UP Polls: রাম মন্দির নির্মাণ, ৩৭০ ধারা প্রত্যাহারের প্রতিশ্রুতি রেখেছে বিজেপি, ভোটমুখী রাজ্য বার্তা যোগীর

Cm Yogi Adityanath: শনিবার, ভোটমুখী উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথ বলেন, ৫ বছর আগে বিজেপি রাম মন্দির নির্মাণ, জম্ম-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি রক্ষা করেছে।

UP Polls: রাম মন্দির নির্মাণ, ৩৭০ ধারা প্রত্যাহারের প্রতিশ্রুতি রেখেছে বিজেপি, ভোটমুখী রাজ্য বার্তা যোগীর
ছবি: ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Dec 26, 2021 | 11:53 AM

গাজিয়াবাদ: সম্ভবত আগামি বছর ফেব্রুয়ারি মাসেই হতে চলছে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন। তার আগে জনতার মনজয়ে একাধিক প্রতিশ্রুতি দিচ্ছে রাজনৈতিক দলগুলি। ৪০৩ আসনের দেশের সব থেকে বড় রাজ্য জয়ে নিজেদের মতো করে রণকৌশল ঠিক করছে রাজনৈতিক দলগুলি। এবার রাজ্যবাসীর মন পেতে ‘প্রতিশ্রুতি রক্ষা’-কেই হাতিয়ার করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

শনিবার, ভোটমুখী উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথ বলেন, ৫ বছর আগে বিজেপি রাম মন্দির নির্মাণ, জম্ম-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি রক্ষা করেছে। জনতার মন জয়ে উত্তর প্রদেশে ‘জন বিশ্বাস যাত্রা’ শুরু করেছে বিজেপি। সেই কর্মসূচিতেই তিনি বলেন, “আমরা আপানাদের আর্শীবাদ নিতে আপনাদের শহরে এসেছি। আমার ৫ বছর আগে যেসব প্রতিশ্রুতি গুলি দিয়েছিলাম, সবগুলিই বিজেপি রক্ষা করেছে। সে রাম মন্দির নির্মাণই হোক বা কাশ্মীর থেকে স্থায়ীভাবে ৩৭০ ধারা প্রত্যাহারই হোক, সব প্রতিশ্রুতিই রক্ষা করা হয়েছে।”

যোগী আদিত্যনাথ আরও বলেন, “আপনাদের আশীর্বাদে আবার উত্তর প্রদেশ বিজেপি পরিচালিত সরকার রাজ্যকে দেশের মধ্যে সেরা হিসেবে তুলে ধরবে।” চলতি মাসেই উত্তর প্রদেশের মথুরা থেকে ‘জন বিশ্বাস যাত্রা’ সূচনা করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুন্দেলখণ্ড থেকে এই যাত্রার সূচনা করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পূর্ব উত্তর প্রদেশের আম্বেদকর নগর থেকে যাত্রার সূচনা করেন কেন্দ্রীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা। কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি পশ্চিম উত্তরপ্রদেশের বিজনোরের বিদুরকোটি থেকে যাত্রা শুরু করেছিলেন এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান পূর্ব উত্তরপ্রদেশের বালিয়া থেকে যাত্রা শুরু করেছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী ও আমেঠির সাংসদ স্মৃতি ইরানি গাজিপুর থেকে যাত্রা শুরু করেন।

উল্লেখ্য, গতকালই ‘কবরস্থান’ প্রসঙ্গ টেনে এনে সমাজবাদী পার্টিকে আক্রমণ করেছিলেন যোগী। আদিত্যনাথের অভিযোগ, অখিলেশের সমাদবাদী সরকার গরীবের জন্য বরাদ্দ টাকা ‘কবরস্থান’ তৈরিতে খরচ করেছে। আগের সমাজবাদী সরকারকে আরও তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। যোগীর অভিযোগ, ক্ষমতায় থাকাকালীন সমাজবাদী পার্টি সাধারণ মানুষকে ‘লুঠ’ করেছে। তিনি বলেন, “আগের সরকারের সময় গরীব মানুষের জন্য বরাদ্দ টাকা কবরস্থান তৈরি করার পিছনে নষ্ট করা হয়েছে। যাঁরা উর্দু ভাষা জানেই না তাদের উর্দু শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। কিন্তু সংস্কৃতের ছাত্র ও শিক্ষকদের জন্য কিছুই করা হয়নি। ভারতীয় জনতা পার্টিক সরকার, সংস্কৃত স্কুলগুলির বাড়তি যত্ন নিয়েছে।”

আরও পড়ুন Omicron Variant in India: ‘আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাবে, তবে…’, ভারতের পরিস্থিতি নিয়ে কী বলছেন ওমিক্রনের আবিষ্কারকর্তা

আরও পড়ুন PM Modi announces Precaution Dose: নতুন বছরের শুরুতেই ছোটদের করোনা টিকা, ‘প্রিকশন ডোজ়’ স্বাস্থ্যকর্মীদেরও; কী বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা?