Katrina-Kabir: ‘বন্ধুর থেকেও বেশি ক্যাটরিনা…’, অবশেষে এত দিনের প্রশ্নের উত্তর দিলেন কবীর

Katrina-Kabir: কবীর খান ও ক্যাটরনা কাইফের মিষ্টি সম্পর্কে সমীকরণ কারও অজানা নয়। কতটা কাছের ক্যাটরিনা?

Katrina-Kabir: 'বন্ধুর থেকেও বেশি ক্যাটরিনা...', অবশেষে এত দিনের প্রশ্নের উত্তর দিলেন কবীর
কবীর-ক্যাটরিনা।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 09, 2023 | 1:13 PM

কবীর খান ও ক্যাটরনা কাইফের মিষ্টি সম্পর্কে সমীকরণ কারও অজানা নয়। কতটা কাছের ক্যাটরিনা? বহু সাক্ষাৎকারেই এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। অবশেষে এই প্রশ্নেরই উত্তর দিলেন কবীর। তিনি সাফ জানিয়েছেন তাঁর কাছে, বন্ধুর থেকেও বেশি ক্যাটরিনা। তাঁর কথায়, “ক্যাটরিনা এই মুহূর্তে বন্ধুর থেকেও বেশি। ও বলতে গেলে পরিবার। একসঙ্গে মাত্র তিনটে ছবি করেছি। কিন্তু অনেকটা সময় একসঙ্গে কাটিয়েছি আমরা। এখন ও ভিকিকে বিয়ে করেছে। ভিকিও আমার পরিবারেরই অংশ। ভিকির বাবা শাম কৌশলের সঙ্গে আমি ছয়টি ছবিতে কাজ করেছি (ভিকির বাবা একজন স্বনামধন্য স্টান্ট পরিচালক)। এমনকি আমার প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ফরগটন আর্মি’তেও ভিকির ভাই সানি অভিনয় করে। তাই ক্যাটরিনাকে পরিবার বলা ছাড়া আর কোনও উপায় নেই।”

এই মুহূর্তে ভিকি কৌশলের সঙ্গে ‘হ্যাপিলি ম্যারেড’ ক্যাটরিনা কাইফ। কীভাবে আলাপ হয়েছিল তাঁর সঙ্গে? ২০১৮ সাল। মুক্তি প্রায় ভিকি কৌশলের ছবি ‘মনমারজিয়া’। ওই ছবির ট্রেলারে ভিকিকে দেখেই মুগ্ধ হন ক্যাটরিনা। তাঁর কথায়, “আমার মনে আছে প্রযোজক আনন্দ এল রাই আমায় ‘মনমারজিয়া’ ছবির একটি প্রোমো দেখিয়েছিলেন। আমি দেখেই তাঁকে জিজ্ঞাসা করি ‘এই ছেলেটি কে’? আমি দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এত সাবলীন একজন অভিনেতা। এত নিখুঁত একজন মানুষ।” ইন্ডাস্ট্রিতে বহুদিন কাটান ক্যাটরিনা বুঝেছিলেন ভিকির মধ্যে ট্যালেন্ট রয়েছে। এরপর যে কোথা থেকে কী হয়ে গেল, তা তাঁরা নিজেরাই জানেন না।

যদিও সম্পর্কের শুরু থেকেই ভয়ানক ট্রোলের মুখোমুখি হতে হয়েছিল তাঁদের। বয়সে ও কেরিয়ারের দিক দিয়ে ক্যাটরিনা ভিকির থেকে প্রতিষ্ঠিত। অনেকেই বলেছিলেন, এ প্রেম টিকবে না। কিন্তু প্রেম টিকিয়ে ২০২১ সালের ডিসেম্বর মাসে বিয়ে করেন তাঁরা। আপাতত কাজ ও প্রেম নিয়ে ভালই আছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। পাশে রয়েছেন কবীর খান ও মিনি মাথুরের মতো বন্ধুরা।