Anupam Kher: ‘… ওদের সজোরে এক চড়’, ‘দ্য কাশ্মীর ফাইলস’ প্রসঙ্গে চাঁচাছোলা অনুপম খের

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jan 15, 2023 | 8:44 AM

The Kashmir Files: গত বছর ১১ মার্চ ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পায় বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’। তার আগে মার্কিন মুলুকে মুক্তি পায় এই ছবি। সেখানে ছবি মুক্তির সময় বিবেক হুমকি পেয়েছিলেন।

Anupam Kher: ... ওদের সজোরে এক চড়, দ্য কাশ্মীর ফাইলস প্রসঙ্গে চাঁচাছোলা অনুপম খের
অনুপম খের

Follow Us

অস্কারের আরও এক ধাপ কাছে পৌঁছেছে বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’। চূড়ান্ত মনোনয়ন না পেলেও প্রাথমিক মনোনয়নে নির্বাচিত হয়েছে এই ছবি। ছবির সাফল্য বিবেক যেমন উচ্ছ্বসিত ঠিক একই ভাবে উচ্ছ্বসিত ছবির অন্যতম প্রধান অভিনেতা অনুপম খের। যে বা যারা ছবিটিকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেছিলেন, এই সাফল্য তাঁদের জন্য সপাটে চড় বলেই মনে করছেন তিনি। অনুপমের কথায়, “আমরা শর্টলিস্টেড হয়েছি। এখনও চূড়ান্ত মনোনয়ন হয়নি। হাজার মাইল যাত্রাপথের এ এক প্রথম ধাপ। ভীষণ ভীষণ ভাল লাগছে। কারণ ,এটি তো শুধু এক ছবি নয়, আমার কাছে এই ছবির বিষয় অত্যন্ত ব্যক্তিগত।” এখানেই থামেননি তিনি। আরও যোগ করেন, “শর্টলিস্টেড হয়েও কিন্তু আমি দারুণ আনন্দিত। এক বড় স্বপ্নের শুরু এখান থেকেই। এক ছোট শহর থেকে উঠে আসা মানুষ আমি। বম্বে এসেছিলাম স্বপ্ন নিয়ে। তাঁর কাছে এই অনুভূতি দারুণ।” এমনকি যারা এই ছবিকে উদ্দেশ্যমূলক হিংসে ছড়ানোর হাতিয়ার বলেছিলেন এই সাফল্য তাঁদেরও অনেক প্রশ্নের উত্তর দিয়েছে বলে মনে করছেন প্রবীণ অভিনেতা। তবে শুধু ‘দ্য কাশ্মীর ফাইলস’-ই নয়, অস্কারের এই দৌড়ে রয়েছে আরও বেশ কিছু ভারতীয় ছবি। এর মধ্যে রয়েছে, ‘আরআরআর’, ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’, ‘কান্তারা’, ‘চেলো শো’সহ অন্যান্য। আগামী ২৪ জানুয়ারি চুড়ান্ত মনোনয়ন প্রকাশের দিন।

গত বছর ১১ মার্চ ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পায় বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’। তার আগে মার্কিন মুলুকে মুক্তি পায় এই ছবি। সেখানে ছবি মুক্তির সময় বিবেক হুমকি পেয়েছিলেন। ভারতেও ছবির মুক্তির সময় তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে দাবি করেছিলেন পরিচালক। তবে ছবিটি বক্স অফিসে বেশ সাফল্য লাভ করেছিল। ১৯৯০ সালে কাশ্মীরি পণ্ডিতদের উপর অত্যাচারের কাহিনি এই ছবিতে তুলে ধরেছিলেন বিবেক। সেই সঙ্গে তুলে ধরেছিলেন ওই সময়ের রাজনৈতিক এবং আর্থ-সামাজিক পরিকাঠামোকেও।

Next Article