Ranbir-Alia: দিনের সেরা কাজ করেছে রণবীর, খুব কিউট!: আলিয়া ভাট
মুম্বইয়ের প্যাপারাৎজ়ির প্রশ্নের উত্তরে রণবীর হাতের পিছনে দু'হাত তুলে নমস্কার জানিয়েছেন। হুবহু একই ভাবে, যেভাবে আলিয়াকে নমস্কার করতে দেখা যায় 'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি' ছবির ট্রেলারে।
আলিয়া ভাটের আসন্ন ছবি ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’র ট্রেলার দেখে কেমন লেগেছে তাঁর প্রেমিক রণবীর কাপুরের? মুম্বইয়ের প্যাপারাৎজ়ির প্রশ্নের উত্তরে রণবীর হাতের পিছনে দু’হাত তুলে নমস্কার জানিয়েছেন। হুবহু একই ভাবে, যেভাবে আলিয়াকে নমস্কার করতে দেখা যায় ছবির ট্রেলারে। আলিয়ার প্রতিক্রিয়া, “দিনের সেরা কাজ করেছে রণবীর। খুব কিউট!”
রণবীর কাপুর ‘সেরা বয়ফ্রেন্ড’। আলিয়া ভাট তেমনটাই মনে করেন। ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’র ট্রেলার মুক্তি পেয়েছে শুক্রবার (০৪.০২.২০২২)। সে সময় মুম্বইয়ে ছিলেন রণবীর। প্যাপারাৎজ়ি তাঁকে জিজ্ঞেসও করে, প্রেমিকার ছবির ট্রেলার তাঁর কেমন লেগেছে? উত্তরে রণবীর যা করেছেন, তা দেখে সকলেই অবাক। মাথার উপরে হাত তুলে নমস্কার জানিয়েছেন রণবীর। সেই একই পোজ়ে আলিয়াও নমস্কার জানিয়েছেন। ছবি দু’টি পাশে রেখে কোলাজ তৈরি করে আগেই ক্যাপশনে আলিয়া লিখেছেন, “সেরার সেরা বয়ফ্রেন্ড”!
ছবিতে গাঙ্গুবাঈর চরিত্রে দেখা যায় আলিয়াকে। বেশ শক্তিশালী নারী চরিত্র। ছবি সম্পর্কে TV9কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আলিয়া বলেছেন, “চ্যালেঞ্জিং চরিত্রে কষ্ট আসবে সেটা তো আমিও আশা করেছিলাম। আমি চেয়েছিলামও। একটা ঘটনা বলি, শেষের দিন একটা গান শুট হয়েছিল। সঞ্জয় স্যার বলে দিয়েছিলেন দু’মিনিটের গান, ‘আমি ক্যামেরা সরাব না’। যেমন আছে তেমন থাকবে। মনে হচ্ছিল যেন সাক্ষাৎ থিয়েটার। ক্যামেরার কোনও মুভমেন্ট নেই। ইমোশন থেকে সবকিছু ধরে রাখতে হচ্ছে, ওই একটা শটের মধ্যেই। ২০ বার টেক দিতে হয়েছিল গানটির জন্য।”
আলিয়ার পোস্টে মতামত প্রকাশ করেছিলেন রণবীরের মা নিতু কাপুর। লিখেছিলেন, “উফফ, অসাধারণ!” ২০২০ সালে একটি সাক্ষাৎকারে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেছিলেন আলিয়া ও রণবীর। আলিয়াকে নিজের প্রেমিকা/গার্লফ্রেন্ড বলেছিলেন রণবীর। বলেছিলেন, প্যান্ডেমিক না থাকলে বিয়ে করে নিতেন আলিয়া-রণবীর। তাঁকে আলিয়ার পোস্টেও মাঝেমধ্যেই দেখা যায়।
‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’র ট্রেলার মুক্তি পেয়েছে সম্প্রতি। সঞ্জয় লীলা ভনসালীর ছবিতে তাঁর ঝলক দেখে নানা মুনির নানা মত। সামনেই মুক্তি পাবে ছবিটি। প্রতিক্ষায় আলিয়ার পরবর্তী ছবি এস এস রাজামৌলির ‘আরআরআর’-এর মুক্তিও। আলিয়ার নিজের প্রযোজিত ‘ডার্লিংস’ ছবিটিও মুক্তির অপেক্ষায়। ফারহান আখতারের ‘জি লে জ়ারা’ ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া ও ক্যাটরিনা কাইফের সঙ্গে এই প্রথম কাজ করবেন আলিয়া। করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তেও কাজ করেছেন রণবীর সিংয়ের সঙ্গে।
অন্যদিকে বয়ফ্রেন্ড রণবীর কাপুরের সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতেও কাজ করেছেন আলিয়া। রণবীর কাজ করেছেন ‘শমশেরা’ ছবিতে। সেখানে বাণী কাপুরের সঙ্গে অভিনয় করেছেন তিনি। রয়েছেন সঞ্জয় দত্তও। সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে ‘অ্যানিমেল’-এ কাজ করেছেন রণবীর।
আরও পড়ুন: Shahrukh Khan-Rajkumar Hirani Film: শাহরুখ অবৈধ প্রবাসী! রাজকুমারের গল্পে কি এমনই চরিত্রে কিং খান?
আরও পড়ুন: Kareena-Saif-Taimur: এই দুই ব্যক্তির সঙ্গে জমিয়ে প্রেম দিবস কাটাচ্ছেন করিনা
আরও পড়ুন: Love Hostel: বাড়ির অমতে বিয়ে করে বিপদে পড়েছেন বিক্রান্ত মাসি!