Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Priyanka Slams BJP: ‘পাকিস্তান’-র দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, কেন একথা বললেন প্রিয়াঙ্কা গান্ধী?

Priyanka Gandhi: মানুষের কাছে খাবার কেনার টাকা নেই তাই তারা মানুষের মন অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে ইতিমধ্যেই তিনদফার ভোট হয়ে গিয়েছে।

Priyanka Slams BJP: 'পাকিস্তান'-র দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, কেন একথা বললেন প্রিয়াঙ্কা গান্ধী?
ছবি: সংবাদ সংস্থা
Follow Us:
| Edited By: | Updated on: Feb 22, 2022 | 11:40 AM

হারদোই: উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন (UP Assembly Election 2022) ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এবারের নির্বাচন থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করেছে কংগ্রেস। নির্বাচন ঘোষণা হওয়ার আগে থেকেই একের পর এক কর্মসূচির মাধ্যমে বিজেপি বিরোধিতার সুর চরমে তোলার চেষ্টা করেছিল কংগ্রেস। এই কাজে প্রধান দায়িত্ব ছিল প্রিয়াঙ্কা গান্ধীর কাঁধে। সোমবার বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। তাঁর অভিযোগ, মানুষের হাতে খাবার কেনার জন্য কোনও টাকা নেই, চাকরির শূণ্য পদ কবে পূরণ হবে সেই জন্য সকলে অপেক্ষা করে আছেন সেখানে বিজেপি সকলকে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ‘আজেবাজে কথা বলেন’ বলেও কটাক্ষ করেন সোনিয়া কন্যা। প্রিয়াঙ্কার অভিযোগ, “উত্তর প্রদেশের জনগণ কর্মসংস্থান, মুদ্রাস্ফীতি থেকে মুক্তি, নারী ক্ষমতায়ন, কৃষকদের শক্তিবৃদ্ধি এবং চড়া বিদ্যুতের বিল থেকে মুক্তি পেতে চায়।”

উত্তর প্রদেশের হারদোইতে বিধানসভা নির্বাচনের এক প্রচার সভায় অংশ নিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর প্রশ্ন শেষ পাঁচ বছরে বিজেপি সরকার জনগণের জন্য কী কাজ করেছে? “তারা পাকিস্তান ও সন্ত্রাসবাদ নিয়ে কথা বলে, ধর্ম নিয়ে কথা বলে তবে বেকারত্বের সন্ত্রাস নিয়ে কোনও কথা শোনা যায় না, মূল্যবৃদ্ধি নিয়েও কোনও কথা বলে না। মানুষের কাছে খাবার কেনার টাকা নেই তাই তারা মানুষের মন অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমাদের সন্তানরা সারাজীবন সরকারি রেশনের ওপর নির্ভর করে থাকবে, এটা হতে পারে না। অল্প কিছু টাকা ও রেশনে সবাই আত্মনির্ভর হতে পারবেন না। বিজেপি বলে সকলের চর্বি বের করে দেবে, আমি জানতে চাই নিয়োগ কবে বেরবে?”

উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে ইতিমধ্যেই তিনদফার ভোট হয়ে গিয়েছে। আগামী ২৩ ফেব্রুয়ারি চতর্থ দফার নির্বাচন। এবারের উত্তর প্রদেশ নির্বাচন অনেকগুলি দিক থেকে তাৎপর্যপূর্ণ। অনেকেই বলেন, দিল্লির রাস্তা উত্তর প্রদেশ হয়ে যায়। সেই কারণে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে এই রাজ্যের নির্বাচন ভীষণ গুরুত্বপূর্ণ। প্রিয়াঙ্কা গান্ধীকে মুখ করেই লড়াইতে ঝাঁপিয়ে পড়েছিল কংগ্রেস। তাঁর নেতৃত্বে উত্তর প্রদেশে থেকে কংগ্রেস ঘুরে দাঁড়াতে পারে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আরও পড়ুন : UP Assembly Election: ‘বিজেপির বিরুদ্ধে ৪৪০ ভোল্টের কারেন্ট’, অখিলেশের গলায় আত্মবিশ্বাসী সুর

আরও পড়ুন : Russia-Ukraine Conflict: ‘এক ঢিলে দুই পাখি’, সংঘাতের আবহে ইউক্রেনের বিদ্রোহীদের ইন্ধন পুতিনের