Shehnaaz Gill: পঞ্জাব ইন্ডাস্ট্রি থেকে ‘বিতাড়িত’ শেহনাজ! চাঞ্চল্যকর অভিযোগ অভিনেত্রীর

Shehnaz Gill Controversy: সম্প্রতি রাঘবের সঙ্গে নাম জড়িয়েছে শেহনাজের।বলিউডের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে নিত্যনতুন কাহিনী। তবে যদিও এই ব্যাপারে রাঘব জানিয়েছেন, এটা পুরোটাই রটোনা। তাঁর কাছে প্রেম করার মতো সময়টুকুও নেই।

Shehnaaz Gill: পঞ্জাব ইন্ডাস্ট্রি থেকে 'বিতাড়িত' শেহনাজ! চাঞ্চল্যকর অভিযোগ অভিনেত্রীর
Follow Us:
| Edited By: | Updated on: Apr 18, 2023 | 12:03 PM

সলমন খানের (Salman Khan) ছবি ‘কিসি কা ভাই, কিসি কা জান’-এর হাত ধরে বলিউডে পা রাখতে চলেছেন অভিনেত্রী শেহনাজ গিল (Shehnaaz Gill)। বিগ বস ১৩ (Bigg Boss 13)-এর ঘর থেকে জনপ্রিয়তা পান শেহনাজ। অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে সম্পর্ক, সিদ্ধার্থের চলে যাওয়া এসবের মাঝে বারে-বারে লাইমলাইটে এসেছেন শেহনাজ। বলিউড তাঁকে আপন করে নিলেও পঞ্জাব ইন্ডাস্ট্রি,যেখান থেকে উত্থান তাঁর সেখান থেকেই বিতাড়িত তিনি। নিজের ছবির প্রিমিয়ারে ডাকও পাননি, এমন বিস্ফোরক অভিযোগ আনছেন অভিনেত্রী।

আসন্ন ছবি ‘কিসি কা ভাই কিসি কা জান’-এর প্রিমিয়ার নিয়ে ব্যস্ত শেহনাজ। এরই মাঝে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, পঞ্জাব ইন্ডাস্ট্রি তাঁকে একেবারে বহিষ্কার করেছে। শেহনাজের কথায়, “জীবনে অনেক কষ্ট পেয়েছি। পঞ্জাবে নিজের ছবির প্রিমিয়ারেই আমায় ডাকা হয়নি। সবাইকে ডাকা হলেও আমায় ডাকার প্রয়োজন মনে করা হয়নি। সিনেমাটা দেখে বাইরে বের হয়ে সব ছবি দেখি, যাঁরা গিয়েছিলেন প্রিমিয়ারে। ওইদিন গাড়িতে বসে খুব কেঁদেছিলাম।” তবে ভগবানে বিশ্বাস রয়েছে শেহনাজের। বললেন, “যাঁর কেউ নেই তাঁর ভগবান আছেন। আমার ভগবান আছেন”।

প্রসঙ্গত, ২০১৭ সালে ‘সত শ্রী কাল ইংল্য়ান্ড’ ছবির মাধ্যমে পঞ্জাব ইন্ডাস্ট্রতি হাতে খড়ি হয় শেহনাজের। এরপর ‘কালা শাহ কালা’,’ডাকা অ্যান্ড হন্সলা রাখ’সহ বহু পঞ্জাবি ছবিতে অভিনয় করেছেন। এবার বলিউডে ডেবিউ হচ্ছে তাঁর। ‘বিগবস’এর পর এবার বড় পর্দায় পা রাখছেন তিনি। তাঁর আসন্ন ছবি ‘কিসি কা ভাই কিসি কা জান’ ছবিতে শেহনাজের সহ অভিনেতা -অভিনেত্রীদের মধ্যে রয়েছে সলমন খান, পূজা হেগড়ে, রাঘব জুয়েলরা। সম্প্রতি রাঘবের সঙ্গে নাম জড়িয়েছে শেহনাজের।বলিউডের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে নিত্যনতুন কাহিনী। তবে যদিও এই ব্যাপারে রাঘব জানিয়েছেন, এটা পুরোটাই রটোনা। তাঁর কাছে প্রেম করার মতো সময়টুকুও নেই। ২১ শে এপ্রিল মুক্তি পেতে চলেছে সলমন, শেহনাজ, রাঘব অভিনীত ছবি ‘কিসি কা ভাই কিসি কা জান।’