Tarakeswar Assembly Election Result 2021 Live Update in Bengali: তারকেশ্বরে বিজেপি-তৃণমূলের জোর লড়াই, লাইভ আপডেট
Tarakeswar Assembly Election Result 2021 Live Update in Bengali:জোট-তৃণমূল না বিজেপি? তারকেশ্বরের মন কোন দিকে?

পশ্চিমবঙ্গে এই প্রথবার আট দফায় ২৯৪ কেন্দ্রে ভোট হয়েছে। এ বার সকলে তাকিয়ে ভোটের ফলাফলের দিকে। একুশের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) তারকেশ্বরে বিধানসভা আসনে তৃণমূল (TMC) প্রার্থী করেছে রমেন্দু সিংহ রায়। বিজেপি (BJP) প্রাক্তন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তকে (Swapan Dasgupta) টিকিট দিয়েছে।। সংযুক্ত মোর্চা এই আসনে টিকিট দিয়েছে সুরজিৎ ঘোষকে। একুশের নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তৃণমূল ও নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বাধীন বিজেপি, দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এক নজরে দেখে নেওয়া যাক তারকেশ্বরের আপডেট:
তারকেশ্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রামেন্দু সিংহ রায় ৬৫০০ ভোটে জয়ী।
২০১৬ বিধানসভা নির্বাচনে তারকেশ্বর
গত বিধানসভা এই আসনে তৃণমূল কংগ্রেস জিতেছে। ২০১৬ বিধানসভা নির্বাচনে এই আসনে জিতেছিলেন তৃণমূল প্রার্থী রচপাল সিং। তিনি রাষ্ট্রবাদী কংগ্রেস পার্টির সুরজিৎ ঘোষকে ২৭,৬৯০ ভোটে হারিয়েছিলেন। তৃণমূল প্রার্থী মোট ভোট পেয়েছিলেন ৯৭ হাজার ৫৮৮, আর রচপাল সিং পেয়েছিলেন ৬৯ হাজার ৮৯৮ ভোট। ২০১৬-র নির্বাচনে এখানে তৃতীয় স্থানে ছিল বিজেপি। পদ্মপ্রার্থী ১৭ হাজারের বেশি ভোট পেয়েছিলেন।
মোট ভোটারের সংখ্যা
২০১৬ বিধানসভার নিরিখে এই আসনে মোট ভোটারের সংখ্যা ২,২১,৯৭২। আগের বিধানসভা নির্বাচনে এখানে মোট ভোট দিয়েছিলেন ১,৯২,৩৫১ জন। এখানকার ২৬৯টি বুথে ৮৬ শতাংশের বেশি ভোট পড়েছিল।
খানাকুল বিধানসভা কেন্দ্রে প্রথমবার ভোট পড়েছিল ১৯৫২ সালে। যেখানে জয়ী হয়েছিলেন কংগ্রেস প্রার্থী। এরপর এই বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের দাপট ছিল। তৃণমূল এই আসনে ২০১১ সাল থেকে লাগাতার জিতেছে।
বিগত নির্বাচনের পরিসংখ্যান
বিদায়ী বিধায়ক: রচপাল সিং মোট প্রাপ্ত ভোট: ৯৭,৫৮৮ মোট ভোটার: ২,২১,৯৭২ ভোট শতাংশ: ৮৬.৬৬ মোট প্রার্থী: ৪
