AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Don 3: রণবীরের ‘ডন ৩’-এ শাহরুখ-অমিতাভ! ফারহান আখতারের ছবিতে বড় চমক

'ডন' হিসেবে তো নতুন ছবিতে রণবীর সিং সই করেই ফেলেছেন। কিন্তু দুম করেই ছবি থেকে সরে গেলেন কিয়ারা আডবাণী এবং বিক্রান্ত মাসে। শোনা যাচ্ছে, কিয়ারার জায়গায় নাকি এই ছবির হিরোইন কৃতি স্য়ানন। তবে নতুন খবরে রয়েছে আরও বড় চমক।

Don 3: রণবীরের 'ডন ৩'-এ শাহরুখ-অমিতাভ! ফারহান আখতারের ছবিতে বড় চমক
| Updated on: Sep 04, 2025 | 3:32 PM
Share

কবে তৈরি হবে পরিচালক ফারহান আখতারের ‘ডন ৩’? বহুদিন ধরেইন এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছিল বলিপাড়ায়। কিন্তু কখনই এর সদুত্তর দিতে পারেননি ফারহান। উল্টে নানা সময়ই নানা কাণ্ড ঘটে যাচ্ছে জন ‘ডন ৩’কে কেন্দ্র করে। ‘ডন’ হিসেবে তো নতুন ছবিতে রণবীর সিং সই করেই ফেলেছেন। কিন্তু দুম করেই ছবি থেকে সরে গেলেন কিয়ারা আডবাণী এবং বিক্রান্ত মাসে। শোনা যাচ্ছে, কিয়ারার জায়গায় নাকি এই ছবির হিরোইন কৃতি স্য়ানন। তবে নতুন খবরে রয়েছে আরও বড় চমক।

১৯৭৮ সালে প্রথম মুক্তি পায় ‘ডন’ ছবি। ডনের ভূমিকায় বক্স অফিস জয় করেন অমিতাভ বচ্চন। তারপর ২০০৬ এবং ২০১১ সালে শাহরুখ খানকে সঙ্গে নিয়ে ফারহান আখতার তৈরি করেন আরও দুটি ডন। তখন থেকেই ফারহান প্ল্যান ছকে রেখেছিলেন ডন ৩ করার। আর তারপর দু বছর আগে সবাইকে চমকে দিয়ে ফারহান ঘোষণা করেন তাঁর নতুন ডন রণবীর সিং। সেই সময় থেকেই ফারহানের এই ছবি নিয়ে আগ্রহ ছিল বলিপাড়ায়।

সেই আগ্রহকে উসকে দিয়েই শোনা যাচ্ছে, ‘ডন ৩’ ছবিতে নাকি পুরনো দুই ডনের সঙ্গে দেখা হবে রণবীরের। আর সেই কারণেই শাহরুখ ও অমিতাভের এন্ট্রি! তবে এই খবর রটলেও, এখনও পর্যন্ত এই নিয়ে কোনও মন্তব্য করেননি ফারহান আখতার।