জওয়ান ছবি ঘিরে বছরে প্রথম থেকেই ভক্ততে উত্তেজনার পারদ তুঙ্গে। পাঠান ছবির পর আরও একবার অ্যাকশন লুকে ধরা দিতে চলেছেন কিং খান। ছবির শুটিং-ও দস্তুর মত করে চলেছেন তিনি। তবে এ কি! লুক থেকে শুরু করে সেটের ভেতরের ভিডিয়ো সবই কীভাবে যেন ভাইরাল হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। একাধিকবার এই নিয়ে সতর্ক করা হয়েছে নেটিজেনদের। শেয়ার করা যাবে না? জাওয়ান ছবির কোন ভিডিও কিংবা কোন ক্লিপিং কিংবা কোন ছবি। তবে কে কার কথা শোনে! শাহরুখ খানকে দেখার লোক সামলাতে পারছেন না কেউই। ফলে যেখানে যে সুযোগই আসুক না কেন তা হাতছাড়া করতে নারাজ ভক্তরা।
ছিটে ফোটা ঝলক মিললেও তা পলকে নেটো পাড়ায় ট্রেন্ডিংয়ে স্থান করে নিচ্ছে। আর এতেই বিপত্তি। নির্দেশ মিলে ছিল জাওয়ান ছবির কোন লুক ভিডিয়ো শেয়ার করা যাবে না। এবার আসল কালপিট কে, ধরতে করা নির্দেশ এল টুইটারের কাছে। ঠিক কে বা কারা এই ছবি বা ভিডিও ভাইরাল করেছে বা প্রথমবার পোস্ট করেছে তাদের নামের তালিকা চেয়ে পাঠাল এবার দিল্লি হাইকোর্ট। এই ছবির শুট থেকে যে বা যারা এই কাজ করেছে এবার উপযুক্ত শাস্তি দেওয়া হবে তাঁদের।
প্রসঙ্গত, ভক্তদের অপেক্ষাকে আরও একটু বাড়িয়ে দিলেন বাদশাহ। জানিয়ে দিলেন ‘জওয়ান’ -এর মুক্তির দিন। আগামী ৭ সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে শাহরুখের বহু প্রতীক্ষিত ছবি ‘জওয়ান।’ সোশ্যাল মিডিয়ায় ছবির মোশন পোস্টার শেয়ার করে কিং খান নিজেই জানিয়ে দিলেন মুক্তির দিন। এটিই তাঁর প্রথম প্যান ইন্ডিয়া ছবি। হিন্দি, তামিল ও তেলেগু মোট তিনটি ভাষায় দর্শকের সামনে আসছে ‘জওয়ান।’ স্থির হয়েছিল, আগামী ২ জুন ছবি মুক্তি পাবে। সেই মতোই দিন গোনা শুরু করেছিলেন ভক্তরা। তাঁদের অপেক্ষাকে আরও একটু জিইয়ে রাখল প্রযোজনা সংস্থা। আরও ৩ মাস পিছিয়ে গেল ছবির মুক্তির তারিখ। তবে দিন কয়েক আগে এ-ও শোনা গিয়েছিল, ছবির পোস্ট প্রোডাকশনের কাজ এখনও শেষ হয়নি। ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবি।