সলমনের সঙ্গে ব্রেকআপের পর ঠিক কী করেছিলেন ঐশ্বর্য? মুখ খুললেন প্রিয় বন্ধু
নানা ফিল্মি পার্টিতে কিংবা সাক্ষাৎকারে ঐশ্বর্য প্রসঙ্গ উঠলেই সলমনের চোখের কোণায় আজও চকচক করে ওঠে আবেগ। কিন্তু ঐশ্বর্য? সলমনের সঙ্গে ব্রেকআপ করার পর, কেমন ছিলেন তিনি? নাহ, প্রকাশ্যে কখনই এসব নিয়ে মুখ খোলেননি জুনিয়র বচ্চন ঘরনি।

ঐশ্বর্য রাই বচ্চনের প্রেমে এতটাই হাবুডুবু খেয়েছিলেন সলমন খান, যে আজও ঐশ্বর্যকে ভুলতে পারেননি। নানা ফিল্মি পার্টিতে কিংবা সাক্ষাৎকারে ঐশ্বর্য প্রসঙ্গ উঠলেই সলমনের চোখের কোণায় আজও চকচক করে ওঠে আবেগ। কিন্তু ঐশ্বর্য? সলমনের সঙ্গে ব্রেকআপ করার পর, কেমন ছিলেন তিনি? নাহ, প্রকাশ্যে কখনই এসব নিয়ে মুখ খোলেননি জুনিয়র বচ্চন ঘরনি। তবে কাছের বন্ধুত্বের কাছে আবেগ শেয়ার করেছিলেন তিনি।
অ্য়াড গুরু প্রল্লাদ কক্কর, ঐশ্বর্যর খুব ভাল বন্ধু। কেরিয়ারের শুরু এই প্রল্লাদের হাত ধরেই বহু বিজ্ঞাপনের কাজ করেছেন ঐশ্বর্য। তবে কাজের বাইরেও প্রল্লাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠেছিল ঐশ্বর্যর। আর সেই বন্ধুত্বের কারণেই সলমনের ব্রেকআপের পর ঐশ্বর্যকে খুবই কাছ থেকে দেখেছিলেন প্রল্লাদ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রল্লাদ জানালেন কী ঘটেছিল ঐশ্বর্যর সঙ্গে। প্রল্লাদ বলেন, ঐশ্বর্য নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কখনই প্রকাশ্যে কথা বলেন না। ও খুবই প্রাইভেট পার্সন। তবে হ্য়াঁ, নিজের মনেক কথা একমাত্র খুবই কাছের বন্ধুদের ঐশ্বর্য বলত।
প্রল্লাদ আরও বলেন, সলমনের সঙ্গে ঐশ্বর্যর সম্পর্কটা খুব কঠিন ছিল। ঐশ্বর্য মানসিক দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়েছিল। তবে আমি দেখেছি, সলমনের সঙ্গে ব্রেকআপ হওয়ার পর চুপ করে গিয়েছিল ঐশ্বর্য। খুব কম কথা বলত, শুধু নিজেই কাজ করে যেত। কখনই সলমনের নামে ভাল বা খারাপ কিছুই বলেনি। ঐশ্বর্য এমনই এক মানুষ, যে কিনা শুধু নিজের মধ্যে হারিয়ে যেতেই ভালবাসেন। সলমনের সঙ্গে ব্রেকআপের পরও এটাই ঘটেছিল।
