সুশান্ত সিং রাজপুত বেশকিছু বছর ধরে বান্দ্রার একটি অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতেন। জীবনের শেষ দিনটাও তিনি কাটিয়েছেন সেখানেই। তবে তাঁর মৃত্যুর পর কেটে গিয়েছে আড়াই বছর। পাওয়া যাচ্ছে না ভাড়া। সম্প্রতি একটি খবর প্রকাশ্যে আসতে দেখা যায়, অ্যাপার্টমেন্টের মালিক বেশ কিছুদিন ধরে ভাড়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিন। তবে এখনও কোনও ভাড়াটিয়া খুঁজে পাওয়া যায়নি। ইতিমধ্যে কবরে ছড়িয়ে পড়ে যে অ্যাপার্টমেন্টের মালিক ৫ লক্ষ টাকা মাসপিছু ভাড়া চেয়েছিলেন। তবে কিছুতেই যেন বাড়িটি ভাড়ায় দেওয়া যাচ্ছে না। সম্প্রতি এই মর্মে মুখ খোলেন অ্যাপার্টমেন্টের রিয়েল এস্টেট এজেন্ট। খোলসা করে জানান, সমস্ত আপডেট। ঠিক কী পরিস্থিতি এখন এই অ্যাপার্টমেন্টের! কেন মিলছে না ভাড়াটে?
রিয়েল এস্টেট এজেন্ট রফিক মার্চেন্ট ভাড়াটে পাওয়ার জন্য চেষ্টা করে চলেছেন। তাঁর কথায় একাধিকবার আলোচনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেও তা ভাড়ায় দেওয়া যায়নি। শেষ মুহূর্তে বারে বারে বাতিল হয়েছে চুক্তি। ইটাইমস-এর এক প্রতিবেদন অনুযায়ী মার্চেন্ট জানিয়েছেন, “সময় এবং দাম হল আসল কারণ। যদি বাড়িটি সম্পূর্ণরূপে পুনরায় তৈরি করা হয়, তবে এই কাজ অনেক সহজ হয়ে যায়। আমি এর আগেও এরকমভাবে কয়েকটি বাড়ি বিক্রি করতে পেরেছি। তবে এখন সময় পাল্টাচ্ছে। আর লোকজন অ্যাপার্টমেন্ট দেখতেও আসছে।”
সুশান্ত সিং রাজপুতের বাড়ির ক্ষেত্রে এজেন্ট আরও জানান যে, “যদি ভাড়া কমিয়ে যুক্তিসঙ্গত দাম দেওয়া হয়, তবে ভাড়া দিয়ে ওঠা সম্ভবপর হবে।” কিন্তু যে অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় মিলেছিল সুশান্তের দেহ, সেই অ্যাপার্টমেন্টের জন্য আগ্রহ ভাড়াটেদের নয়, ক্রেতাদের। তিনি জানান, “আশ্চর্যজনকভাবে, আমি ক্রেতাদের কাছ থেকে প্রচুর ফোন পাচ্ছি। তাঁরা অ্যাপার্টমেন্টটি সরাসরি কিনতে চায়। অনেক বিনিয়োগকারী আছে যারা এটি কিনতে চাইছেন। কিন্তু মালিক এটি বিক্রি করতে চান না।” তাই বর্তমানে অনেকেই এসে বাড়িটি দেখছেন ঠিকই, তবে মিলছে না ভাড়াটে।