Amit Shah In Bengal: ‘ফোন ট্যাপিং গুরুতর অভিযোগ, কিন্তু নির্বাচনের মুখ ঘোরাতে চাই না’, নন্দীগ্রামে শাহর স্ট্র্যাটেজি

| Edited By: | Updated on: Apr 02, 2021 | 9:45 PM

ভোট বঙ্গে (West Bengal Assembly Election 2021) সস্ত্রীক কলকাতায় (Kolkata) এলেন অমিত শাহ (Amit Shah)।

Amit Shah In Bengal: 'ফোন ট্যাপিং গুরুতর অভিযোগ, কিন্তু নির্বাচনের মুখ ঘোরাতে চাই না', নন্দীগ্রামে শাহর স্ট্র্যাটেজি
ফাইল ছবি

ভোট বঙ্গে (West Bengal Assembly Election 2021) সস্ত্রীক কলকাতায় (Kolkata)  শাহ। সঙ্গে ছেলেও। কালীঘাটে পুজো দেবেন শাহের স্ত্রী। নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর প্রচারে রোড শো করছেন অমিত শাহ। কয়েক হাজার মানুষের ভিড়ে উঠল ‘জয় শ্রী রাম’ স্লোগান আর পুষ্পবৃষ্টি। TV9 বাংলাকে অমিত শাহ বললেন, “বিজেপির জয় নিশ্চিত। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী জিতবেনই।” আর বললেন, ‘নির্বাচনের লড়াইয়ের মুখ ঘোরাতে চাই না।’ রোড শো শেষে রেয়াপাড়ায় সাংবাদিক বৈঠক করেন শাহ। প্রশ্ন তোলেন, ‘দিদি নন্দীগ্রামে রয়েছেন, তার ৫ কিলোমিটারের মধ্যেই ধর্ষণের ঘটনা ঘটল। মমতা বন্দ্য়োপাধ্যায় নন্দীগ্রামে থাকা সত্ত্বেও কীভাবে ঘটল এমন ঘটনা! তাহলে বাংলায় মেয়েদের নিরাপত্তা কোথায়? ‘

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 30 Mar 2021 03:12 PM (IST)

    ভারতী ঘোষের সমর্থনে শাহর রোড শো

    ডেবরায় রোড শো অমিত শাহর। বিজেপি প্রার্থী ভারতী ঘোষের সমর্থনে রোড শো করছেন অমিত শাহ। কয়েকশো কর্মী সমর্থকের উচ্ছ্বাস।

  • 30 Mar 2021 02:03 PM (IST)

    দিদি নন্দীগ্রামে, তার ৫ কিলোমিটারের মধ্যেই ধর্ষণ!

    দিদি নন্দীগ্রামে রয়েছেন, তার ৫ কিলোমিটারের মধ্যেই ধর্ষণের ঘটনা ঘটল। মমতা বন্দ্য়োপাধ্যায় নন্দীগ্রামে থাকা সত্ত্বেও কীভাবে ঘটল এমন ঘটনা! তাহলে বাংলায় মেয়েদের নিরাপত্তা কোথায়? আমাদের এক বিজেপি কর্মীর মা বয়স্ক মহিলাকে এমনভাবে মারধর করা হল, তাঁর মৃত্যু হল। রেয়াপাড়ায় সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ অমিত শাহর। আপনারা শুধু শুভেন্দু অধিকারীকে জেতান, এটাই চাই না। বরং এটা বলব এতটাই ব্যবধানে জেতান, যাতে রাজনৈতিক নেতৃত্বের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে বদ্ধপরিকর হন তাঁরা।

    Amit Shah

    রেয়াপাড়ায় সাংবাদিক বৈঠকে অমিত শাহ

  • 30 Mar 2021 01:48 PM (IST)

    কালীঘাটে শাহি পরিবার

    কালীঘাট মন্দিরে পুজো দিলেন অমিত শাহর স্ত্রী ও ছেলে।

  • 30 Mar 2021 01:16 PM (IST)

    শুভেন্দুর জয় নিশ্চিত, নন্দীগ্রামে দাঁড়িয়ে বার্তা অমিত শাহর

    TV9বাংলাকে অমিত শাহ বললেন, "বাংলায় নিশ্চিতভাবে বিজেপি ক্ষমতায় আসবে। অনেক বেশি ব্যবধানে নন্দীগ্রাম থেকে জিতবেন শুভেন্দু অধিকারী।" কয়লাকাণ্ডে লালার সিবিআই দফতরে হাজিরা প্রসঙ্গে শাহ বলেন, "কয়লা কাণ্ডে সিবিআই তদন্ত করছে। সিবিআই তদন্তে আমরা হস্তক্ষেপ করছি না।"

  • 30 Mar 2021 01:14 PM (IST)

    মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল বুলেটিন সামনে আসুক: অমিত শাহ

    'মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল বুলেটিন সামনে আসুক।' মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগার প্রসঙ্গে TV9 বাংলাকে বললেন অমিত শাহ। সঙ্গে আরও বললেন, "ফোন ট্যাপিংয়ের অভিযোগ গুরুতর। কিন্তু আমরা নির্বাচন থেকে দৃষ্টি ঘোরাতে চাই না। তোলাবাজি, সিএএম, হিংসার ইস্যুকে হাতিয়ার করেই নির্বাচনে লড়বে বিজেপি।"

    West Bengal Assembly Election 2021 Amit Shah Nandigram Bengal BJP

    নন্দীগ্রামে রোড শো অমিত শাহর

  • 30 Mar 2021 12:43 PM (IST)

    নন্দীগ্রামে পৌঁছলেন শাহ

    হট সিট নন্দীগ্রামে শেষ পর্যায়ের প্রচারে ঝড় তুলতে  নন্দীগ্রামে পৌঁছলেন অমিত শাহ। হেলিপ্যাডে তাঁকে স্বাগত জানান নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে রোড শো করবেন শাহ।

  • 30 Mar 2021 12:00 PM (IST)

    দক্ষিণেশ্বর, কালীঘাটে পুজো শাহ-পত্নীর

    অমিত শাহর ছেলে ও স্ত্রী দক্ষিণেশ্বর এবং কালীঘাট মন্দিরে পুজো দেবেন।

  • 30 Mar 2021 11:59 AM (IST)

    ডায়মন্ড হারবারে সভা শাহর

    পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে তিনটি রোড শো করার পর অমিত শাহ দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবারে জনসভা করবেন শাহ।

  • 30 Mar 2021 11:59 AM (IST)

    নন্দীগ্রামে রোড শো অমিত শাহ

    নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর সমর্থনে রোড শো করবেন অমিত শাহ। রাজ্যে দ্বিতীয় দফা নির্বাচনে এবারের হাইভোল্টেজ নির্বাচনের এপিসেন্টার নন্দীগ্রামে ভোট। আজ হাইভোল্টেজ নির্বাচনে মুখোমুখি শুভেন্দু ও মমতা।

Published On - Mar 30,2021 3:12 PM

Follow Us: