Raveena Tandon: প্রাক্তন আর বর্তমান দুজনেই বন্ধু! বনি কাপুরের দুই স্ত্রীর মাঝে কোন ‘দ্বিধা’য় পড়েছিলেন রবিনা?

জানুয়ারি মাসেই ভারত সরকারের পক্ষ থেকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন অভিনেত্রী রবিনা ট্যান্ডন (Raveena ATandon)। চলচ্চিত্রে তার অবদানের জন্য এই পুরস্কার প্রাপ্তি তার জীবনে এক অন্যতম আনন্দের মুহূর্ত ছিল। ‘পত্থর কে ফুল’ ছবির হাত ধরে চলচ্চিত্র জগতে হাতেখড়ি হয় তার। পরে ১৯৯৪ সালে ‘লাডলা’ নামে একটি ছবিতে অভিনয় করেন রবিনা। আর এই ছবির সূত্রেই তার […]

Raveena Tandon: প্রাক্তন আর বর্তমান দুজনেই বন্ধু! বনি কাপুরের দুই স্ত্রীর মাঝে কোন 'দ্বিধা'য় পড়েছিলেন রবিনা?
প্রাক্তন আর বর্তমান দুজনেই বন্ধু! বনি কাপুরের দুই স্ত্রীর মাঝে কোন 'দ্বিধা'য় পড়েছিলেন রবিনা?
Follow Us:
| Edited By: | Updated on: May 21, 2023 | 12:16 PM

জানুয়ারি মাসেই ভারত সরকারের পক্ষ থেকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন অভিনেত্রী রবিনা ট্যান্ডন (Raveena ATandon)। চলচ্চিত্রে তার অবদানের জন্য এই পুরস্কার প্রাপ্তি তার জীবনে এক অন্যতম আনন্দের মুহূর্ত ছিল। ‘পত্থর কে ফুল’ ছবির হাত ধরে চলচ্চিত্র জগতে হাতেখড়ি হয় তার। পরে ১৯৯৪ সালে ‘লাডলা’ নামে একটি ছবিতে অভিনয় করেন রবিনা। আর এই ছবির সূত্রেই তার সঙ্গে আলাপ হয় সেই সময়কার বিখ্যাত নায়িকা শ্রীদেবীর। সেই থেকেই বন্ধুত্বের সূত্রপাত রবিনা-শ্রীদেবীর। বনি কাপুরের সঙ্গে পরে বিয়ে হয় শ্রীদেবীর (Sridevi), তখনও তাদের মধ্যে বন্ধুত্বের টান ছিল অটুট। সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রীদেবী আর মোনা কাপুর অর্থাৎ বনি কাপুরের (Bonny Kapoor) প্রথম স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে মুখ খোলেন অভিনেত্রী রবিনা ।

শ্রীদেবীর সঙ্গে বন্ধুত্ব হওয়ার অনেক আগে থেকেই মোনা কাপুরের সঙ্গে বন্ধুত্ব হয় তার। শ্রীদেবী, মোনা কাপুর আর রবিনা ট্যান্ডন তিনজনেই তখন বলিউডের এ লিস্টার। রবিনা জানান, প্রয়াত অভিনেত্রী মোনা কাপুরের সঙ্গে বনি কাপুরের বিবাহ বিচ্ছেদের পর শ্রীদেবীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন বনি এবং ঘটনাচক্রে মোনা এবং শ্রীদেবী উভয়ই রবিনার খুব কাছের বন্ধু হওয়ায় তাকে আক্ষরিক অর্থেই দুই বন্ধুর মধ্যে ভাগ হয়ে যেতে হয়েছিল।

রবিনা এও বলেন যে, ‘লাডলা’ ছবির শুটিংয়ে শ্রীদেবী এবং তিনি একই ভ্যানে বসে গল্প করেছেন। এছাড়াও শ্রীদেবীর সঙ্গে একান্তে অনেক সময় কাটিয়েছেন ছবির শুটিং চলাকালীন। রবিবার কথায়, লাডলা চলাকালীন সেটার অনেকেই বলত শ্রীর মেকআপ ভ্যানে বসার অনুমতি কীভাবে পাও তুমি। ? … আমি শ্রী আসার আগেই সকালে সেটে এসে মেক আপ সেরে ফেলতাম। শ্রীদেবী সেটে হাজির হয়েই আমার মেক আপ ভ্যানে এসে নক করে বলত তোমার মেকআপ তো হয়ে গেছে , এবার আমার ভ্যানে এসে বসো। এভাবেও আমাদের বন্ধুত্ব জমে উঠেছিল আর শেষদিন পর্যন্ত ছিল। ‘ আবার বনি কাপুরের প্রাক্তন স্ত্রী মোনা কাপুরের কথা বলতে গিয়ে ‘ অভিনেত্রী বলেন , ‘যখন মোনার সঙ্গে বনির বিচ্ছেদ হয়, আমি তখন বেশ দ্বিধায় ছিলাম কারণ সেই সময় মোনাও আমার খুব প্রিয় বন্ধু ছিল, এমনকি কাজের সূত্রে শ্রীদেবীও খুব ভালো বন্ধু হয়ে উঠেছে। তাই কয়েক বছর যাবৎ দুই বন্ধুর সঙ্গে সময় কাটাতে খুবই সমস্যায় পড়েছিলাম। দুর্ভাগ্যবশত তারা কেউই আজ আমাদের মধ্যে নেই।’ দুই বন্ধুর সঙ্গেই থাকতে থাকতে শ্রীদেবী এবং মোনা উভয়েরই দৃষ্টিভঙ্গি এবং তাদের সমস্যাগুলোও ভালোভাবে বুঝতে শুরু করেছিলেন রবিনা। নৈতিক সমর্থন করতেন দুজনকেই। তাদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ না করেও দুর্দিনে মোনা-শ্রীদেবী দুজনেরই পাশে দাঁড়িয়েছিলেন তিনি বলে জানিয়েছেন রবিনা।