অমিতাভ বচ্চন, বর্তমানে যাঁকে নিয়ে ভক্ত মনে উদ্বেগ তুঙ্গে। শুটিং সেটে আহত হয়ে দিনের পর দিন বাড়িতেই কাটছে তাঁর। তবে অবসর নেই ভক্তদের সঙ্গে যোগাযোগের। সেক্ষেত্রে বারে বারে অভিনেতা তাঁর ব্লগের মাধ্যমে নানা প্রসঙ্গে মন্তব্য করে চলেছেন। কখনও বিষয় হয়ে উঠছে তাঁর শারীরিক অসুস্থতা, কখনও আবার তাঁর লেখার বিষয় হয়ে দাঁড়াচ্ছে অতীতের কোনও ঘটনা। সব মিলিয়ে অমিতাভ বচ্চন এখন মাঝে মধ্যেই যে কলম ধরছেন তা নিয়ে বেশ উৎসাহী ভক্তরা। তবে একটা সময় এই ব্লগ নিয়েই তাঁকে আক্ষেপ প্রকাশ করতে দেখা গিয়েছিল। তাঁর ব্লগের ভিউ কমে যাচ্ছিল। তিনি সাফ জানিয়েছিলেন, তিনি আর লিখবেন না। লেখা পড়ার মানসিকতা কমে যাচ্ছে। ঝড়ের গতিতে ভাইরাল সেই খবর। তবে বর্তমানে আবারও কলম ধরে বেজায় খুশি অমিতাভ। কোনও রটনা নয়। নিজের সমস্ত খবর নিজেই দিয়ে থাকেন তিনি। যার ফলে ভক্তরাও প্রতিটা পলকে নজর রেখে চলেছেন এই ব্লগে।
তবে এবার ব্লগেই রবিবার জলসার সামনে সাক্ষাৎ নিয়ে একটি বার্তা দিলেন অমিতাভ বচ্চন। রবিবার যেন কেউ জলসার সামনে না আসেন। সাফ জানিয়ে দিলেন অমিতাভ বচ্চন। কিছুদিন আগেই মিলেছিল খবর, কাজ চলছে জলসায়। বাড়ানো হচ্ছে ফ্লোর। এই কাজের জন্য কেবল রবিবারই অনুমতী পাওয়া গিয়েছে। তাই রবিবার সারাদিন সেখানে চলবে কাজ। তবে বিকেলে কাজ শেষ হয়ে যাওয়ার কথা। তিনি ফিরেও আসবেন। তবে সেক্ষেত্রে সঠিক সময় তিনি আসতে নাও পারেন। ফিরে দেখা করতেও নাই পারেন। ফলে ভক্তদের তিনি সতর্ক করলেন রবিবার জলসা থেকে দূরেই থাকতে।
গত একমাসে ভক্তরা বেজায় চিন্তায় ছিলেন অমিতাভ বচ্চনকে নিয়ে। শুটিং সেটে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। অমিতাভ সেই ঝড় কাটিয়ে উঠেছেন এতদিনে। শুধু তাই নয়, শুটিং সেটে ফেরার সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন। নিজেই ব্লগে ভক্তদের উদ্দেশে জানান, শরীর সুস্থ করে তোলার চাহিদা ছিল, শ্রম ছিল। যেটা সম্ভব হয়েছে তাঁর পরিবারের সকলের যত্ন ও ভালবাসার জন্য।