‘তোমার গন্ধ মিস করি’, মায়ের মৃত্যুবার্ষিকীতে অর্জুনের পোস্ট

অর্জুনের বোনও মাকে নিয়ে দিয়েছেন এক স্মৃতিমেদুর পোস্ট।

'তোমার গন্ধ মিস করি', মায়ের মৃত্যুবার্ষিকীতে অর্জুনের পোস্ট
মায়ের সঙ্গে অর্জুন।
Follow Us:
| Updated on: Mar 26, 2021 | 1:36 PM

মা মারা গিয়েছেন ন’বছর পেরল আজ। তবে মাতৃত্ব হারানোর বেদনা থেকে মুক্তি পাননি অর্জুন কাপুর। বাররবার ফিরে আসার আর্জি ছেলের। বারবার পুরনো দিনের কথা মনে পড়ে যায় তাঁর, ঠিক যেমন আজ মা মোনা শৌরি কাপুরের মৃত্যুবার্ষিকীতে মনে পড়ল।

আরও পড়ুন প্রভাস-অমিতাভ-দীপিকার ছবির ডাবিং ইংরেজিতে, প্রথম ভারতীয় সিনেমা হিসেবে বিশ্বব্যাপী রিলিজ

অর্জুন মায়ের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘ন’বছর হয়ে গেল। এটা ঠিক নয় মা, দয়া করে ফিরে এস…তুমি আরা আমার চিন্তা কররো না, এটা আমি মিস করি, আমার উপর রেগে যাও না। আমার ফোনে তোমার নাম কলে না উঠলে মিস করি। আমি বাড়ি ফিরে তোমায় দেখা…তোমার হাসি, তোমার গন্ধ মিস করি। তোমার গলায় আমার নামের ডাক, কানে বাজে। আমি তোমায় সত্যি খুব মিস করি। আমি আশা করি তুমি যেখানে আছো, ভাল আছো। আমিও ভাল থাকার চেষ্টা করছি, বেশিরভাগ দিন আমি ম্যানেজও করে নিচ্ছি কিন্তু আমি তোমায় মিস করি…ফিরে এসো না’

View this post on Instagram

A post shared by Arjun Kapoor (@arjunkapoor)

শুধু অর্জুন নয়। বোন অংশুলা কাপুরও পোস্ট করেছেন মায়ের ছবি। ক্যাপশনে লেখেন, ‘আজ থেকে ন’বছর আগে আমি শেষবারের জন্য তোমার হাত ধরেছিলাম। তোমার সঙ্গে আমার মনে মনে প্রায় প্রতিদিন কথা হয়, তবে আমি তোমার সঙ্গে ব্যক্তিগতভাবে আরও একটি কথা বলার জন্য সব কিছু ছেড়ে দিতে চাই, যেখানে আমি তোমার কণ্ঠস্বর শুনতে পারব। তোমাকে ছাড়া ৯ বছর আমার কাছে একটা লাইফটাইম। আমি তোমার কণ্ঠস্বর, তোমার জড়িয়ে ধরা, তোমার হাসি, তোমার পরামর্শ, তোমার হাসি, আমার জীবনের অন্ধকার মেঘগুলো সরিয়ে দেওয়ার ক্ষমতা, তোমার গন্ধ, তোমার ভালবাসা মিস করি। তুমি আমাকে সুরক্ষিত রেখেছিলে, তুমি আমাকে সাহসী করেছ, তুমি আমাকে ভালবাসা অনুভব করিয়েছিলে। তোমাকে মিস করছি মা।’