AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আন্তর্জাতিক যৌনকর্মী অধিকার দিবসে ফিরে দেখা তেমনই কিছু বলিউডি চরিত্র

৩ মার্চ আন্তর্জাতিক যৌনকর্মী অধিকার দিবস। বিগত কয়েক বছরে যৌনকর্মীর চরিত্রে বিভিন্ন সময়ে বিভিন্ন অভিনেতাকে বড়পর্দায় দেখেছে দর্শক। যার মধ্যে বেশ কিছু চরিত্র দর্শক এবং সমালোচকমহলে কুড়িয়েছে ভূয়ষী প্রশংসা।

| Edited By: | Updated on: Mar 04, 2021 | 5:36 PM
Share
২০১৭-এ মুক্তি পায় সৃজিত মুকোপাধ্যায় পরিচালিত বিদ্যা বালান অভিনীত ছবি 'বেগমজান'। ছবিতে যৌন কর্মীর চরিত্রে তাঁর অভিনয় দর্শকমহলে কুড়োয় ভূয়ষী প্রশংয়া।

২০১৭-এ মুক্তি পায় সৃজিত মুকোপাধ্যায় পরিচালিত বিদ্যা বালান অভিনীত ছবি 'বেগমজান'। ছবিতে যৌন কর্মীর চরিত্রে তাঁর অভিনয় দর্শকমহলে কুড়োয় ভূয়ষী প্রশংয়া।

1 / 9
২০০৩ এবং ২০১২-এ মুক্তি পায় করিনা কাপুর অভিনীত ছবি 'চামেলি' ও 'তলাশ'। দুই ছবিতেই একজন যৌনকর্মীর চরিত্রে করিনার সাবলীল অভিনয় মুগ্ধ করে দর্শকদের।

২০০৩ এবং ২০১২-এ মুক্তি পায় করিনা কাপুর অভিনীত ছবি 'চামেলি' ও 'তলাশ'। দুই ছবিতেই একজন যৌনকর্মীর চরিত্রে করিনার সাবলীল অভিনয় মুগ্ধ করে দর্শকদের।

2 / 9
২০০১-এ মুক্তি পায় মধুর ভান্ডরকর পরিচালিত তব্বু অভিনীত ছবি 'চাঁদনী বার'। যে ছবিতে  বার ডান্সার থেকে এক যৌন কর্মী এবংতাঁর  সমাজের মূলস্রোতে ফিরে আসার গল্পে মুমতাজ চরিত্রে তব্বুর অভিনয় বেশ প্রশংসিত হয়।

২০০১-এ মুক্তি পায় মধুর ভান্ডরকর পরিচালিত তব্বু অভিনীত ছবি 'চাঁদনী বার'। যে ছবিতে বার ডান্সার থেকে এক যৌন কর্মী এবংতাঁর সমাজের মূলস্রোতে ফিরে আসার গল্পে মুমতাজ চরিত্রে তব্বুর অভিনয় বেশ প্রশংসিত হয়।

3 / 9
২০০৭-এ মুক্তি পায় প্রদীপ সরকার পরিচালিত রাণী মুখোপাধ্যায় অভিনীত ছবি'লাগা চুনরি মে দাগ'। এসকর্টের চরিত্রে রাণীর অভিনয় নজর কাড়ে দর্শকদের।

২০০৭-এ মুক্তি পায় প্রদীপ সরকার পরিচালিত রাণী মুখোপাধ্যায় অভিনীত ছবি'লাগা চুনরি মে দাগ'। এসকর্টের চরিত্রে রাণীর অভিনয় নজর কাড়ে দর্শকদের।

4 / 9
২00৬-এ মুক্তি পায় কল্পনা লাজমী পরিচালিত সুস্মিতা সেন পরিচালিত ছবি 'চিঙ্গারি'। বাসন্তী এক যৌনকর্মীর চরিত্রে সুস্মিতাকে একদম অন্যভাবে পায় দর্শক

২00৬-এ মুক্তি পায় কল্পনা লাজমী পরিচালিত সুস্মিতা সেন পরিচালিত ছবি 'চিঙ্গারি'। বাসন্তী এক যৌনকর্মীর চরিত্রে সুস্মিতাকে একদম অন্যভাবে পায় দর্শক

5 / 9
২০০৪-এ মুক্তি পায় নেহা ধুপিয়া অভিনীত ছবি 'জুলি'। সাহসী অবতারে নেহার বড়পর্দায় অভিনয় বেশ প্রশংসিত হয়।

২০০৪-এ মুক্তি পায় নেহা ধুপিয়া অভিনীত ছবি 'জুলি'। সাহসী অবতারে নেহার বড়পর্দায় অভিনয় বেশ প্রশংসিত হয়।

6 / 9
২০১৫-এ মুক্তি পায় শ্রীরাম রাঘবন পরিচালিত হুমা কুরেশি অভিনীত ছবি 'বদলাপুর'। ছবিতে খুব কম সময়ের জন্য দেখা গেলেও ঝিমলি চরিত্রটি বেশ চর্চিত হয়।

২০১৫-এ মুক্তি পায় শ্রীরাম রাঘবন পরিচালিত হুমা কুরেশি অভিনীত ছবি 'বদলাপুর'। ছবিতে খুব কম সময়ের জন্য দেখা গেলেও ঝিমলি চরিত্রটি বেশ চর্চিত হয়।

7 / 9
২০০৯-এ মুক্তি পায় অনুরাগ কাশ্যপ পরিচালিত   কাল্কি কেকল্যাঁ অভিনীত ছবি 'ডেভ ডি'। যে ছবিতে কাল্কি অভিনীত 'লেনী' চরিত্র পায় বিপুল জনপ্রিয়তা।

২০০৯-এ মুক্তি পায় অনুরাগ কাশ্যপ পরিচালিত কাল্কি কেকল্যাঁ অভিনীত ছবি 'ডেভ ডি'। যে ছবিতে কাল্কি অভিনীত 'লেনী' চরিত্র পায় বিপুল জনপ্রিয়তা।

8 / 9
২০১৪-এ মুক্তি পায় মোনালি ঠাকুর অভিনীত ছবি 'লক্ষ্মী'। এক ১৪ বছরের মেয়ে পরিস্থির চাপে পড়ে বাধ্য হয়ে যৌন পেশার সঙ্গে যুক্ত হয়। যে চরিত্রে দর্শকরা পেয় মোনালিকে।

২০১৪-এ মুক্তি পায় মোনালি ঠাকুর অভিনীত ছবি 'লক্ষ্মী'। এক ১৪ বছরের মেয়ে পরিস্থির চাপে পড়ে বাধ্য হয়ে যৌন পেশার সঙ্গে যুক্ত হয়। যে চরিত্রে দর্শকরা পেয় মোনালিকে।

9 / 9
দুর্নীতির জেরে চাকরি বাতিল, আবার কোর্টে গেল রাজ্য
দুর্নীতির জেরে চাকরি বাতিল, আবার কোর্টে গেল রাজ্য
গ্রেফতার BJP সমর্থক, নিজের বাড়ির সামনে TMC-কে নিয়ে কী লিখেছিলেন?
গ্রেফতার BJP সমর্থক, নিজের বাড়ির সামনে TMC-কে নিয়ে কী লিখেছিলেন?
যৌনশক্তি আছে কি না, সেই পরীক্ষাই হয়নি! সাজার পর কী দাবি অভিযুক্তদের
যৌনশক্তি আছে কি না, সেই পরীক্ষাই হয়নি! সাজার পর কী দাবি অভিযুক্তদের
হুমায়ুনের হুঙ্কার, নতুন দল গড়েই কী চ্যালেঞ্জ দিলেন?
হুমায়ুনের হুঙ্কার, নতুন দল গড়েই কী চ্যালেঞ্জ দিলেন?
১ লক্ষ মতুয়ার নাম বাদ গেলেও লাভ দেখছেন শান্তনু, কেন?
১ লক্ষ মতুয়ার নাম বাদ গেলেও লাভ দেখছেন শান্তনু, কেন?
প্রশান্ত বর্মণের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিধাননগর গোয়েন্দা শাখার, কী করল?
প্রশান্ত বর্মণের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিধাননগর গোয়েন্দা শাখার, কী করল?
লগ্নজিতা-হেনস্থা তদন্তে 'বাড়াবাড়ি' দেখছেন TMC-র হুমায়ুন, কী লিখলেন?
লগ্নজিতা-হেনস্থা তদন্তে 'বাড়াবাড়ি' দেখছেন TMC-র হুমায়ুন, কী লিখলেন?
ভারতীয় হাইকমিশনারকে তলব বাংলাদেশের, কারণ কী?
ভারতীয় হাইকমিশনারকে তলব বাংলাদেশের, কারণ কী?
করজোড়ে আবেদন করেছিলেন দীপু দাস, কর্ণপাত করেনি বাংলাদেশের পুলিশ
করজোড়ে আবেদন করেছিলেন দীপু দাস, কর্ণপাত করেনি বাংলাদেশের পুলিশ
১৫ ফেব্রুয়ারিই চিংড়িহাটা মেট্রোর বড়দিন, বড় নির্দেশ হাইকোর্টের
১৫ ফেব্রুয়ারিই চিংড়িহাটা মেট্রোর বড়দিন, বড় নির্দেশ হাইকোর্টের