AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পাইরেসি আমার ছবি ‘মিমি’র ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলেছে: কৃতী শ্যানন

এই মুহূর্তে বড় ব্যানারের প্রায় ছটি ছবি রয়েছে কৃতীর হাতে। অক্ষয় কুমারের সঙ্গে ‘বচ্চন পাণ্ডে’, বরুণ ধাওয়ানের সঙ্গে ‘ভেদিয়া’, রাজকুমার রাওয়ের সঙ্গে ‘হম দো হামারে দো’, টাইগার শ্রফের সঙ্গে ‘গণপথ’, প্রভাস, সইফ আলি খানের সঙ্গে ‘আদিপুরুষ’-এ কৃতীর অভিনয় দেখবেন দর্শক।

পাইরেসি আমার ছবি 'মিমি'র ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলেছে: কৃতী শ্যানন
কৃতি শ্যানন। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
| Edited By: | Updated on: Aug 18, 2021 | 1:49 AM
Share

নির্ধারিত দিনের কিছু দিন আগেই মুক্তি পেয়েছিল কৃতী শ্যানন অভিনীত ছবি ‘মিমি’। কারণ ছবিটি লিক হয়ে গিয়েছিল অনলাইনে। পোশাকি নাম পাইরেসি। যা আইনত অপরাধ হলেও সিনেমা জগতের প্রধান শত্রু। এ বার এ নিয়েই মুখ খুললেন অভিনেত্রী। জানালেন তাঁর ছবির ক্ষেত্রে এই পাইরেসি ইতিবাচক রূপেই ধরা দিয়েছে। তা কীভাবে?

কৃতী বলেন, “আমি বিশ্বাস করি পাইরেসি বেআইনি। কিন্তু যদি ছবিটি থিয়েটারে মুক্তি পেত আর লিক হয়ে যেত তবে তার ফল আরও খারপ হতো, যেহেতু এই ছবিটি ওটিটিতে মুক্তি পেয়েছে তাই আমাদের গোটা বিষয়টির উপর অনেক বেশি নিয়ন্ত্রণ ছিল। ফাঁস হয়ে যাওয়ার ফলেই ছবিটি গুঞ্জন সৃষ্টি করে। হঠাৎ করে নির্ধারিত দিনের আগেই ছবিটির মুক্তি হয়।” যার ফলে দর্শকমনেও ছবিটি দেখার জন্য উৎসাহ তৈরি হয়ে বলে মনে করছেন কৃতী।

এক সারোগেট মা। জন্মদাত্রী মা। মুম্বইতে গিয়ে নায়িকা হতে চাওয়া মেয়েটি টাকা জোগাড়ের জন্য সরোগেট হতে রাজি হয়। কিন্তু পাকেচক্রে সন্তান জন্মের পর সে আর নায়িকা হওয়ার স্বপ্নপূরণ করতে চায় না। বরং মা হতে চায়। নিজের গর্ভে ধারণ করা সন্তানের প্রকৃত অর্থে মা হয়ে উঠতে চায় সে। এ হেন চিত্রনাট্যে প্রথমবার কাজ করেছেন কৃতী। ছবিতে মিমির অভিনয় যেমন প্রশংসিত হয়েছে ঠিক তেমনই আএর একজনের চরিত্রও দর্শকের ভারি মিষ্টি লেগেছে। সে রাজ। সিনেমায় সে জেকব। ছবির দ্বিতীয় ভাগ মাতিয়ে রেখেছিল সে। ছোট্ট জেকবের সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক কেমন?

তিনি জানিয়েছেন, জেকবের সঙ্গে তাঁর যে সম্পর্ক তৈরি হয়েছে ছবির স্বার্থে, তা আজীবন মনে রাখার মতো। কৃতীর কথায়, “আমি যখন ‘মিমি’র জন্য তৈরি হচ্ছিলাম, জানতাম মিমি এবং রাজের বন্ডিংটা আলাদা। খুব স্পেশ্যাল। রাজের প্রিয় বন্ধু মিমি। আর মিমির জীবনে রাজ সব কিছু। আমি ঠিক করেছিলাম ওর বাবা, মায়ের পর ও যেন আমাকে ভালবাসে। সেই কমফর্ট জোনটা না থাকলে সেটে পারফর্ম করতে পারব না। আমি ওর সঙ্গে ওর বয়সের হয়ে মিশে যাওয়ার চেষ্টা করতাম। যে দিন ও বারবার বলছিল, ‘আই লভ ইউ মিমি’, আমি সে দিনের কথা ভুলতে পারব না।”

এই মুহূর্তে বড় ব্যানারের প্রায় ছটি ছবি রয়েছে কৃতীর হাতে। অক্ষয় কুমারের সঙ্গে ‘বচ্চন পাণ্ডে’, বরুণ ধাওয়ানের সঙ্গে ‘ভেড়িয়া’, রাজকুমার রাওয়ের সঙ্গে ‘হম দো হামারে দো’, টাইগার শ্রফের সঙ্গে ‘গণপথ’, প্রভাস, সইফ আলি খানের সঙ্গে ‘আদিপুরুষ’-এ কৃতীর অভিনয় দেখবেন দর্শক। দ্রুত কৃতী বলিউডের প্রথম সারির অভিনেত্রী হওয়ার দৌড়ে এগিয়ে যাচ্ছেন বলে মনে করেন দর্শকের বড় অংশ।

আরও পড়ুন- কার ঘরে ঢুকতে না পেরে ভরদুপুরে স্পাইডারম্যান সেজে ধর্নায় বসলেন রাখী সাওয়ান্ত?

আরও পড়ুন- দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সে এল, বিয়ে নিয়ে আপডেট দিলেন অঙ্কুশ