Panchayat Election 2023: ‘এখন ভাল করে বলছি, এরপর বলব না… ধৈর্যের একটা সীমা আছে’, রণমূর্তি পুলিশের

Panchayat Election 2023: দু পক্ষের হাতাহাতিতে যখন উত্তেজনা চরমে পৌঁছেছে, তখন কড়া হাতে পরিস্থিতি সামাল দিতে দেখা যায় পুলিশকে।

Panchayat Election 2023: 'এখন ভাল করে বলছি, এরপর বলব না... ধৈর্যের একটা সীমা আছে', রণমূর্তি পুলিশের
ঘটনাস্থলে পুলিশImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 08, 2023 | 7:44 AM

ঘোলা: শান্তিপূর্ণ ভোটের দাবিতে বারবার সরব হয়েছিল বিরোধীরা। কড়া বার্তা দিয়েছিলেন রাজ্যপাল। তবে ভোটের দিন সকাল থেকেই অশান্তির অভিযোগে উত্তপ্ত গোটা বাংলা। রাত থেকেই একের পর এক রাজনৈতির কর্মীকে খুনের অভিযোগ সামনে আসছে। এক বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগে উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনায় ঘোলায়। পরিস্থিতি সামাল দিতে নাজেহাল পুলিশ।

বিলকান্দার এক নম্বর পঞ্চায়েতের যোগবেড়িয়া প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যাওয়ার পথেই আক্রান্ত হয়েছেন বিজেপি প্রার্থী দিলীপ মণ্ডল। রীতিমতো রাস্তায় ফেলে তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। আক্রান্ত প্রার্থীর দাবি, তৃণমূল প্রার্থীর মদতেই হামলা হয়েছে। প্রার্থী বলছেন, ৮-১০ জম মুখে কাপড় বেঁধে এল। তারপর মারধর। তৃণমূল প্রার্থী বসেছিলেন। তাঁর নির্দেশেই হয়েছে এসব।

দু পক্ষের হাতাহাতিতে যখন উত্তেজনা চরমে পৌঁছেছে, তখন কড়া হাতে পরিস্থিতি সামাল দিতে দেখা যায় পুলিশকে। এক পুলিশ আধিকারিককে বলতে শোনা যায়, ‘১৪৪ ধারা আছে, এদিকে আসবেন না। এখন ভালভাবে বলছি। এরপর কিন্তু আর বলব না। মানুষের ধৈর্যের একটা সীমা আছে।’

তবে এই এলাকায় যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা বলছেন, সবটাই নাকি বিজেপির সাজানো ঘটনা। তৃণমূল প্রার্থী আশিস দে বলেন, ‘কোনওভাবে মানুষের সহানুভূতি পেতে হবে তাই এসব করছে বিজেপি।’

সরাসরি পঞ্চায়েত ভোটের সব খবর এই লিঙ্কে: পীরগাছা-খড়গ্রামে খুন, সামসেরগঞ্জে চলল গুলি, ভোট-সকালেই বলি ২