Bollywood Jodi: ‘শরীরের টানেই কি ফিরে আসা’! সিদ্ধার্থকে কাছে পেয়েই গভীর চুম্বনে ডুব কিয়ারার

Bollywood Love: বিষয়টা ঠিক কেমন হল! সিদ্ধার্থকে চোখের সামনে দেখেই নিজেকে ধরে রাখতে পারলেন না কিয়ারা। জড়়িয়ে ধরলেন, মজলেন গভীর চুম্বনেও।

| Edited By: | Updated on: May 26, 2022 | 8:46 AM
২০১৪ সালে বলিউডে প্রথম হাতেখড়ি হয়েছিল কিয়ারা আডবাণীর। এখনও পর্যন্ত ৮৮০ কোটি টাকা আয় করেছে তাঁর ছবি। ফলে ১০০০ কোটি হতে খুব বেশি দেরি নেই। এখনও পর্যন্ত কবীর সিং ছবি সর্বাধিক আয় করেছে বক্স অফিসে।

২০১৪ সালে বলিউডে প্রথম হাতেখড়ি হয়েছিল কিয়ারা আডবাণীর। এখনও পর্যন্ত ৮৮০ কোটি টাকা আয় করেছে তাঁর ছবি। ফলে ১০০০ কোটি হতে খুব বেশি দেরি নেই। এখনও পর্যন্ত কবীর সিং ছবি সর্বাধিক আয় করেছে বক্স অফিসে।

1 / 6
যবে থেকে তিনি বি-টাউনে কাজ করা শুরু করেছেন, তবে থেকেই একের পর এক ছবির কাজ আসতে থাকছে তাঁর কাছে। যার ফলে বিন্দুমাত্র বিশ্রাম নেওয়ার সময়টাও নেই তাঁর। একটা কাজ শেষ করেই ছুটতে হচ্ছে অপর ছবির সেটে।

যবে থেকে তিনি বি-টাউনে কাজ করা শুরু করেছেন, তবে থেকেই একের পর এক ছবির কাজ আসতে থাকছে তাঁর কাছে। যার ফলে বিন্দুমাত্র বিশ্রাম নেওয়ার সময়টাও নেই তাঁর। একটা কাজ শেষ করেই ছুটতে হচ্ছে অপর ছবির সেটে।

2 / 6
বলিউডে আসার আগে কিয়ারা মায়ের সঙ্গে একটি ডিল করেছিলেন। অভিনয় নিয়ে পরিবার থেকে ছিল না কোনও আপত্তি। তবে মায়ের ছিল একটি শর্ত। কিয়ারা ড্রপ আউট করতে পারবেন না। তাই কলেজ শেষ করেই কেরিয়ারে মন দিয়েছিলেন কিয়ারা।

বলিউডে আসার আগে কিয়ারা মায়ের সঙ্গে একটি ডিল করেছিলেন। অভিনয় নিয়ে পরিবার থেকে ছিল না কোনও আপত্তি। তবে মায়ের ছিল একটি শর্ত। কিয়ারা ড্রপ আউট করতে পারবেন না। তাই কলেজ শেষ করেই কেরিয়ারে মন দিয়েছিলেন কিয়ারা।

3 / 6
যদিও ভুল ভুলাইয়া ২ ছবির শুট করতে গিয়ে কিয়ারা জানিয়েছিলেন তিনি এই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন। কেরিয়ারেই মন দিতে চান। কার্তিককে নিয়ে ক্ষণিকের জল্পনা ঝড় তুললেও তা যে বাস্তব নয়, প্রমাণ মিলেছিল তারও।

যদিও ভুল ভুলাইয়া ২ ছবির শুট করতে গিয়ে কিয়ারা জানিয়েছিলেন তিনি এই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন। কেরিয়ারেই মন দিতে চান। কার্তিককে নিয়ে ক্ষণিকের জল্পনা ঝড় তুললেও তা যে বাস্তব নয়, প্রমাণ মিলেছিল তারও।

4 / 6
মুহূর্তে করণ পাল্টা প্রতিক্রিয়া দিয়ে বসেন। যদিও তা নিয়ে খুব চর্চা না হলেও সিদ্ধার্থের উত্তরে যে স্পষ্ট হ্যাঁ বা না ছিল না, তা নজর কাড়ে। তবে কি এখনও সেই পর্যায় পৌঁছায়নি তাঁদের সম্পর্ক!

মুহূর্তে করণ পাল্টা প্রতিক্রিয়া দিয়ে বসেন। যদিও তা নিয়ে খুব চর্চা না হলেও সিদ্ধার্থের উত্তরে যে স্পষ্ট হ্যাঁ বা না ছিল না, তা নজর কাড়ে। তবে কি এখনও সেই পর্যায় পৌঁছায়নি তাঁদের সম্পর্ক!

5 / 6
বলিউডে পা রাখার পর থেকেই বিভিন্ন সম্পর্কে নাম জড়িয়েছে সিদ্ধার্থ মালহোত্রার। তবে কিয়ারা আডবানীর সঙ্গে তাঁর সম্পর্কের জল্পনা প্রায় তিন বছর ধরেই তুঙ্গে।

বলিউডে পা রাখার পর থেকেই বিভিন্ন সম্পর্কে নাম জড়িয়েছে সিদ্ধার্থ মালহোত্রার। তবে কিয়ারা আডবানীর সঙ্গে তাঁর সম্পর্কের জল্পনা প্রায় তিন বছর ধরেই তুঙ্গে।

6 / 6
Follow Us: