Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

UP Assembly Elections 2022 : ‘অখিলেশের পাশে দাঁড়িয়ে সপার জন্য ভোট প্রচারে আহমেদাবাদ বিস্ফোরণের দোষীর আত্মীয়’, বোমা ফাটালেন যোগী

Uttar Pradesh Assembly Elections 2022 : যোগী আদিত্যনাথ পিলভিটে বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করতে গিয়ে সপা-জঙ্গি যোগ নিয়ে সরব হন। যোগী দাবি করেছেন, আমদাবাদ বিস্ফোরণে ৩৮ জন মৃত্যুদণ্ড প্রাপ্ত দোষীদের একজনের আত্মীয় নাকি উত্তরপ্রদেশ নির্বাচনে সমাজবাদী পার্টির হয়ে ভোট প্রচারে নেমেছেন। তাও অখিলেশের পাশে দাঁড়িয়ে ভোট প্রচার করেছেন দোষীর পরিবারের সদস্য।

UP Assembly Elections 2022 : ‘অখিলেশের পাশে দাঁড়িয়ে সপার জন্য ভোট প্রচারে আহমেদাবাদ বিস্ফোরণের দোষীর আত্মীয়’, বোমা ফাটালেন যোগী
(ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 20, 2022 | 3:29 PM

লখনউ : ২০০৮ সালের ২৬ জুলাই ২১টি বিস্ফোরণে ৫৬ জন প্রাণ হারিয়েছিলেন আহমেদাবাদে। সেই ঘটনার প্রায় সাড়ে ১৩ বছর পর গলকাল দোষীদের সাজা শোনাল আহমেদাবাদের এক বিশেষ আদালত। ভারতের ইতিহাসে এই প্রথমবার একই মামলায় একসাথে ৩৮ জনকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছিল। সেই ৩৮ জন মৃত্যুদণ্ড প্রাপ্ত দোষীদের একজনের আত্মীয় নাকি উত্তরপ্রদেশ নির্বাচনে সমাজবাদী পার্টির হয়ে ভোট প্রচারে নেমেছেন। তাও অখিলেশের পাশে দাঁড়িয়ে ভোট প্রচার করেছেন দোষীর পরিবারের সদস্য। অখিলেশ যাদবের বিরুদ্ধে প্রচারে সুর চড়াতে এমনই দাবি করলেন যোগী আদিত্যনাথ।

যোগী আদিত্যনাথ পিলভিটে বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করতে গিয়ে সপা-জঙ্গি যোগ নিয়ে সরব হন। যোগী বলেন, ‘আমদাবাদের এক আদালত ৩৮ জন জঙ্গিকে ধারাবাহিক বিস্ফোরণ কাণ্ডে (২০০৮ সালের আমদাবাদ বিস্ফোরণ) সর্বোচ্চ সাজা দিয়েছে। মামলায় বাকি দোষীদের যাবজ্জীবনের সাজা শুনিয়েছে আদালত। সাজাপ্রাপ্তদের মধ্যে উত্তরপ্রদেশের জঙ্গিও ছিল। সেই সাজাপ্রাপ্তদের একজনের পরিবারের সদস্যকে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে ভোট প্রচারে দেখা গিয়েছে।’

উল্লেখ্য, ২০১৭ সালের নির্বাচনেও বিজেপির নির্বাচনী প্রচারের অন্যতম ইস্যু ছিল সমাজবাদী পার্টির জঙ্গি যোগ। পাশাপাশি বাহুবলীদের সঙ্গে সমাজবাদী পার্টির সখ্যতা নিয়েও বারংবার সরব হয়েছে গেরুয়া শিবির। এবারও সমাজবাদী পার্টির প্রার্থী তালিকায় একাধিক অপরাধী আছেন বলে অভিযোগ করেছে বিজেপি। এই আবহে যোগী এদিন দাবি করেন, নির্বাচনে সমাজবাদী পার্টিকে সমর্থন জানানো মানে জঙ্গিদের সমর্থন করা। যোগী দাবি করেন, সময়ের সাথে সবকিছুই বদলায়। তবে সমাজবাদী পার্টির বদল হয়নি। তিনি বলেন, ‘আপনারা ভাবতে পারেন, নতুন হাওয়া বইছে, কিন্তু সেই পুরোনো সমাজবাদী পার্টিই রয়ে গিয়েছে। এসপি কা হাত, আতঙ্কওয়াদিওকে সাথ (সমাজবাদীর হাত, জঙ্গিদের সাথে)। এটি আরও একবার প্রমাণিত হয়েছে।’

এদিন যোগী আদিত্যনাথ ফের মনে করান যে সমাজবাদী পার্টির শাসনকালে কীভাবে রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছিল। তিনি অভিযোগ করেন অখিলেশ যখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন পুলিশের থানা রাজ করত অপরাধীরা। বর্তমানে উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা তুলে ধরে তিনি বিজেপিকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান ভোটারদের। যোগী এদিন বলেন, ‘পূর্ববর্তী সরকারের শাসনামলে ‘অন্নদাতা’ (কৃষক) আত্মহত্যা করে মারা যেতেন। গরীবরা না খেয়ে মরে যেতেন। রাজ্যে সেই সময় জঙ্গলরাজ চলছিল। অপরাধীরা প্রশাসনের উপর কর্তৃত্ব দেখাত এবং থানাগুলি অপরাধীদের দ্বারা পরিচালিত হত। ব্যবসায়ীরা ক্ষতি করা হত, ব্যবসা ধ্বংস করা হত। রাজ্যে কর্মসংস্থান ছিল না, যুবকরা বেকার থাকত।’ যোগী আদিত্যনাথ দাবি করেন ২০১৭ সালে বিজেপির সরকার গঠনের পর উত্তরপ্রদেশের পরিস্থিতি আমূল পরিবর্তন ঘটেছে। সেই পরিবর্তনের দোহাই দিয়েই যোগী বিজেপির জন্য ভোট চাইলেন।

আরও পড়ুন : PK and Nitish Kumar Meeting : ‘বহুদিনের সম্পর্ক’, পুরোনো বন্ধু প্রশান্ত কিশোরের সঙ্গে নীতীশের ‘আচমকা’ সাক্ষাত ঘিরে জোর জল্পনা

বিকাশদারা জমি বেচে সামাল দিয়েছেন: ফিরহাদ
বিকাশদারা জমি বেচে সামাল দিয়েছেন: ফিরহাদ
দশ কাঠা জমির পোস্ত নষ্ট করল পুলিশ!
দশ কাঠা জমির পোস্ত নষ্ট করল পুলিশ!
'একবার মমতা ব্যানার্জীর গানটা গান', সাংবাদিককে বললেন অনুব্রত
'একবার মমতা ব্যানার্জীর গানটা গান', সাংবাদিককে বললেন অনুব্রত
নয়া এপিক নম্বর, বাদ যাবে ডুপ্লিকেট এপিক নম্বর
নয়া এপিক নম্বর, বাদ যাবে ডুপ্লিকেট এপিক নম্বর
'বামেদের পিঠ চুলকে দেবে তৃণমূল', কেন বললেন বিজেপির রাজ্য সভাপতি?
'বামেদের পিঠ চুলকে দেবে তৃণমূল', কেন বললেন বিজেপির রাজ্য সভাপতি?
মালামাল করছে এই শেয়ারগুলো, টানা দু'দিন চড়চড়িয়ে বাড়ল বেঞ্চমার্ক সূচক!
মালামাল করছে এই শেয়ারগুলো, টানা দু'দিন চড়চড়িয়ে বাড়ল বেঞ্চমার্ক সূচক!
৩ শতাংশের বেশি বেড়েছে নিফটির মিডক্যাপ সূচক, ২.৮ শতাংশ বাড়ল স্মলক্যাপও!
৩ শতাংশের বেশি বেড়েছে নিফটির মিডক্যাপ সূচক, ২.৮ শতাংশ বাড়ল স্মলক্যাপও!
ভারতে আশার আলো, হুড়মুড়িয়ে পড়ল চিন-জাপান-জার্মানির বাজার!
ভারতে আশার আলো, হুড়মুড়িয়ে পড়ল চিন-জাপান-জার্মানির বাজার!
"আমার কাছে রোগী আগে", দশদিনের 'বেডরেস্ট' ছাড়া কিছু ভাবতেই পারছেন না
সমালোচকদের মধ্যে যাদের বাবার নাম কুণাল, তাঁদের সমস্যা...কী বললেন কুণাল
সমালোচকদের মধ্যে যাদের বাবার নাম কুণাল, তাঁদের সমস্যা...কী বললেন কুণাল