মাঝরাস্তায় বৃহন্নলার হাতে রাখি পরলেন গৌরব চট্টোপাধ্যায়, ভিডিয়ো শেয়ার করে কী লিখলেন অভিনেতা?
এবারের রাখি উৎসবটা যেন একটু বেশি স্পেশাল অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের জন্য। দিনের শুরুটাই যে এভাবে হবে, তা তো আগে থেকে আন্দাজও করতে পারেননি তিনি। মাঝরাস্তায় এ যেন সারপ্রাইজ।

এবারের রাখি উৎসবটা যেন একটু বেশি স্পেশাল অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের জন্য। দিনের শুরুটাই যে এভাবে হবে, তা তো আগে থেকে আন্দাজও করতে পারেননি তিনি। মাঝরাস্তায় এ যেন সারপ্রাইজ। যা কিনা গৌরবের জীবনের এক অমূল্য স্মৃতি হয়ে থাকল।
ব্য়াপারটা একটু বিশদে বলা যাক। রাখির দিন সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলেন অভিনেতা গৌরব চট্টোপাধ্য়ায়। হঠাৎই ট্রাফিক সিগন্যালে থামল গাড়ি। গাড়ির পাশে হাজির তিন বৃহন্নলা। তাঁদের ইশারাতেই গাড়ির কাচ নামালেন অভিনেতা। নাহ, যা দেখে আমরা দেখে এতদিন অভ্যস্ত, গৌরবের সঙ্গে কিন্তু তা ঘটল না। বরং যা ঘটল, তা সত্য়িই ভালবাসায় মোড়া।
তিনজন বৃহন্নলা এসে গৌরবের হাতে রাখি পরিয়ে দিলেন। মিষ্টি হেসে, অভিনেতাকে দিলেন রাখির শুভেচ্ছা। শুধু তাই নয় প্রার্থনা করলেন, গৌরব যেন আরও ভাল ভাল কাজ পাক। তাঁর জীবন যেন আর আলোকময় হয়ে উঠুক। রাখির দিনের এই দৃশ্যটি গৌরবও শেয়ার করেছেন তাঁর অনুরাগীদের সঙ্গে। শেয়ার করলেন সোশাল মিডিয়ার টাইমলাইনে। আর অনুভূতিটা রেখে দিলেন মনের মণিকোঠায়।
View this post on Instagram
