AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আমিরকে কাছে টেনে চুমু খাচ্ছেন নায়িকা! গোপন ক্যামেরায় হল রেকর্ড, ভিডিও প্রকাশ্যে আসতেই…

নয়ের দশকে আমির খান ও জুহি চাওলা অভিনীত ছবি হাম হে রাহি প্য়ার কে বক্স অফিসে ঝড় তুলেছিল। এই সুপারহিট ছবিতে আমির ও জুহির পাশাপাশি অভিনয় করার সুযোগ পেয়েছিলেন নবনীত নিশান।

আমিরকে কাছে টেনে চুমু খাচ্ছেন নায়িকা! গোপন ক্যামেরায় হল রেকর্ড, ভিডিও প্রকাশ্যে আসতেই...
| Updated on: May 15, 2025 | 8:45 PM
Share

আমির খান তখন বলিউডের চকোলেট বয়। বক্স অফিস ছিল তাঁর হাতের মুঠোয়। তাই যে কোনও নায়িকাই তাঁর সঙ্গে কাজ করার সময় একটু বেশি সতর্কই থাকতেন। তার উপর নায়িকা যদি ইন্ডাস্ট্রিতে নতুন হয়, তাহলে তো চাপটা বেশিই থাকত। ঠিক যেমনটা ঘটেছিল অভিনেত্রী নবনীত নিশানের সঙ্গে।

গপ্পোটা একটু খোলসা করে বলা যাক। নয়ের দশকে আমির খান ও জুহি চাওলা অভিনীত ছবি হাম হে রাহি প্য়ার কে বক্স অফিসে ঝড় তুলেছিল। এই সুপারহিট ছবিতে আমির ও জুহির পাশাপাশি অভিনয় করার সুযোগ পেয়েছিলেন নবনীত নিশান। তখন বলিউডে একেবারেই নতুন তিনি। প্রথম দিন শুটিংয়েই ঘটল সেই ঘটনা, যা আজও ভুলতে পারেননি নবনীত।

এক সাক্ষাৎকারে নবনীত জানালেন, প্রথম দিনের শুটিংয়েই জানতে পারলাম আমিরের সঙ্গে আমার দৃশ্য রয়েছে। তাও আবার চুম্বন দৃশ্য। পরিচালকের মুখে এমন কথা শোনায়, আমি তো অবাক। একটু টেনশনেই পড়ে গিয়েছিলাম। তারপর ক্য়ামেরা অন হল। আমিরের কাছে গিয়ে, ওর গালে চুমু খেতে শুরু করলাম। কিন্তু পরিচালক চেয়েছিলেন এতটাই জোরে চুমু খাই, যাতে লিপস্টিকের দাগ আমিরের গালে লেগে থাকত। সাত-আটবার চুমু খাওয়ার পরেও, লিপস্টিকের দাগ আমিরের গায়ে লাগছিল না।

নবনীত আরও জানালেন, আমার চুমু খাওয়ার স্টাইল দেখে পরিচালক হতাশ হয়েছিলেন। কিন্তু আমি তাঁকে বোঝাতেই পাচ্ছিলাম না, আমিরকে সামনে পেয়ে আমি টেনশনে ছিলাম। তার উপর ঘর ভর্তি লোক! এরপরই ফন্দি আঁটলেন পরিচালক। আমির আর আমাকে একা ছেড়ে দিলেন। গোপন ক্য়ামেরায় শুট করলেন পুরো দৃশ্য। সেদিন সারাটা দিন আমার একটাই কাজ ছিল আমিরকে চুমু খাওয়া। বান্ধবীদের একথা বলার পর, আমাকে খুব হিংসে করেছিল। তবে বলতেই হয়, আমির সত্যিই খুব প্রফেশনাল। চুপচাপ সহ্য করেছিল এসব। তবে শেষমেশ দৃশ্যটি দেখে খুশি হয়েছিলেন পরিচালক।