Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কিরণের শারীরিক পরিস্থিতির ভুয়ো খবর নস্যাৎ করে কী বললেন অনুপম?

গতকাল অনুপমের মা এবং ভাইও তাঁদের সঙ্গেই কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন মুম্বইয়ের নানাবতী হাসপাতালে। সোশ্যাল মিডিয়ায় সে ছবিও শেয়ার করেছেন তিনি।

কিরণের শারীরিক পরিস্থিতির ভুয়ো খবর নস্যাৎ করে কী বললেন অনুপম?
দম্পতি।
Follow Us:
| Updated on: May 08, 2021 | 1:10 PM

ক্যানসারে (cancer) আক্রান্ত বলিউড (bollywod) অভিনেত্রী কিরণ খের (Kirron Kher)। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থা নিয়ে বেশ কিছু গুজব ছড়িয়ে পড়ে। সেই ভুয়ো খবরকে নস্যাৎ করে দিয়ে কিরণের স্বামী অনুপম খের (Anupam Kher) সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন, কিরণ এখন ভাল আছেন। গত শুক্রবার কোভিড ১৯ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন তিনি।

ইনস্টাগ্রাম স্টোরিতে কিরণের শারীরিক পরিস্থিতি নিয়ে নিজের বক্তব্য শেয়ার করেন অনুপম। তিনি বলেন, ‘কিরণের শারীরিক অবস্থা নিয়ে কিছু গুজব ছড়িয়েছে। যা একেবারেই ভুয়ো। ও এখন ভাল আছে। শুক্রবার কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছে। আমি অনুরোধ করব, কোনও ধরনের ভুয়ো খবর ছড়াবেন না। সাবধানে থাকুন।’

View this post on Instagram

A post shared by Anupam Kher (@anupampkher)

গতকাল অনুপমের মা এবং ভাইও তাঁদের সঙ্গেই কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন মুম্বইয়ের নানাবতী হাসপাতালে। সোশ্যাল মিডিয়ায় সে ছবিও শেয়ার করেছেন তিনি। ধন্যবাদ জানিয়েছেন নার্স এবং চিকিৎসকদের। যাঁরা ভ্যাকসিন পাওয়ার যোগ্য, তাঁদের সকলকেই এই ভ্যাকসিন নিতে অনুরোধ করেছেন তিনি।

View this post on Instagram

A post shared by Anupam Kher (@anupampkher)

এই কঠিন পরিস্থিতি সকলকে একসঙ্গে লড়াই করার আহ্বানও জানিয়েছেন তিনি। কিরণ ব্লাড ক্যানসারে আক্রান্ত। সোশ্যাল ওয়ালেই সে খবর অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছিলেন অনুপম। কিরণের চিকিৎসা চলছে। কিন্তু কারও সম্পর্কেই এই ধরনের ভুয়ো খবর ছড়ানো উচিত নয় বলে মনে করেন অনুপম। এতে অসুস্থ ব্যক্তির মনেও চাপ পড়ে। তাই যে কোনও খবর শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করে নিতে অনুরোধ করেছেন অভিনেতা।

আরও পড়ুন, ছেলেকে কোথায় রেখে শ্বেতা ‘খতড়ো কা খিলাড়ি’তে গেলেন? উদ্বিগ্ন প্রাক্তন স্বামী অভিনব