আকাশপানে মায়ের খোঁজ, নতুন গানে মন জয় বাংলা ব্যান্ড সোলের
বাংলা গানের বরাবরই নতুন প্রতিভাকে সামনে আনে আশা অডিও। তাদেরই আশা নেক্সট জেন-এর উদ্যোগে মুক্তি পেয়েছে এই অ্যালবাম। এই অ্যালবামে যেন রয়েছে মায়ে সেই স্পর্শ, যা অমূল্য।

তারা জমিন পর ছবির সেই গান ‘তুঝে সব হে পাতা মেরি মা’! হ্য়াঁ , মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক ঠিক এমনই। হাজার চেষ্টা করলেও, মায়ের থেকে কোনও কিছু লুকিয়ে রাখা খুবই কঠিন। মা জানে সবটা। বাংলা ব্যান্ড সোল-এর মা অ্যালবামেও যেন খুঁজে পাওয়া যায় সেই মায়ের আঁচলের গন্ধ। সেই মমতা। গানের প্রতিটি লাইনেই যেন নতুন করে মাকে খুঁজে পাওয়া। তারাদের ভিড়ে আজ তুমি হারিয়েছ কোথায়, আকাশপানে চেয়ে আমি খুঁজি যে তোমায়… ।
গত ১১ মে, আন্তর্জাতিক মাতৃ দিবস উপলক্ষে মুক্তি পেয়েছে জনপ্রিয় বাংলা ব্যান্ড ‘দ্য সোল’-এর নতুন অ্য়ালবাম মা। এই অ্যালবামের গানেই যে সন্তানরা মাকে হারিয়েছেন এবং যে মা সন্তানকে হারিয়েছে, তাঁদের জন্যই এই গান। মা অ্যালবামটি কম্পোজ করেছেন শুভাশিস ভট্টাচার্য। সঙ্গে ছিলেন ব্যান্ডের আরও দুই সদস্য আত্রেয় মণ্ডল এবং জিৎ চক্রবর্তী। গানটি গেয়েছেন ব্যান্ড সোলের লিড ভোকলিস্ট সুপ্রিয় সোম।
বাংলা গানের বরাবরই নতুন প্রতিভাকে সামনে আনে আশা অডিও। তাদেরই আশা নেক্সট জেন-এর উদ্যোগে মুক্তি পেয়েছে এই অ্যালবাম। এই অ্যালবামে যেন রয়েছে মায়ে সেই স্পর্শ, যা অমূল্য।
গানটি শুনুন—





