ফের কি প্রেমে পড়েছেন সৌরভ চক্রবর্তী?
নিজের কাজ নিয়ে যতটাই তিনি চর্চায় থাকেন, ততটাই চর্চিত তিনি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে, প্রেম বিয়ে এই ধারাবাহিকের সেট থেকেই। যদিও আজ তা ইতিহাস। সেই সম্পর্ক বিবাহ কিছুই নেই। অভিনেতা সৌরভ চক্রবর্তী অনেক পরিণত, পরিচালক হিসেবে নিজের পরিচিতি তৈরি করেছেন।

পরিচালক অভিনেতা প্রযোজক সৌরভ চক্রবর্তীর আরও অনেক পরিচিতি রয়েছে, তিনি কবিতা লেখেন, কবিতা পাঠ করেন, ছোট পর্দা থেকে কেরিয়ার শুরু করে এবার বড় পর্দায়, সিরিজে অভিনয় পরিচালনায় বেশ সফল তবে আবার তাঁকে দেখা যাচ্ছে ছোট পর্দার ‘লক্ষ্মী ঝাঁপি’ সিরিয়ালে। নিজের কাজ নিয়ে যতটাই তিনি চর্চায় থাকেন, ততটাই চর্চিত তিনি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে, প্রেম বিয়ে এই ধারাবাহিকের সেট থেকেই। যদিও আজ তা ইতিহাস। সেই সম্পর্ক বিবাহ কিছুই নেই। অভিনেতা সৌরভ চক্রবর্তী অনেক পরিণত, পরিচালক হিসেবে নিজের পরিচিতি তৈরি করেছেন।
তবে সৌরভের ব্যক্তিগত জীবন এখন কোন দিকে বইছে? এর উত্তর খুঁজতেই ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকের সেটে পৌঁছে গিয়েছিল Tv9বাংলা। ধারাবাহিকের শুট এর মাঝেই সৌরভ চক্রবর্তী বললেন,” টিভির পর্দায় অনেকবার বিয়ের বর সেজে ফেলেছি। প্রেম ও হয়েছে বহুবার। তবে বাস্তবে আপাতত প্রেম বা বিয়ে কিছুই নেই, আমি প্রেমে থাকলে অবশ্যই জানতে পারবে সবাই । আপাতত আমার স্টেটাস সিঙ্গেল। বিয়ে বা প্রেম হলে অবশ্যই জানাব। ”
আপাতত ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকের ঝাঁপির সঙ্গে প্রেম দেখাচ্ছেন যাচ্ছে টিভির পর্দায়। ব্যক্তিগত জীবনে কাজের সঙ্গেই ভালবেসে সময় কাটাচ্ছেন অভিনেতা। তবে অভিনয়ের পাশাপাশি বড় পর্দার জন্য নতুন ভাবনার কাজ চালিয়ে যাচ্ছেন সৌরভের পরিচালক সত্ত্বা।
