‘ঠিক দশ বছর পরে আমার আন্ডারওয়ারটাও খুলিয়ে নিল’, কেন বললেন অনিন্দ্য
'কিলবিল সোসাইটি' মুক্তি পাওয়ার পর প্রথম রবিবার ৬০টার বেশি শো হাউজফুল। পরিচালক এবং অভিনেতা-অভিনেত্রীরা সিনেমা হলে পৌঁছে দর্শকের সঙ্গে কথা বলছিলেন। সেই সময়ে মঞ্চ থেকে সৃজিত বলেন, ''উত্তম কুমারের ছবির সময়ে বিকাশ রায়কে দেখলে দর্শকরা জুতো ছুঁড়তেন। আপনারা কেউ সেরকম করবেন নাকি?''

‘কিলবিল সোসাইটি’ ছবিতে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করলেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। এই ছবির খলনায়ক তিনি। এর আগে ‘চতুষ্কোণ’ ছবিতে পরিচালকের সঙ্গে কাজ করেছিলেন অভিনেতা। সদ্য মুক্তি পাওয়া ‘কিলবিল সোসাইটি’ এখন ‘টক অফ দ্য টাউন’। ২০২৫-এ এই ছবিটা সবচেয়ে বেশি ব্যবসা করেছে এখনও পর্যন্ত। সে কারণেই সোশ্যাল মিডিয়াতে অনিন্দ্য একটা মজার পোস্ট দিয়েছেন। ফেসবুকে অনিন্দ্য লিখেছেন, ”যে লোকটা আমাকে ১০ বছর আগে বোবা টানেল দিয়েছিল, ঠিক ১০ বছর পর আমার আন্ডারওয়ারটাও খুলিয়ে নিল।” আসলে ছবিতে একটা বিশেষ দৃশ্যে আন্ডারওয়ার খুলতে হয়েছে অভিনেতাকে।
ছবির কেন্দ্রে পূর্ণা আইচ। এই চরিত্রে দেখা যাচ্ছে কৌশানী মুখোপাধ্যায়কে। পূর্ণার প্রেমিকের চরিত্রটা করেছেন অনিন্দ্য। যে চরিত্রকে ভয়ঙ্কর টক্সিক হিসাবে বর্ণনা করেছেন অনিন্দ্য নিজেই। পূর্ণার ব্যক্তিগত জীবনের একটা মুহূর্ত পর্ন হিসাবে ছড়িয়ে পড়ে। এরপর কী হয়, তাই নিয়ে গল্প। ‘কিলবিল সোসাইটি’ মুক্তি পাওয়ার পর প্রথম রবিবার ৬০টার বেশি শো হাউজফুল। পরিচালক এবং অভিনেতা-অভিনেত্রীরা সিনেমা হলে পৌঁছে দর্শকের সঙ্গে কথা বলছিলেন। সেই সময়ে মঞ্চ থেকে সৃজিত বলেন, ”উত্তম কুমারের ছবির সময়ে বিকাশ রায়কে দেখলে দর্শকরা জুতো ছুঁড়তেন। আপনারা কেউ সেরকম করবেন নাকি?”
অনিন্দ্য অবশ্য টক্সিক প্রেম নিয়ে একটা মজার কথা বললেন। তাঁর বক্তব্য, ”জীবনের সেরা প্রেমে পৌঁছানোর জন্য দু’-তিনটে টক্সিক প্রেম দরকার। এরকম টক্সিক প্রেমই আসল প্রেমের গতিপথ নির্ধারণ করে দেয়।” এই ছবির পাশাপাশি ‘পরিণীতা’ ধারাবাহিকে নিয়মিত দেখা যাচ্ছে অনিন্দ্যকে। সেখানে খলনায়কের ভূমিকায় কাজ করছেন অভিনেতা।





