চোখ খুলে ঝুলছে নায়কের, আরিয়ানের লুক দেখে হাসির রোল নেটপাড়ায়
নায়িকার দাঁতও বাদ গেল না ট্রোলের তালিকা থেকে। ট্রোলের শিকার শুধু নায়কই নন, নায়িকাও হয়েছেন। দর্শকদের একাংশ তাঁর দাঁতের রং নিয়ে কটাক্ষ করে মন্তব্য করেছেন। সব মিলিয়ে ‘ভিডিয়ো বৌমা’-র এই দৃশ্য হয়তো গল্পের অংশ হিসেবে ছিল নিছকই কৌতুক।

বাংলা টেলিভিশনের ধারাবাহিক মানেই যেন কিছু কিছু ক্ষেত্রে চরম নাটকীয়তা। তবে অতিনাটকীয় মোচড় যেন মাঝে মধ্যেই ধারাবাহিকের বিপত্তির কারণ হয়ে দাঁড়ায়।কখনও কখনও সেই নাটকীয়তা এমন পর্যায়ে পৌঁছে যায়, যেখানে দর্শকদের মনে আবেগ নয়, বরং ফেটে পড়েন তাঁরা হো হো হাসির রোলে। এমনই এক ঘটনা এবার সান বাংলার ধারাবাহিক ‘ভিডিয়ো বৌমা’-তে দেখা দিল, যেখানে নায়কের চোখ খুলে ঝুলে পড়েছে। ছবির ভিডিয়ো থেকে ক্লিপিং ছড়িয়ে পড়তেই চরম ট্রোল্ড নেটপাড়ায়। আর সেই দৃশ্য দেখে দর্শকদের হাসি থামছেই না!
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায়, ধারাবাহিকের নায়ক আকাশ (অভিনয়ে আরিয়ান ভৌমিক) নায়িকার ভাইকে ভয় দেখাতে গিয়ে এমন অভিনয় করেন, যেখানে তাঁর একটি চোখ যেন বাইরে ঝুলে পড়েছে! যদিও এটি একটি মজার দৃশ্য হিসেবে দেখানো হয়েছিল, কিন্তু চোখের এই অবাস্তব দৃশ্য এবং তাতে নায়কের স্বাভাবিক আচরণ দেখে নেটিজেনরা হতবাক— ফলে হেঁসে লুটোপুটি খাচ্ছেন সকলে।
মজা করে একশ্রেণি লিখছেন, ‘এ তো শুধু বাংলা সিরিয়ালেই সম্ভব!’ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া স্ক্রিনশট ও ভিডিয়ো ক্লিপে একের পর এক হাস্যকর মন্তব্য উঠে আসছে। কেউ লিখেছেন, “চোখে সামান্য কিছু গেলে সহ্য হয় না, আর এখানে পুরো চোখ ঝুলে পড়েছে— তাও দিব্যি দাঁড়িয়ে!” আবার কেউ লিখেছেন, “এমন অভিনয় শুধু বাংলা সিরিয়ালেই সম্ভব!” কেউ কেউ তো সিরিয়ালের গ্রাফিক্স ও মেকআপ নিয়েও খোঁচা দিতে পিছপা হলেন না।
নায়িকার দাঁতও বাদ গেল না ট্রোলের তালিকা থেকে। ট্রোলের শিকার শুধু নায়কই নন, নায়িকাও হয়েছেন। দর্শকদের একাংশ তাঁর দাঁতের রং নিয়ে কটাক্ষ করে মন্তব্য করেছেন। সব মিলিয়ে ‘ভিডিয়ো বৌমা’-র এই দৃশ্য হয়তো গল্পের অংশ হিসেবে ছিল নিছকই কৌতুক। তবে মেকআপ, স্ক্রিপ্ট ও নায়কের আচরণ সব মিলেমিশে যা তৈরি হল, তা নেটিজেনদের চোখে এখন নিছকই ঠাট্টা।
