AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Alia-Ranbir Wedding: ‘আরআরআর’ ছবির বাজেটের দ্বিগুণ আলিয়া-রণবীরের সম্পতির মোট হিসেব, শুনলে চমকে যাবেন

Alia-Ranbir Property: অনেক জল্পনার পর গতকাল, অর্থাৎ চৈত্র মাসের শেষ দিনে বিয়ে করেছেন রণবীর-আলিয়া। তাঁদের বিয়ে নিয়ে বিগত এক মাস ধরেই বাড়ছিল উত্তেজনা।

Alia-Ranbir Wedding: 'আরআরআর' ছবির বাজেটের দ্বিগুণ আলিয়া-রণবীরের সম্পতির মোট হিসেব, শুনলে চমকে যাবেন
আলিয়া-রণবীর।
| Edited By: | Updated on: Apr 15, 2022 | 8:18 PM
Share

বিয়ে তো হয়ে গেল। সম্পত্তির মোট হিসেব কত হল জানেন। শুনলে চমকে উঠবেন। এস এস রাজামৌলি ‘আরআরআর’ তৈরি করেছেন ৪০০-৪৫০ কোটি টাকায়। সেই বাজেটের দ্বিগুণ অর্থের অধিকারী আলিয়া ভাট ও রণবীর কাপুর। তাঁদের উপার্জিত মোট সম্পত্তির হিসেব জানলে চোখ কপালে উঠে যাবে আপনার। প্রায় ৮৩৯ কোটি টাকার সম্পত্তি রয়েছেন আলিয়া-রণবীরের। বলিউডের অন্যতম ধনী কাপল তাঁরাই।

আলিয়া-রণবীরের বিয়েতে অতিথি সংখ্যা ছিল হাতে গোনা। কিন্তু আয়োজনে ছিল না কোনও ত্রুটি। রণবীর-আলিয়ার বিয়ের ছবি ইতিমধ্যে নিশ্চয়ই আপনি দেখেছেন। সবকটি ছবিই ভাইরাল হয়েছে। ছবি প্রথম শেয়ার করেছিলেন আলিয়াই।

অনেক জল্পনার পর গতকাল, অর্থাৎ চৈত্র মাসের শেষ দিনে বিয়ে করেছেন রণবীর-আলিয়া। তাঁদের বিয়ে নিয়ে বিগত এক মাস ধরেই বাড়ছিল উত্তেজনা। বিয়ের সঠিক তারিখ নিয়েও ছড়াচ্ছিল নানা বিভ্রান্তি। বিয়ের কিছু দিন আগেও কাজ করেছেন রণবীর। বিয়ে কে করছেন, তা নিয়েও মুখ খোলা তো দূর, তাঁদের প্রিয়জনেরাও কিছু বলেননি। ছিমছাম বিয়ের আয়োজন শেষ হয়েছিল আলিয়া-রণবীরের আদরমাখা ছবি দিয়ে। আপাতত ছোট্ট একটা ব্রেক। এরপরেই আবারও কাজে ফিরবেন এই দম্পতি।

বন্ধু অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে অভিনয় করেছেন রণবীর-আলিয়া। সেই ছবিতেই তাঁদের প্রেম। দীর্ঘ ৫ বছর প্রেম করার পর শেষে বিয়ে করলেন তারকা জুটি।

আরও পড়ুন: Yash Dasgupta: রণবীরের পর এবার ‘রকস্টার’ যশ, নায়িকার নাম নুসরত

আরও পড়ুন: Alia-Ranbir Wedding: আলিয়া-রণবীরের বিয়ের কভারেজ; তারকাদের নিয়ে কেন এত মাতামাতি? : বিক্রম বোহরা

আরও পড়ুন: Ranbir Kapoor-Rishi Kapoor: একাধিক নারীসঙ্গ, ছেলেকে অবহেলা; শিশু রণবীরের কাছে ভিলেন ছিলেন বাবা ঋষিই