গত এক বছরে বচ্চন পরিবারকে নিয়ে দর্শক মহলে কৌতূহল বেড়েছে বিপুল। অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন কি আদৌ একসঙ্গে রয়েছেন? সেই প্রশ্ন যেন এখনও ধোঁয়াশা। বিতর্ক যেন কিছুতেই থামছে না। এরই মধ্যে আচমকাই ভাইরাল অমিতাভ বচ্চনের পুরনো টুইট। যেখানে বিগ বি ঐশ্বর্যর প্রসব বেদনা সংক্রান্ত পোস্ট করেছিলেন তিনি। সেই পোস্ট আবারও ভাইরাল নেটপাড়ায়। সেই পোস্ট ছড়িয়ে পড়তেই অমিতাভ পেলেন ‘অবিবেচক’ তকমা।
সেই টুইটে কী লিখেছিলেন ঐশ্বর্য? আরাধ্যার জন্মের সময় নিজের ইচ্ছাতেই ‘সি-সেকশন’ -এ রাজি হয়েছিলেন তিনি। সেই প্রসঙ্গ উল্লেখ করেই করে বিগ বি লিখেছিলেন, “ঐশ্বর্যর নরম্যাল ডেলিভারি হয়েছিল। উঠেছিল প্রসববেদনা। প্রায় দুই তিন ঘণ্টা ধরে চলেছিল সেই ব্যথা। ও সহ্য করেছিল। সি-সেকশন করেনি তা সত্ত্বেও। কোনও পেইন কিলারও নেয়নি।”
তার পরেই নেটিজেনদের একটি বড় অংশ মনে করেছেন সি -সেকশন মানে সিজারিয়ান উপায়ে সন্তান প্রসব করাকে ছোট করে দেখছেন অমিতাভ। সমাজমাধ্য়মে নিজেকে চিকিত্সক বলে দাবি করা এক ব্যক্তি লেখেন, “নরম্যাল ডেলিভারি বলে আদপে কিছু হয় না। হয় ভ্যাজাইনাল অথবা সিজারিয়ান। এর বাইরে কিচ্ছু নেই। দু’তি ক্ষেত্রেই তা অসম্ভব বেদনাদায়ক।’ আর একজন লেখেন, ‘সি-সেকশন সহজ ব্যাপার নয়। প্রতিটা স্তর কেটে সন্তানকে আনতে হয়। হাঁটাচলা করা সহজ হয় না।” যদিও বিতর্কের পাল্টা এই প্রতিবেদন লেখা পর্যন্ত অমিতাভকে কোনও প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি। “