Dhamendra Hospitalised: হাসপাতালে ভর্তি ধর্মেন্দ্র, ছিলেন আইসিইউতে; এখন কেমন আছেন তিনি?
Dharmendra Hospitalised: সূত্র বলছে, "ধর্মেন্দ্রজির পিঠে একটি সমস্যা হয়েছিল। তাই তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। ছিলেন আইসিইউতে।"
বয়স হয়েছে ৮৬। এখনও জিমে কসরত করতে যান। সাইক্লিং করেন দ্রুত পা চালিয়ে। গত সপ্তাহে দক্ষিণ মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছিল। তিনি আইসিইউতে ভর্তিও ছিলেন। কিছুক্ষণ আগে পাওয়া খবর অনুযায়ী তাঁকে আইসিইউ থেকে সরিয়ে আনা হয়েছে। আজ রবিবার (১ মে) ধর্মেন্দ্রর পুত্র অভিনেতা সানি দেওল বাবার সঙ্গে হাসপাতালে দেখা করতে যান। তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ সময়ও কাটান তিনি। সূত্র মারফত জানা গিয়েছে, “ধর্মেন্দ্র এখন অনেকটাই ভাল আছেন। তাঁর স্বাস্থ্যের হালহকিকত ২৪ ঘণ্টা ডাক্তারদের নজরদারিতে।”
আরও একটি সূত্র বলছে, “ধর্মেন্দ্রজির পিঠে একটি সমস্যা হয়েছিল। সেই কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করে পরিবার। কিন্তু এখন তিনি বেশ ভালই আছেন। চিন্তার কোনও কারণ নেই। সব ঠিক থাকলে আজ রাতেও তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে।”
সম্প্রতি করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে অভিনয় করেছেন ধর্মেন্দ্র। তাঁর সঙ্গে সেই ছবিতে অভিনয় করছেন আলিয়া ভাট, রণবীর সিং, জয়া বচ্চন, শাবানা আজ়মি ও বাংলার চূর্ণী গঙ্গোপাধ্যায়, টোটা রায়চৌধুরী। ১৯৭৫ সালে ‘শোলে’ ছবিতে অভিনয় করার ৪৮ বছর পর জয়ার সঙ্গে ফের স্ক্রিন শেয়ার করলেন ধর্মেন্দ্র। খুব বেশি না হলেও মাঝেমধ্যে অভিনয় করেন বলিউডের এই সুপার স্টার।
পুত্র সানি ও ববি দেওলের সঙ্গে ‘আপনে ২’ ছবিতেও সম্প্রতি অভিনয় করেছেন ধর্মেন্দ্র। নাতি করণ দেওলও সেই ছবিতে রয়েছেন।
আরও পড়ুন: Rakhi Sawant: পাঁজর থেকে স্বামী রিতেশের ট্যাটু শেষমেশ মুছলেন রাখি, বললেন, ‘আমি পাগল ছিলাম…’