী কৃষকদের উপর গাড়িয়ে চালিয়ে দেওয়ায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনিকে বরখাস্ত করার জন্য বিরোধীদের দাবি সত্ত্বেও তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারে এখনও নিজের মন্ত্রীত্ব পদে বহাল রয়েছেন। জয়ন্ত চৌধুরীর আরএলডি উত্তর প্রদেশ নির্বাচনে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সঙ্গে জোট করে নির্বাচনে লড়বে। জাঠ নেতাদের পশ্চিম উত্তর প্রদেশে একটি উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। তার অন্যতম কারণ আরএলডি প্রধান কৃষকদের দাবি নিয়ে সরব হয়েছেন। এই পশ্চিম উত্তর প্রদেশে কৃষকরা উল্লেখযোগ্য সংখ্যায় বিদ্যমান।
প্রসঙ্গত, প্রথমে পশ্চিম উত্তর প্রদেশে বিজেপির এর ভালো প্রভাব থাকলেও গত এক বছরব্যপী কৃষক আন্দোলনে সেইখানে মরচে ধরেছে বলে মনে করছেন অনেকে। সেই মরিচাতে প্রলেপ দেওয়ার জন্য দিল্লিতে ২৬ জানুয়ারি জাঠ সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। অমিত শাহ একটি জনসভায় আরএলডি এর দিকে জোটের হাত বাড়িয়ে বলেছেন যে, বিজেপির দরজা আরএলডি এর জন্য সবসময় খোলা থাকবে। এর পাশাপাশি তিনি এও বলেছিলেন যে, নির্বাচন শেষে জয়ন্ত চৌধুরিকে ভুলে যাবে অখিলেশ যাদব।
আরও পড়ুন : Mamata Banerjee: ‘ভবিষ্যতে উত্তর প্রদেশেও লড়ব’, কবে লড়বেন? জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়