AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ছিঁড়ে ফেলব’, চাঁচাছোলা ভাষায় সাংবাদিককে আক্রমণ জন আব্রাহামের

John Abraham: সাধারণত ট্রেলার লঞ্চের মতো অনুষ্ঠানে ছবির শিল্পী-কলাকুশলীদের বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্ন পর্ব চালু হয়। সে রকমই প্রশ্ন-উত্তর পর্বের সময় এক সাংবাদিক জনকে জিজ্ঞেস করেন, "মনে হয় না, বারংবার অ্যাকশনধর্মী ছবিতেই আপনাকে কাস্ট করা হচ্ছে? একঘেয়ে হয়ে যাচ্ছে না বিষয়টা?"

'ছিঁড়ে ফেলব', চাঁচাছোলা ভাষায় সাংবাদিককে আক্রমণ জন আব্রাহামের
জন আব্রাহাম।
| Updated on: Aug 02, 2024 | 10:45 AM
Share

‘বেদা’ ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সাংবাদিকের সঙ্গে বচসায় জড়ালেন বলিউড অভিনেতা জন আব্রাহাম। তারপর থেকেই তাঁকে নিয়ে আলোচনা সর্বত্র। প্রেস বক্স থেকে বাঁকা প্রশ্ন আসতেই মেজাজ হারালেন জন। চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন সাংবাদিককে। রাগের মাথায় বললেন, “আপনাকে আমি ছিঁড়ে ফেলব…”

সাধারণত ট্রেলার লঞ্চের মতো অনুষ্ঠানে ছবির শিল্পী-কলাকুশলীদের বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্ন পর্ব চালু হয়। সে রকমই প্রশ্ন-উত্তর পর্বের সময় এক সাংবাদিক জনকে জিজ্ঞেস করেন, “মনে হয় না, বারংবার অ্যাকশনধর্মী ছবিতেই আপনাকে কাস্ট করা হচ্ছে? একঘেয়ে হয়ে যাচ্ছে না বিষয়টা?”

এই প্রশ্নটি সহজভাবে গ্রহণ করতে পারেননি জন। ফোঁস করে ওঠেন তৎক্ষণাৎ। পাল্টা প্রশ্ন করেন সাংবাদিককে। রুক্ষ কায়দায় জিজ্ঞেস করেন, “আপনি ছবিটা দেখেছেন? আজেবাজে প্রশ্নগুলোকে আমি ‘ইডিয়ট’ (বোকা প্রশ্ন) বলি?” এই প্রথম নয়, এই ধরনের প্রশ্নের সম্মুখীন আগেও হতে হয়েছে জনকে। সব সময় কি আর মেজাজ ধরে রাখা সম্ভব। মানুষের মুড কখন খারাপ থাকে বলা যায় না! রাগের মাথায় মাইক হাতে জন বলতে শুরু করেন, “আমি কেবল একটাই কথা বলতে পারি, ‘বেদা’ অন্য ধরনের ছবি। আমার চরিত্রটা খুবই স্পর্শকাতর। আপনি ছবিটা না দেখেই এরকম একটি বোকা প্রশ্ন করলেন। আগে ছবিটা দেখুন। তারপর বিচার করবেন। তখন আমি সব প্রশ্নের জবাব দেব।”

পরিস্থিতি সামাল দিতে হালকা ছলে হাসতে-হাসতে জন বলতে শুরু করেন, “কিন্তু তারপর যদি দেখি, আপনি ভুল আর আমি ঠিক, আমি আপনাকে ছিঁড়ে ফেলব!” ‘বেদা’ পরিচালনা করেছেন নিখিল আডবানী। অভিনয় করেছেন শর্বরী, অভিষেক বন্দ্যোপাধ্যায়।