রেজিস্ট্রি ম্যারেজে আগ্রহী অঙ্কুশ, কেন আপত্তি করলেন ঐন্দ্রিলা?
অঙ্কুশের এই মজার কথা শুনে পাশ থেকে ঐন্দ্রিলা যোগ করলেন, ''অঙ্কুশ রেজিস্ট্রি ম্যারেজ করে নিতে বলেছিল। কিন্তু আমি রাজি হইনি। আমি চাই সবাইকে ডেকে খাওয়াতে। শুধু পরিবারের মানুষদের নিয়ে রেজিস্ট্রি করতে হলেও, সবাইকে ডেকে খাওয়াদাওয়া করতে হবে। সেটা না হলে, আমি রাজি নই।''

টলিপাড়ায় নায়ক অঙ্কুশ হাজরা আর নায়িকা ঐন্দ্রিলা সেন প্রেম করছেন, বেশ কিছু বছর হয়ে গিয়েছে। এখন তাঁরা একসঙ্গে থাকেন। কিন্তু রেজিস্ট্রি ম্যারেজ বা অনুষ্ঠান করে বিয়ে কোনওটাই হয়নি। তাঁদের পরিবারের সকলে প্রস্তুত এই অনুষ্ঠানের জন্য। TV9 বাংলার তরফে প্রশ্ন করা হয়েছিল, ‘মির্জা টু’ আগে হবে নাকি বিয়ে? প্রশ্ন শুনে অঙ্কুশের উত্তর, ”’মির্জা টু’ আগে হবে। এখন তো প্রযোজক হিসাবে ভাবি। বিয়ে করতে যে খরচ হবে, সেটা তো ‘মির্জা টু’-তে বিনিয়োগ করতে পারি। বিয়ের অনুষ্ঠানে বিনিয়োগ করলে কোনও রির্টান পাবো না!”
অঙ্কুশের এই মজার কথা শুনে পাশ থেকে ঐন্দ্রিলা যোগ করলেন, ”অঙ্কুশ রেজিস্ট্রি ম্যারেজ করে নিতে বলেছিল। কিন্তু আমি রাজি হইনি। আমি চাই সবাইকে ডেকে খাওয়াতে। শুধু পরিবারের মানুষদের নিয়ে রেজিস্ট্রি করতে হলেও, সবাইকে ডেকে খাওয়াদাওয়া করতে হবে। সেটা না হলে, আমি রাজি নই।”
এরপর অঙ্কুশ যা প্ল্যান বললেন, তাতে তাঁর সিনেমা তৈরি করার প্যাশন নিয়ে আর কোনও সংশয় থাকতে পারে না। ‘মির্জা টু’ তৈরি করে তিনি যে টাকা ফেরত পাবেন, সেটা আবার ‘মির্জা থ্রি’ তৈরিতে বিনিয়োগ করে দিতে পারেন বলে নায়কের আন্দাজ। এতে বিয়ে আবার পিছিয়ে যেতে পারে, এমনটা বলেই হেসে ফেললেন নায়ক।
এ কথা ঠিক, অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটির ‘মির্জা’ দর্শকের ভালোবাসা পেয়েছে। প্রযোজক হিসাবে অঙ্কুশ যেভাবে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাতে খুশি তাঁর অনুরাগীরা। এটাও ঠিক, একটু দেরি করে হলে তা-ও ঠিক আছে, অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের অনুষ্ঠানের জন্য অপেক্ষায় রয়েছেন তাঁদের বন্ধুরা।
