Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দাউদ থেকে সালেম, গ্যাংস্টারের প্রেমই কাল! রঙিন দুনিয়া থেকে ‘গায়েব’ হন যে নায়িকারা

Bollywood Gangster: বিনোদন জগতে টাকা ঢালা মানেই নাকি সাদা টাকা কালো করা। এ কথার প্রচলন ইন্ডাস্ট্রিতে নতুন নয়। অতীত থেকে বর্তমানে এ হেন উদাহরণের সংখ্যা ভুরিভুরি।

| Updated on: May 26, 2024 | 3:03 PM
বিনোদন জগতে টাকা ঢালা মানেই নাকি সাদা টাকা কালো করা। এ কথার প্রচলন ইন্ডাস্ট্রিতে নতুন নয়। অতীত থেকে বর্তমানে এ হেন উদাহরণের সংখ্যা ভুরিভুরি।

বিনোদন জগতে টাকা ঢালা মানেই নাকি সাদা টাকা কালো করা। এ কথার প্রচলন ইন্ডাস্ট্রিতে নতুন নয়। অতীত থেকে বর্তমানে এ হেন উদাহরণের সংখ্যা ভুরিভুরি।

1 / 8
বলিউডে একটা সময় রাজত্ব ছিল দাউদ থেকে আবু সালেমের। প্রকাশ্যে হুমকি থেকে শুরু করে অভিনেত্রীদের সঙ্গে প্রেম--- তাঁদের তালিকার সংখ্যাটা নেহাত কম নয়।

বলিউডে একটা সময় রাজত্ব ছিল দাউদ থেকে আবু সালেমের। প্রকাশ্যে হুমকি থেকে শুরু করে অভিনেত্রীদের সঙ্গে প্রেম--- তাঁদের তালিকার সংখ্যাটা নেহাত কম নয়।

2 / 8
সব প্রেমই যে হয়েছে খুব মধুর এমনটা কিন্তু নয়, অনেক অভিনেত্রীই গ্যাংস্টারের প্রেমে পড়ে হারিয়ে গিয়েছেন চিরতরে। চিনে নেওয়া যাক এমনই কিছু নায়িকার অজানা কাহিনী।

সব প্রেমই যে হয়েছে খুব মধুর এমনটা কিন্তু নয়, অনেক অভিনেত্রীই গ্যাংস্টারের প্রেমে পড়ে হারিয়ে গিয়েছেন চিরতরে। চিনে নেওয়া যাক এমনই কিছু নায়িকার অজানা কাহিনী।

3 / 8
মময়া কুলকর্নিকে মনে আছে? ৯০ দশকের লাস্যময়ী নায়িকা ছিলেন তিনি। ১৯৯৩ সালে ডেবিউ হয়েছিল তাঁর। সে সময় বলিউডে চলছে মাফিয়ারাজ। মমতা প্রেমে পড়েন ছোটা রাজনের।তবে সেই প্রেম আচমকাই ভেঙে যায়। মমতাকেও আর দেখা যায় না বিনোদন জগতে। শোনা যায় পরবর্তীতে আর এক ড্রাগ মাফিয়া ভিকি গোস্বামীকে বিয়ে করেন।

মময়া কুলকর্নিকে মনে আছে? ৯০ দশকের লাস্যময়ী নায়িকা ছিলেন তিনি। ১৯৯৩ সালে ডেবিউ হয়েছিল তাঁর। সে সময় বলিউডে চলছে মাফিয়ারাজ। মমতা প্রেমে পড়েন ছোটা রাজনের।তবে সেই প্রেম আচমকাই ভেঙে যায়। মমতাকেও আর দেখা যায় না বিনোদন জগতে। শোনা যায় পরবর্তীতে আর এক ড্রাগ মাফিয়া ভিকি গোস্বামীকে বিয়ে করেন।

4 / 8
৮০ -র দশকের হট নায়িকা মন্দাকিনীকে কে না চেনেন? দাউদ ইব্রাহিমের সঙ্গে নাম জড়াতেই যদিও কেরিয়ারে নেমে আসে কালো ছায়া। মন্দাকিনীও হারিয়ে যান বিনোদন দুনিয়া থেকে।

৮০ -র দশকের হট নায়িকা মন্দাকিনীকে কে না চেনেন? দাউদ ইব্রাহিমের সঙ্গে নাম জড়াতেই যদিও কেরিয়ারে নেমে আসে কালো ছায়া। মন্দাকিনীও হারিয়ে যান বিনোদন দুনিয়া থেকে।

5 / 8
মনে আছে আবু সালেম ও মনিকা বেদীর সেই দুর্দান্ত প্রেমের কথা? আবুর প্রেমেই দেশত্যাগ পর্যন্ত করেছিলেন মনিকা। শোনা যায়, আবুকে বিয়ে করার জন্য নিজের ধর্ম পর্যন্ত পরিবর্তন করেন তিনি

মনে আছে আবু সালেম ও মনিকা বেদীর সেই দুর্দান্ত প্রেমের কথা? আবুর প্রেমেই দেশত্যাগ পর্যন্ত করেছিলেন মনিকা। শোনা যায়, আবুকে বিয়ে করার জন্য নিজের ধর্ম পর্যন্ত পরিবর্তন করেন তিনি

6 / 8
বিখ্যাত চলচ্চিত্র পরিচালক এক আসিফের মেয়ে হীনা কওসর প্রেমে পড়েন গ্যাংস্টার ইকবাল মিরচির। তাঁরা বিয়েও করেন। কিন্তু অভিনয় জগতে আর ফেরা হয়নি হীনার। ২০১৩তে মৃত্যু হয় ইকবালের। শেষ দিন পর্যন্ত তাঁর পাশেই ছিলেন হিনা।

বিখ্যাত চলচ্চিত্র পরিচালক এক আসিফের মেয়ে হীনা কওসর প্রেমে পড়েন গ্যাংস্টার ইকবাল মিরচির। তাঁরা বিয়েও করেন। কিন্তু অভিনয় জগতে আর ফেরা হয়নি হীনার। ২০১৩তে মৃত্যু হয় ইকবালের। শেষ দিন পর্যন্ত তাঁর পাশেই ছিলেন হিনা।

7 / 8
সুপার গ্যাংস্টার দাউদের প্রেমে পড়েছিলেন জ্যাসমিন ধুনার। আর তাঁর প্রেমে পড়াই হল কাল! 'ভিরানা'র সেই সুন্দরী ভূতের কেরিয়ার শেষ হয়ে যায় এই প্রেমে পড়েই।

সুপার গ্যাংস্টার দাউদের প্রেমে পড়েছিলেন জ্যাসমিন ধুনার। আর তাঁর প্রেমে পড়াই হল কাল! 'ভিরানা'র সেই সুন্দরী ভূতের কেরিয়ার শেষ হয়ে যায় এই প্রেমে পড়েই।

8 / 8
Follow Us: