নন্দীগ্রামে মীনাক্ষীর উপর ‘হামলা’, আঙুল তৃণমূলের দিকে
শেষ দিন প্রচারে নেমেই আক্রান্ত হলেন তিনি। হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের (TMC) বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, হামলার সময় মিছিলে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং রবীন দেব উপস্থিত ছিলেন।
পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামে (Nandigram) শেষবেলায় প্রচারের ঝড় তুলেছে রাজনৈতিক দলগুলি। তৃণমূল, বিজেপির সঙ্গে পাল্লা দিয়ে পথে-ঘাটে ঘুরে প্রচার করছেন সংযুক্ত মোর্চা সমর্থিত বামফ্রন্ট (CPIM) প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। কিন্তু, শেষ দিন প্রচারে নেমেই আক্রান্ত হলেন তিনি। হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের (TMC) বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, হামলার সময় মিছিলে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং রবীন দেব উপস্থিত ছিলেন।
সূত্রের খবর, এ দিন নন্দীগ্রামের ভূতার মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা ছিল। তৃণমূল সমর্থকরা যখন দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন, তখন সেখানে প্রচার চালাচ্ছিলেন মীনাক্ষী। সঙ্গে দলের বরিষ্ঠ নেতারাও ছিলেন। ঠিক সেই সময় তৃণমূলের কর্মীরা তাঁদের উপর হামলা চালায় বলে অভিযোগ সিপিএম-এর। হামলার জেরে বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে বলেও দাবি বামেদের।
সিপিএম নেতৃত্বের দাবি, গত কয়েকদিন আগেও সিপিএম নেতৃত্বের উপর হামলা করা হয়েছিল। সেই সময় পুলিশের পক্ষ থেকে তদন্তের আশ্বাস দেওয়া হলেও এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনও পদক্ষেপ করা হয়নি। কোনও দোষীকে গ্রেফতার করা যায়নি। সেই কারণে ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়ে সিপিএম কর্মী সমর্থকেরা। এর প্রেক্ষিতে পরবর্তী কী পদক্ষেপ করা যায় তা নিয়ে দীর্ঘ সময় আলোচনা করেন বিমান বসু এবং রবীন দেবরা।
আরও পড়ুন: ‘ফোন ট্যাপিং গুরুতর অভিযোগ, কিন্তু নির্বাচনের মুখ ঘোরাতে চাই না’, নন্দীগ্রামে শাহর স্ট্র্যাটেজি
হামলার ঘটনার পর তিনি মীনাক্ষী সোজসুজি আঙুল তুলেছেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকেই। পুলিশের ছত্রছায়াতেই তৃণমূল এই ঘটনা ঘটাতে পেরেছে বলে দাবি বাম প্রার্থীর। তৃণমূল যদিও যাবতীয় অভিযোগ নস্যাৎ করেছে।
আরও পড়ুন: নন্দীগ্রামে বড় ঘটনা! মমতার গাড়ি ঘিরে উঠল ‘জয় শ্রী রাম’ স্লোগান, কিন্তু এবার ঘটল ব্যতিক্রমী ঘটনা…