Kiara Controversy: ‘বিয়ের পরও এটা করতে পারলেন?’ ট্রোলে বিদ্ধস্ত কিয়ারার চোখ খোলালেন সিদ্ধার্থ

Gossip: 'সত্য প্রেম কি কথা' ছবি মুক্তি পাওয়ার পর সেই কটাক্ষ সহ্যের সীমা অতিক্রম করে জুটির। কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রা যেভাবে বিয়ের পিঁড়িতে বসেছিলেন, ঠিক একই দৃশ্য দেখা যায় পর্দায়।

Kiara Controversy: 'বিয়ের পরও এটা করতে পারলেন?' ট্রোলে বিদ্ধস্ত কিয়ারার চোখ খোলালেন সিদ্ধার্থ
Follow Us:
| Edited By: | Updated on: Jul 18, 2023 | 1:38 PM

গত এক বছর ধরে সম্পর্ক নিয়ে নানা জটিলতার মুখোমুখি হয়েছেন কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রা। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছেন তাঁরা সোশ্যাল মিডিয়ায়। টানা দুই বছর ধরে প্রেম করেছেন এই জুটি। যদিও মাঝে কার্তিক আরিয়ানের সঙ্গে নাম জড়িয়েছিল তাঁর। তবে থেকেই কার্তিক ও কিয়ারাকে নিয়ে বিভিন্ন মহলে জলঘোলা হয়ে থাকে। তবে ‘সত্য প্রেম কি কথা’ ছবি মুক্তি পাওয়ার পর সেই কটাক্ষ সহ্যের সীমা অতিক্রম করে জুটির। কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রা যেভাবে বিয়ের পিঁড়িতে বসেছিলেন, ঠিক একই দৃশ্য দেখা যায় পর্দায়। তবে সিদ্ধার্থের জায়গায় কার্তিক আরিয়ান। এই দৃশ্য দেখা মাত্রই রে রে করে ওঠে নেট দুনিয়া। সকলের মনে একটাই প্রশ্ন, বিবাহিত হয়ে তিনি কীভাবে এটা করতে পারলেন? যে প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে, তা নিয়ে রীতিমত নাজেহাল হতে দেখা যায় কিয়ারা আডবাণীকে।

ট্রোলিং কম বেশি প্রতিটা সেলেবকেই কখনও না কখনও অস্বস্তিতে ফেলেছে। এক্ষেত্রে কিয়ার আডবাণীর পরিস্থিতিও ঠিক তেমনটাই হয়েছিল। ঠিক সেই সময় তাঁর পাশে দাঁড়ান সিদ্ধার্থ মালহোত্রা। তিনি এই বিষয়টাকে বিন্দুমাত্র পাত্তা দিতে রাজি ছিলেন না। কিয়ারার পরিস্থিতি দেখে তিনি বলেছিলেন, ”দেখ, খারাপ মন্তব্য সর্বত্র থাকবে। কিন্তু তুমি যদি এই বিষয়টাকে এতটা গুরুত্ব দিয়ে বাড়িতে বসে কাঁদতে থাকবে, কী হয়েছে তোমার ?”

সিদ্ধার্থের এই কথা শোনার পর কিয়ারার চিন্তা ভাবনা পাল্টে যায়। তিনি ভাবেন, ”যাঁকে নিয়ে চর্চা তিনি যখন এই বিষয়টাকে গুরুত্ব দিতে চাইছেন না, তখন আমি কেন দেব?” এরপরই সবটা খুব সহজ হাতে সামলাতে শুরু করেন কিয়ারা আডবাণী, বর্তমানে তিনি সেই শোক ঝেড়ে নতুন করে সবটা শুরু করার পরিকল্পনা করছে। বর্তমানে কিয়ারা আডবাণীর হাতে একগুচ্ছ ছবির প্রস্তাব। তবে ওয়ার ২ ছবিতে যে তিনি কাজ করছেন না, তা স্পষ্ট করে দিয়েছেন।