‘একরাত শুলেই মিলবে ছবি…’, কোন-কোন অভিনেত্রীর কাছে পৌঁছে যায় প্রস্তাব

Bollywood Controversy: সিনেদুনিয়ার অন্দরমহল নিয়ে বহু খবর নিত্যদিন চর্চায় উঠে আসে। এই জগতে যতটাই লাইম লাইটের হাতছানি রয়েছে, ঠিক ততটাই রয়েছে অন্ধকার। যার আঁচ বহু স্টারের গায়েই পৌঁছে যায়।

| Edited By: | Updated on: Dec 26, 2023 | 6:47 PM
বলিউডে কাস্টিং কাউচের শিকার কম বেশি অনেকেই। কেউ তা নিয়ে মুখ খুলেছেন, কেউ আবার মুখে এঁটেছেন কুলুপ। তবে বলিউডে এমন অনেক নামই বর্তমান যাঁদের কাছে পৌঁছিয়ে গিয়েছিল এই প্রস্তাব।

বলিউডে কাস্টিং কাউচের শিকার কম বেশি অনেকেই। কেউ তা নিয়ে মুখ খুলেছেন, কেউ আবার মুখে এঁটেছেন কুলুপ। তবে বলিউডে এমন অনেক নামই বর্তমান যাঁদের কাছে পৌঁছিয়ে গিয়েছিল এই প্রস্তাব।

1 / 8
শার্লিন চোপড়া--বলিউডে কান পাতলে শোনা যায় শার্লিনের কাছে  পৌঁছে গিয়েছিল বহু কুপ্রস্তাব। তবে তিনি প্রতিটা অফারই ফিরিয়েছিলেন।

শার্লিন চোপড়া--বলিউডে কান পাতলে শোনা যায় শার্লিনের কাছে পৌঁছে গিয়েছিল বহু কুপ্রস্তাব। তবে তিনি প্রতিটা অফারই ফিরিয়েছিলেন।

2 / 8
কঙ্গনা রানাওয়াত-- এমন প্রস্তাব পেয়েছিলেন তিনিও। কিন্তু কঙ্গনার কথায়, এমনটা হলে কি আদপে ছবি পাওয়া যায়? মোটেও নয়।

কঙ্গনা রানাওয়াত-- এমন প্রস্তাব পেয়েছিলেন তিনিও। কিন্তু কঙ্গনার কথায়, এমনটা হলে কি আদপে ছবি পাওয়া যায়? মোটেও নয়।

3 / 8
কল্কি কোয়েচলিন-- চরিত্রের জন্য অনেকেই আপোস করে থাকেন। কল্কিও করেছিলেন। যদিও সকলের মতো এড়িয়ে যাননি তিনি।

কল্কি কোয়েচলিন-- চরিত্রের জন্য অনেকেই আপোস করে থাকেন। কল্কিও করেছিলেন। যদিও সকলের মতো এড়িয়ে যাননি তিনি।

4 / 8
সানি লিওন- সানি লিওন, নীল ছবির দুনিয়া থেকে কেরিয়ার শুরু করেছিলেন। ফলে এক প্রযোজক সহজেই তাঁকে কুপ্রস্তাব দিয়ে বসেছিলেন। যদিও তিনি তা ফিরিয়ে দেন।

সানি লিওন- সানি লিওন, নীল ছবির দুনিয়া থেকে কেরিয়ার শুরু করেছিলেন। ফলে এক প্রযোজক সহজেই তাঁকে কুপ্রস্তাব দিয়ে বসেছিলেন। যদিও তিনি তা ফিরিয়ে দেন।

5 / 8
মমতা কুলকর্নি --রাজকুমার সন্তোষির বিরুদ্ধে উঠেছিল অভিযোগ। যখন দ্য চাইনা গেট ছবির শুট হচ্ছিল, তখনই নাকি তিনি মমতা কুলকার্নিকে কুপ্রস্তাব দিয়েছিলেন।

মমতা কুলকর্নি --রাজকুমার সন্তোষির বিরুদ্ধে উঠেছিল অভিযোগ। যখন দ্য চাইনা গেট ছবির শুট হচ্ছিল, তখনই নাকি তিনি মমতা কুলকার্নিকে কুপ্রস্তাব দিয়েছিলেন।

6 / 8
পায়েল রোহতগি-- বিগ বস ১১-তে বিস্ফোরখ খবর সামনে এসেছিল। পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায় নাকি নোংরা প্রস্তাব দিয়েছিলেন অভিনেত্রী পায়েল রোহতগি।

পায়েল রোহতগি-- বিগ বস ১১-তে বিস্ফোরখ খবর সামনে এসেছিল। পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায় নাকি নোংরা প্রস্তাব দিয়েছিলেন অভিনেত্রী পায়েল রোহতগি।

7 / 8
গীতিকা তিয়াগি-- কেরিয়ারের শুরুতেই বড় ধাক্কার মুখোমুখি হয়েছিলেন গীতিকা। জানিয়েছিলেন তিনি কুপ্রস্তাবের মুখোমুখি হয়েছিলেন।

গীতিকা তিয়াগি-- কেরিয়ারের শুরুতেই বড় ধাক্কার মুখোমুখি হয়েছিলেন গীতিকা। জানিয়েছিলেন তিনি কুপ্রস্তাবের মুখোমুখি হয়েছিলেন।

8 / 8
Follow Us: