ভিডিয়োয় দেখা গিয়েছিল এক তরুণী সম্পূর্ণ নগ্ন হয়ে স্নান করছেন। তরুণীর মুখের সঙ্গে আবার প্রীতি জিন্টার অদ্ভুত মিল।
2 / 6
হইহই পড়ে গিয়েছিল বলিপাড়ায়। প্রশ্ন উঠেছিল, ভিডিয়ো করল কে? তা জানা যায়নি... তবে মুখ খুলেছিলেন প্রীতি নিজেই।
3 / 6
জানিয়েছিলেন ভাইরাল হওয়া ওই তরুণী, আদপে তিনি নন। তাঁর মতো অবিকল কেউ। প্রীতি বলেন, "ভিডিয়োর মেয়েটি আমার চেয়ে খানিক লম্বা। আর আমি সূর্যস্নান করিনা (সানবাথ)। মেয়েটির গায়ে ট্যানের দাগ রয়েছে।"
4 / 6
তাঁর আরও দাবি ছিল, ভিডিয়োয় ওই তরুণীর চুলও তাঁর চেয়ে অনেকটাই ছোট। প্রীতির কথায়, "দূর থেকে ওই মহিলাকে খানিক আমার মতো লাগলেও আমি তা মোটেও ছিলাম না। এই ঘটনা নিয়ে অত্যধিক আগ্রহ বন্ধ হোক।"
5 / 6
যদিও আগ্রহ বন্ধ হয়নি। আজও ওই ভিডিয়ো নিয়ে চলে বিস্তর আলোচনা। অনেকে আজও মনে করেন, ভাইরাল হওয়া ভিডিয়োর ওই নারী আদপে প্রীতি জিন্টা।