AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘যদি নাও জিতি, মন খারাপ করা বোকামো হবে’, BAFTA-য় জেতা প্রসঙ্গে অকপট আদর্শ

সংবাদসংস্থা আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে আদর্শ বলেন, বাফটায় মনোনয়ন আমার জন্য শুধু বিরাট প্রাপ্তিই নয় তার চেয়ে বেশি। তাই জেতা-হারা নিয়ে আমার কোনও চাহিদা নেই। মনোনয়ন-অ্যাওয়ার্ড পাওয়ার জন্য আমার গোটা জীবন পড়ে রয়েছে।"

'যদি নাও জিতি, মন খারাপ করা বোকামো হবে', BAFTA-য় জেতা প্রসঙ্গে অকপট আদর্শ
আদর্শ গৌরব।
| Updated on: Apr 11, 2021 | 2:47 PM
Share

ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম এ্যান্ড টেলিভিশন আর্টস (BAFTA) পুরস্কারের জন্য সেরা অভিনেতা বিভাগে মনোনীত হয়েছেন আদর্শ গৌরব। পরিচালক রামিন বহেরিন-এর ছবি ‘দ্য হোয়াইট টাইগার’-এর জন্যই জুটেছে তাঁর মনোনয়ন। রবিবার রাতেই হতে চলেছে তাঁর ভাগ্যপরীক্ষা। জিততে পারবেন তিনি? যদি না যেতেন সেক্ষেত্রে কী ভাবে সামলাবেন পরাজয়? ওই বিভাগেই আবার তাঁর সঙ্গে মনোনয়ন পেয়েছেন প্রয়াত অভিনেতা চ্যাডউইক বোসম্যান, অ্যান্থনি হপকিনস এবং রিজ আহমেদের মতো অভিনেতারাও।

সংবাদসংস্থা আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে আদর্শ বলেন, বাফটায় মনোনয়ন আমার জন্য শুধু বিরাট প্রাপ্তিই নয় তার চেয়ে বেশি। তাই জেতা-হারা নিয়ে আমার কোনও চাহিদা নেই। মনোনয়ন-অ্যাওয়ার্ড পাওয়ার জন্য আমার গোটা জীবন পড়ে রয়েছে।”

তিনি আরও যোগ করেন, “যদি না জিতি তবে মন খারাপ করা বোকামো হবে। কারণ ওই মনোনয়নে আমি শুধুমাত্র একজন মনোনীত অভিনেতা। আর বাকিরা হলেন লেজেন্ড।”

এর আগে তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁর মনোনয়নের খবর প্রিয়াঙ্কা চোপড়াই প্রথমে হোয়্যাটসআপে জানিয়েছিলেন আদর্শকে । কিন্তু তিনি তখন জিমে ছিলেন বলে খেয়াল করেননি। পরে পূজা গুপ্তা তাঁকে ফোন করে খবরটা জানালে তিনি হোয়্যাটসআপ দেখেন। ওই সাক্ষাৎকারে আদর্শ বলেন, “আমাদের নিজেদের একটা হোয়্যাটসআপ গ্রুপ আছে। ওই গ্রুপে আমি, প্রিয়াঙ্কা চোপড়া, রাজকুমার রাও এবং পরিচালক রামিন আছি। আমি তখন জিম করছিলাম, দেখলাম প্রিয়াঙ্কা গ্রুপে একটা মেসেজ করেছে। আমি পুরোটা পড়িনি, শুধু দেখলাম প্রিয়াঙ্কা লিখেছে আমাদের ছবি ‘বাফটা’-তে সেরা চিত্রনাট্য বিভাগে মনোনয়ন পেয়েছে। আমি দারুণ খুশি হয়ে একটা ইমোজি পাঠিয়ে দিয়েছিলাম। পরে সিনেমাটোগ্রাফার পূজা গুপ্তা আমায় ফোন করে বলে, ‘আমি এবছর বাফটাতে মনোনয়ন পেয়েছি।’ আমি তখন আবার হোয়্যাটসআপটা খুলে পুরোটা পড়ি। তখন দেখলাম প্রিয়াঙ্কা আমার খবরটাও দিয়েছিল, কিন্তু আমি খেয়াল করিনি।”

দ্য হোয়াইট টাইগার’-এ আদর্শ গৌরব এক প্রতিবাদী চরিত্রে অভিনয় করেছেন। তাঁর চরিত্রের নাম ‘বলরাম’। সমাজে মূল স্রোতের বিপরীতে হেঁটে নিজেকে প্রতিষ্ঠিত করে সে। এই ছবিতে আদর্শ গৌরব-এর সঙ্গে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এবং রাজকুমার রাও। শুধু সেরা অভিনেতা বিভাগে নয়, সেরা চিত্রনাট্য বিভাগেও মনোনয়ন পেয়েছে ‘দ্য হোয়াইট টাইগার’।